Muslim Book shop

Muslim Book shop Assalamualaikum ��

কাস্টমার ও হ্যাপী আমারও হ্যাপী 🤗😊
08/10/2025

কাস্টমার ও হ্যাপী আমারও হ্যাপী 🤗😊

এখান থেকে যেকোনো ২টি বই নিলেই  কুরিয়ার চার্জ ফ্রি
18/09/2025

এখান থেকে যেকোনো ২টি বই নিলেই কুরিয়ার চার্জ ফ্রি

''হামজার খুনি" বইয়ের সংক্ষিপ্ত কথা:রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যাক...
09/09/2025

''হামজার খুনি" বইয়ের সংক্ষিপ্ত কথা:
রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীর নাম ছিল ওয়াহশি। মক্কার কুরাইশনেতা জুবাইর ইবনে মুতইমের ক্রীতদাস। দাসের জীবন নিয়ে অপদস্থ ওয়াহশি দাসত্ব থেকে মুক্তির জন্য ছিল বেপরােয়া। বদর যুদ্ধের পর তার মনিব জুবাইর এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার সামনে এক লােভনীয় প্রস্তাব পেশ করে। আগামী যুদ্ধে যদি সে হামজাকে হত্যা করতে পারে তবে সে দাসত্ব থেকে মুক্তি পাবে। এবং সঙ্গে পাবে আরও নানা অর্থ-সম্পদ। ওয়াহশি সে প্রস্তাব লুফে নেয় এবং উহুদের প্রান্তরে পেছন থেকে বর্শা নিক্ষেপ করে। হামজাকে হত্যা করে। কিন্তু ওয়াহশির পরবর্তী জীবন কীভাবে কাটে? দাসত্বের জীবন থেকে মুক্ত হয়ে সে কি সুখী হয়েছিল? স্বাধীন মানুষ হিসেবে সে কি সত্যিকারভাবে স্বাধীনতার স্বাদ পেয়েছিল। মক্কার মানুষের কাছে? তার প্রেমিকা, যার জন্য সে সবকিছু তুচ্ছ করতে পারতাে, সে কি অবশেষে একান্ত তার হয়েছিল? ওয়াহশি কি একদিনও ঘুমাতে পেরেছিল তৃপ্তির ঘুম? এসব প্রশ্নের উত্তর নিয়ে রচিত দারুণ এক কাহিনিকাব্য নাজিব কিলানির বিখ্যাত উপন্যাস 'কাতিলু হামজা - হামজার খুনি

নারীদের ব্যাপারে শয়/তানের বক্তব্য হলো। নারী আমার এমন তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না।বই: এখন যৌবন যারপৃষ্ঠা: ১৩২
08/09/2025

নারীদের ব্যাপারে শয়/তানের বক্তব্য হলো। নারী আমার এমন তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না।

বই: এখন যৌবন যার
পৃষ্ঠা: ১৩২

মুসলিম নারীর শিক্ষার অর্থ এই নয় যে, তাকে বড় ডিগ্রী, সুউচ্চ পদ, মোটা টাকার চাকুরী পেতে হবে। তার শিক্ষা জাতিগঠনের জন্য, সম...
08/09/2025

মুসলিম নারীর শিক্ষার অর্থ এই নয় যে,

তাকে বড় ডিগ্রী, সুউচ্চ পদ, মোটা টাকার চাকুরী পেতে হবে। তার শিক্ষা জাতিগঠনের জন্য, সমাজ গড়ার জন্য, মুসলিম দেশ ও পরিবেশ গড়ার জন্য যতটুকু দরকার ততটুকু শিখতে পারলেই যথেষ্ট, যদিও তা ঘরে বসেই হয়।

বই: আদর্শ বিবাহ ও দাম্পত্য

হুম 🙂 #ফান_পোস্ট
08/09/2025

হুম 🙂
#ফান_পোস্ট

মহীয়সী নারী সিরিজ (১-৬ খন্ড)  প্রতিটা বোনের পড়া উচিত সিরিজ টা।
08/09/2025

মহীয়সী নারী সিরিজ (১-৬ খন্ড)

প্রতিটা বোনের পড়া উচিত সিরিজ টা।

এরকম কাস্টমার পেয়ে আমরা সত্যিই গর্বিত 🤗👀
08/09/2025

এরকম কাস্টমার পেয়ে আমরা সত্যিই গর্বিত 🤗👀

প্রিয়তমা অর্ধাঙ্গিনী!শ্রাবণের ওই বৃষ্টিধারায়, তোমায় আমি খুঁজে বেড়াই;যদিও তুমি অনেক দূরে, তবুও রেখেছি মন-পিঞ্জরে। নীরবে ত...
05/09/2025

প্রিয়তমা অর্ধাঙ্গিনী!

শ্রাবণের ওই বৃষ্টিধারায়, তোমায় আমি খুঁজে বেড়াই;
যদিও তুমি অনেক দূরে, তবুও রেখেছি মন-পিঞ্জরে।
নীরবে তোমার অপেক্ষায় থাকি সারাক্ষণ, অথচ তা তোমার কাছে আজও গোপন।
খুঁজিনি কারও মন, তোমার মন পাব বলে।
ধরিনি কারও হাত, তোমার হাত ধরব বলে।
হাঁটিনি কারও সাথে, তোমার সাথে হাঁটব বলে।
কাউকে বাসিনি ভালো, তোমাকে ভালোবাসব বলে।

ব‌ই: তুই বৃষ্টি হয়ে নামিস আমার মন খারাপের দিনে
লেখক: আবদুল্লাহ আল মামুন

05/09/2025

হ্যালো, প্রিয় পাঠক। আপনি স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনার প্রয়োজনীয় কিছু ইসলামিক বই চান? তাহলে আমাদের ্রফিট_ভ্রাম্যমাণ_ইসলামিক_বইমেলা অফারটি আপনার জন্য। সাধ্যের মধ্যে সকল বই পাচ্ছেন। সব বই ২০০ টাকার মধ্যে। অফার বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন, অথবা পেইজের মেইন পোস্ট চেক করুন।

🌸 প্রণয় হোক বইয়ের সাথে 🌸
📗দ্বীন এ ফেরার পথ প্রদর্শক হোক ইসলামিক বই 📗

নিজে এবং নিজের পরিবারকে ফিতনা থেকে বাঁচাতে  আজই সংগ্রহ করুন 'গুনাহ থেকে মুক্তি প্যাকেজ'। এখন পাচ্ছেন মাত্র ২৮০ টাকায়। তব...
05/09/2025

নিজে এবং নিজের পরিবারকে ফিতনা থেকে বাঁচাতে আজই সংগ্রহ করুন 'গুনাহ থেকে মুক্তি প্যাকেজ'। এখন পাচ্ছেন মাত্র ২৮০ টাকায়। তবে আর দেরি কিসের?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Book shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share