
01/11/2023
২ বছর আগে কিম জং উনের এক কাহিনী শুনেছিলাম। উত্তর কোরিয়ার ফুটবল টিম ২০১০ বিশ্বকাপে নাস্তানাবুদ হয়ে দেশে ফেরার পর কিম সেই দলের সব খেলোয়াড়দের কিড*ন্যাপ করে কয়লার খনিতে শ্রমিক হিসাবে পাচার করে দিয়েছিলেন এবং আর কোনোদিন ফুটবল খেলতে দেন নি। তখন কিম জং উনের উপর অনেক মেজাজ খারাপ হয়েছিলো।
কিন্তু এখন আর সেই অনুভূতি নেই। আমাদের দেশেও অনেক বড় একটা কয়লার খনি আছে।(ক্রিকেট) বড়পুকুরিয়ায়। এমনিই বলার জন্য বললাম আর কি!🤷♂️🤷♂️