28/04/2024
খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমাদের কাছে যত গুলা বায়ার ফেইসবুকে মেসেজ করে তার মধ্যে ৯০% বায়ার ফেইসবুকেই ইউসি কিনতে গিয়ে প্রতারিত হয়ে আমাদের কাছে আসেন!! ব্যপারটা আসলেই খুব দুঃখজনক! বর্তমান অনলাইন যুগে প্রতারণা এত হারে বেড়েছে যে মানুষকে বিশ্বাস করা দায় হয়ে দাড়িয়েছে। মানুষ লোভে পরে কম টাকাই ইউসি কিনতে গিয়ে বার বার তাদের ফাদেঁ পা দিচ্ছে!. যার কারণে যারা আসলেই সত্যিকার অর্থে ইউসি সেল করে আসছে তারাও বিড়ম্বনার মধ্যে পড়ছে!
আসুন জেনে নেয় কিভাবে ফেইসবুকের প্রতারণার হাত থেকে নিজেকে বাচাবেন!!
▸ এরা কার্ডিং ইউসি / ২৪ ঘন্টা মেয়াদি ইউসি বলে আপনাকে কম টাকাই বেশি ইউসি পাওয়ার লোভ দেখাবে।
▸ এদের পোস্টের বেশির ভাগ রিয়েকশন থাকে ফেইক বট দিয়ে। আপনি নিজে প্রত্যেকটা প্রোফাইলে ঘুরে ঘুরে দেখে আসবেন! এদের ৯৯% প্রোফাইল লক করা থাকে এবং নতুন একাউন্ট যেখানে কোন পোস্ট থাকেনা এমন প্রোফাইল থাকে।
▸ এদের পোস্টে যারা ভাল কমেন্ট করে তাদের প্রোফাইল ও দেখবেন একি অবস্থা! প্রোফাইলে কোন পোস্ট থাকবেনা, অথবা প্রোফাইল নতুন থাকবে
▸ একবার নিলে আবার নিতে পারবেন না বা ৬০/৯০দিন পর আবার এই প্যাক নিতে পারবেন এই ধরনের আজগুবি কথাবার্তা বলবে।
সতর্ক হউন এখনই!! অনলাইন জায়গা টাই এমন। তাই আগে দেখুন, জানুন, যাচাই করুন। এরপর লেনদেন এ যাবেন।