Drama Queen

Drama Queen Hey
Welcome to ! The happiest young lady with U. It's our official page – follow for fun, inspiring, and exciting updates.

Join me on this amazing journey also on
Instagram:


Welcome to Natok365. Bangla Natok official page.

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
30/01/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

09/03/2024

অনন্ত আম্বানির বিয়ের আতিশহ্য নিয়ে অভিযোগের শেষ নেই। যেমন, ওরা অনেক টাকা নষ্ট করে বিয়ে করছে। পুরো বলিউড ওদের আশেপাশে চাকরের মতো ঘুরছে। তোহ? এই যে আপনারা যখন বিয়ে করেন, তখন মানুষ খাওয়ান না? প্রোগ্রাম/প্যাকেজ অনুষ্ঠান করেন না? ধর্মীয় ও সামাজিক খাতে ব্যয় না করেই বিয়ে করেন? আপনারা সামর্থ্যানুযায়ী ছোটোখাটো ব্যান্ডদল আনেন গান শুনে আনন্দ করতে। অনেকে বিয়েতে ধারধোর করে, সারাজীবনের জমা পুঁজি শেষ করে। ওদের যা টাকা আছে ওরা সেই হিসেবে স্পেশ্যাল দিনকে আরো স্পেশ্যাল করছে৷ এন্টারটেইনমেন্ট করতেছে নিজেদেরকে, এত কামাচ্ছে কেনো? ভোগ না করতেই?

যারা এসব নিয়ে প্রশ্ন তুলছে, তারা নিজেরা চাকরি করছে, অধীনস্থ কোম্পানির প্রমোশন করছে, বিজনেস করছে। এসব কেনো করছেন তাহলে? এসবও তো টাকার জন্যই...

আরেক অভিযোগ হলো, বলিউড কেনো ওদের ওখানে লঙ্গরখানার মতো পড়ে আছে? মুকেশ আম্বানি কতটা চ্যানেলের মালিক কোনো আইডিয়া আছে? যখন চিনতামও না মুকেশ আম্বানি, নীতা আম্বানিকে তখন থেকেই দেখতাম বিভিন্ন এওয়ার্ড শো'তে এরা চীফ গেস্ট হিসেবে আসতো। অনেক অনেক শো ইনারাই স্পন্সর করতো। চ্যানেল থেকে শুরু করে সিনেমার হল সবখানেই আম্বানির আধিপত্য বিরাজমান।

তো চ্যানেল সিনেমাহল এসব না চললে আপনাদের পেয়ারে খানেরা আপনাদের অব্দি পৌঁছতো কেমনে? প্রতিটা সফল নায়ক- নায়িকা ইন্ডিভিজ্যুয়ালি বিজনেস করছে৷ ওরা বুঝি নিজের দেশের বিজনেস টাইকুনের ইনভাইটে নাচগান করবে না? যেখানে বিল গেটস থেকে মার্ক জাকারবার্গ সবাই উপস্থিত!

লাস্ট বাট নট দ্য লিস্ট, রাধিকা মারচ্যান্টকে গোল্ডডিগার ডাকা হচ্ছে। কেউ যদি নিজ মর্জিতে অর্থ কিংবা স্বাচ্ছন্দ্যের লোভে বিয়েও করে তা ছেলে হোক বা মেয়ে, আপনার বাপের কি? নিজের ঘরের মেয়ে বিয়ে দিতে কি আপনারা অকর্মণ্য ছেলে খুঁজেন? নাকি সামর্থ্যহীন ঘরের মেয়েকে বৌ করে আনেন? ওদের লাভ ম্যারেজ শুনেও নাক সিঁটকে বলছে, সবই পয়সার খেল৷

ওদের ৭ বছরের সম্পর্ক আর অনন্ত মোটেও রাধিকার চেয়ে অনেক বয়স্ক কেউ না, বরং সে রাধিকার দেড় বছরের ছোটো। অনন্ত ছোটো থেকেই Highly asthmatic, শারীরিক কন্ডিশনের জন্য তাকে স্টেরয়েডের উপর রাখা হতো। সে ওয়ার্কআউট করতে পারতো না এবং এতো স্ট্রং স্টেরয়েডে ক্ষুধা বেড়ে ওভারওয়েট হয়ে গেছে। এরপরেও সে প্রায় ১০০ কেজির মতো ওজন কমিয়েছিলো, রাধিকার সাথে প্রেমও তখন থেকেই। কিন্তু আবার বছরকয়েক আগে ওজন বেড়ে যায়।

একটা কাপল, ওরা এত খুশি একে অপরকে বিয়ে করতে পেরে। মানুষের হাপিত্যেশ দেখে মনে হচ্ছে, এরা নিজ বাবা-মা'কেও গোল্ডডিগার ডাকবে, যদি ওয়েট বাড়ার কারণে পার্টনারকে ছেড়ে না যায়। রাধিকা নিজে যথেষ্ট ধনী ও ধনী পরিবারের মেয়ে, সে ব্রেকআপ করলে এরাই বলতো মাইয়া ধোঁকাবাজ।

যদি কথা বলতে হয়, আপনাদের অতি প্রখর অভিনেতা রণবীর কাপুর দ্য লুলকে নিয়ে বলুন। যে কিনা ওখানে তেল মারতে এনিম্যাল মুভির ইন্সপিরেশন মুকেশ আম্বানি থেকে পেয়েছে বললো! যদিও মুকেশ আম্বানি কবে এসব ছাগলামো করেছে আমার জানা নেই। আমির খানকে বলুন, যে কিনা Yrf স্টুডিও থেকে ১৬/১৭ বছর পুরোনো "দিল তো পাগল হ্যায়" এর ব্যানার নামাতে বাধ্য করেছিলো ধুম 3 এর শ্যুটিংয়ের সময়। কিন্তু এখন আম্বানির ডাকে শাহরুখের সাথে কাঁধেকাঁধ মিলিয়ে নাচছে।
cp

      Eita kono kotha?Bengali r koto niche nambe?Kobe eder bodh udoy hobe?
15/12/2023


Eita kono kotha?
Bengali r koto niche nambe?
Kobe eder bodh udoy hobe?

সমপুর্ন দোষ আমি ব্যাবসাইদেরি দেবো।
আপনারা গুড়ের চাপ ফেলাবেন শিত না আসতেই।

তাহলেতো ভেজাল হবেই
চার পাঁচ কেজি চিনি আর গরুর লালি মিস করে হয়ে জায় টস টসে খেজুরের পাটালি গুড়।

১০০ টা গাছ লাগায় গুড় মাত্র হচ্ছে ১০/১৫ কেজি।
অথচো আর কয়েকদিন ওয়েট করলে শিত বেশি হোলেই ১০০ গাছের রস থেকে ৫০ কেজি গুড় হয়।

সংগৃহীত

25/11/2023

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drama Queen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share