
27/03/2025
কথার আঘাত
মানুষের রুহু অবধি পৌঁছে যায়!
আসলেই কিন্তু তাই!
কথার আঘাতে মানুষ হাসতে হাসতেই
হঠাৎই হাসি থামিয়ে দেয়-
অনর্গল কথা বলতে বলতেই
মানুষটা চুপ হয়ে যায়!
অথচ যার কথায় এতোকিছু
সে কিছু জানেও না আর বোঝেও না,
ভাবে সবই তো ঠিকঠাক!
কিন্তু ওই সূক্ষ্ম আঘাতে কার কোথায়
ঠিক কথটা ক্ষত হয় তা কেউই দেখে না!