Life Beautiful

Life Beautiful Life is beautiful when you can keep your parents happy
(2)

09/09/2025
09/09/2025

#মহেশখালী

গল্পের নাম: শেষ ট্রেনের অপেক্ষায়স্থান: শিয়ালদহ রেলস্টেশনসময়: এক বর্ষার সন্ধ্যারিনি, একজন কলেজ পড়ুয়া মেয়ে, প্রতিদিনের ম...
07/08/2025

গল্পের নাম: শেষ ট্রেনের অপেক্ষায়

স্থান: শিয়ালদহ রেলস্টেশন
সময়: এক বর্ষার সন্ধ্যা

রিনি, একজন কলেজ পড়ুয়া মেয়ে, প্রতিদিনের মতোই শিয়ালদহ থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিল। তবে আজ একটু দেরি হয়ে গেছে, বৃষ্টির কারণে ট্রেন লেট। প্ল্যাটফর্মে ভিজে কাঠ, মানুষজন ছাতা হাতে অপেক্ষা করছে।

রিনি একটা পুরোনো উপন্যাসে মুখ গুঁজে বসে ছিল। ঠিক তখনই, সামনে বসা একটা ছেলেকে চোখে পড়ল—গায়ে হালকা নীল শার্ট, কাঁধে ব্যাগ, চোখে চশমা। ছেলেটি বই পড়ছিল, আর মাঝে মাঝে তাকাচ্ছিল রিনির দিকে।

রিনি একটু বিরক্ত, ভাবল আবার সেই "ঘাড় ঘুরিয়ে তাকানো টাইপ" ছেলে।
কিন্তু হঠাৎ ছেলেটি উঠে এসে সরাসরি বলে ফেলল—
"তুমি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়ছো? আমি খুব বড় ফ্যান।"

রিনি অবাক! কেউ সাধারণত এসব বই নিয়ে কথা বলে না। দু’জনের কথা শুরু হল—সাহিত্য, সিনেমা, জীবন নিয়ে। সময় যেন থেমে গেল। ট্রেন দেরি হচ্ছিল, কিন্তু কারও তাড়া নেই।

একটা সময় রিনি জিজ্ঞেস করল,
"তোমার ট্রেন কোনটা?"
ছেলেটি হেসে বলল,
"যেটাতে তুমি যাবে।"

রিনির গাল লাল হয়ে গেল, আর কিছু বলল না। সেই রাতে দু’জনেই একই ট্রেনে উঠল। বসেছিল পাশাপাশি।

গল্পটা এখানেই শেষ নয়। প্রতি সন্ধ্যায়, সেই একই ট্রেনে, দু’জনের দেখা হতে লাগল। একদিন ছেলেটা জিজ্ঞেস করল—
"রিনি, তুমি কি আমার সঙ্গে জীবনের ট্রেনটাও চড়বে?"

রিনি শুধু হেসে মাথা নেড়েছিল।

---

শেষ কথা:

ভালোবাসা কখন, কোথায় এসে দাঁড়াবে—তা কেউ জানে না। হতে পারে একটা ট্রেনের প্ল্যাটফর্মেই তোমার জীবন বদলে যাবে।

@ Life beautify

My  garden!!!!!
05/08/2025

My garden!!!!!

✅এই নারী টিকে চেনেন? ইনি কারোর জন্যে কিছুই করেননি কোনোদিনও। তবুও সারা বিশ্ব তার নাম জানেন। কেন? - কারণ "তার নাম"। কথায় ব...
21/04/2024

✅এই নারী টিকে চেনেন? ইনি কারোর জন্যে কিছুই করেননি কোনোদিনও। তবুও সারা বিশ্ব তার নাম জানেন।
কেন? - কারণ "তার নাম"। কথায় বলে নামে কি আসে যায়? - আজ্ঞে হ্যাঁ, অনেক সময় অনেক কিছুই আসে যায়।

তার বাবা কার্ল বেঞ্জ; ১৮৮৬ সালে কম্বাটসন ইঞ্জিন আবিষ্কার করেন। এর ঠিক তিন বছর পরে তার জন্ম হয়। পরে ডিমলারের সাথে গাড়ি বানানো শুরু হয়। অন‍্যতম জগত বিখ‍্যাত সেই গাড়ি।

বাবা কার্ল বেঞ্জ যিনি গাড়ির নাম রাখেন তার এই কন্যার নামে। তিনি হলেন সেই বাবার রাজ কন্যা "মার্সিডিজ"। সেই গাড়ি সাড়া বিশ্বে "মার্সিডিজ-বেঞ্জ" নামে পরিচিত। কিছু না করেও বিশ্বের এক এবং অদ্বিতীয় জনপ্রিয় নাম। একই হয়ত ভাগ্য বলে! 😌

তথ্য সূত্র: Google.com

17/04/2024

Follow to follow

30/03/2024

Follow to follow 💯🔙

15/03/2024

আমাকে ফলো দিয়ে Follow back পান নাই কেউ বলতে পারবেন? ফলো দিয়ে ডান লিখবেন ব্যাক পাবেন অবশ্যই ✅

13/03/2024

﷽আসসালামু আলাইকুম﷽
বিশ্বাস করে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 ✅
দিন একটু দেরী হলেও ♥️♥️✅✅☑️☑️☑️
✅✅❇️বিশ্বাসের মর্যাদা রাখবো। ইনশাআল্লাহ!❇️✅✅

Address

Dhaka
SAVAR,DHAMRAI

Alerts

Be the first to know and let us send you an email when Life Beautiful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life Beautiful:

Share