Dip das jibon

Dip das jibon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dip das jibon, Digital creator, Dhaka.

27/01/2024
"হরে কৃষ্ণ" হরে কৃষ্ণ"কৃষ্ণ কৃষ্ণ"হরে হরে"  "হরে রাম"হরে রাম"রাম রাম"হরে হরে"★শ্রী কৃষ্ণ হচ্ছেন পরশ পাথরের ন্যায়। এর সংম...
09/10/2023

"হরে কৃষ্ণ" হরে কৃষ্ণ"কৃষ্ণ কৃষ্ণ"হরে হরে"
"হরে রাম"হরে রাম"রাম রাম"হরে হরে"

★শ্রী কৃষ্ণ হচ্ছেন পরশ পাথরের ন্যায়। এর সংম্পর্শে যে আসেন শুদ্ধমাত্মায় পরিণত হয়ে যায়।

★মন্দিরে শ্রীকৃষ্ণের দর্শণে পাপ মোচন হয়। কৃষ্ণ মহাপ্রশাদে দেহ ও মন পবিত্র হয়।

★মহাপবিত্র কৃষ্ণ নাম জপে অতীতের সঞ্চিত পাপ ধংস হয়ে যায়। কৃষ্ণ কথা শ্রবণে হৃদয় ও মন শুদ্ধ হয়।

★হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের মন্দ রেখা গুলো নাশ হয় এবং শুভ রেখা উদয় হয়।

★নৃত্য করে কীর্তন করিলে দেহের পাপ ঝরে পড়ে যায়।
সর্বপরি বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত এমন কিছু নেই যে কৃষ্ণ সঙ্গ লাভ না হয়।

★কৃষ্ণ হচ্ছেন আলোর প্রকাশ আর কৃষ্ণ ব্যতীত সবিই হচ্ছে মায়া অর্থাৎ অন্ধকার।

★এই জন্যই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেনঃ- কৃষ্ণ নামে সর্বসিদ্ধি লাভ হয়।

★ ★ ★ হরে কৃষ্ণ ★ ★ ★

📢জাগো হিন্দু ভাই ও বোনেরা এখনো সময় আছে ঘুমিয়ে থেকোনা📢১৯৭১ সালে এভাবেই লিঙ্গ দেখে হিন্দু পরিচয় নিশ্চিত হওয়ার পর নির্মমভা...
05/10/2023

📢জাগো হিন্দু ভাই ও বোনেরা এখনো সময় আছে ঘুমিয়ে থেকোনা📢

১৯৭১ সালে এভাবেই লিঙ্গ দেখে হিন্দু পরিচয় নিশ্চিত হওয়ার পর নির্মমভাবে হত্যা করা হতো...!!! মহান মুক্তিযুদ্ধে হিন্দুদের আত্মত্যাগ কতটা তা আমরা সবাই কম বেশি জানি! ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শুরুতে বেছে বেছে হিন্দুদের হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ করা হয়। তখন দেশত্যাগের পর হিন্দুদের যে ২১% অবশিষ্ট ছিল স্বাধীনতার ৫০ বছর অতিক্রমের পর বর্তমানে তা ১০% এর নীচে নেমে গেছে! কেন হিন্দুরা দেশ ত্যাগ করে চলে যায়???

বাংলাদেশের হিন্দুরা এই মাটির সন্তান। হাজার বছর ধরে এই মাটিতে বসবাস করে আসছে। হিন্দুরাই এদেশের ভূমিপুত্র। হিন্দুরা আরব, আফগানিস্তান থেকে উড়ে এসে জুড়ে বসেনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করুন, আজ না হোক কাল আপনার পাশে প্রতিবাদী মানুষ এসে দাঁড়াবে। প্রতিবাদ করতে শিখুন এবং অভ্যাসে পরিণত করুন। এক সময় হাজারো মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে। 🇧🇩
🚩🚩🚩🙏জয় শ্রী রাম 🙏🚩🚩🚩 🇧🇩

04/10/2023

প্রশ্ন: সদগুরুকে চেনার উপায় কি? বৈষ্ণব না হলে কি শুরু হওয়া যায় না?

উত্তর : সদগুরু সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তা করেন, শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত থাকেন। তিনি সর্বদা কৃষ্ণকথা বলেন। কৃষ্ণভক্তি বিরুদ্ধ কোনও কথা বলেন না। তিনি জগতে শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করেন। তিনি পরম কৃষ্ণভক্ত। তিনি দ্বাদশ অঙ্গে তিলক পরিধান করেন। তিনি শিখাধারণ করেন; কণ্ঠে তুলসী কাঠের মালা ধারণ করেন। তিনি কৃষ্ণনাম জপ করেন, কীর্তন করেন। বন্ধ জীবের উদ্ধারের জন্য তিনি কৃষ্ণভক্তি শিক্ষা দেন। তিনি ভক্তি প্রতিকূল বিষয় গ্রহণ করেন না। আমিষ আহার, পান বিড়ি তামাক সেবন, তাস পাশা জুয়া খেলা, অবৈধ যৌন সঙ্গাদিতে তিনি কখনও জড়িত থাকেন না। এরূপ ব্যক্তিই সদগুরু। তিনি অবশ্যই গুরুপরম্পরার ধারায় আশ্রিত। একজন শুরু হন তাঁর গুরুদেবের অনুমোদনক্রমে।

বৈষ্ণব না হলে কাউকে গুরুদেব হিসাবে গ্রহণ করা কখনই উচিত নয়। আবার, দেখতে বৈষ্ণবের মতো হলেও বিধিনিষেধ যদি পালন না করে, অর্থাৎ যদি কেউ পান বিড়ি সিগারেট তামাক সেবন করে, কিংবা মাছ মাংস ডিম ইত্যাদি অখাদ্য গ্রহণ করে, কিংবা তাস জুয়া আড্ডাতে যুক্ত হয়, কিংবা অবৈধ যৌনসঙ্গে লিপ্ত হয়, তবে সে কখনই গুরু হিসাবে গণ্য হতে পারে না।

অবৈষ্ণবোপদিটেন মন্ত্রেণ নিরয়ং ব্রজেৎ।

“অবৈষ্ণবের উপদিষ্ট মন্ত্র গ্রহণ করলে নরকে গতি হবে।” (হরিভক্তিবিলাস ৪ / ১৪৪ ) কেউ যদি ভুলক্রমে অবৈষ্ণবের কাছে মন্ত্র দীক্ষা নিয়ে থাকেন, তবে তাঁর পক্ষে অবশ্যই-

পুনশ্চ বিধিনা সমাজ গ্রাহয়েদ্বৈষ্ণবাদ গুরোঃ

“যথাশাস্ত্র পুনরায় বৈষ্ণব গুরুর নিকটে মন্ত্রদীক্ষা গ্রহণ করা উচিত।” (হরিভক্তিবিলাস ৪/১৪৪)
বিষ্ণু বা কৃষ্ণমন্ত্রে যারা দীক্ষিত নয়, তাদের অবৈষ্ণব বলা হয়। শ্রীপদ্মপুরাণে লিখিত আছে-

মহাকুলো প্রসূতোঽপি সর্বযজ্ঞেষু দীক্ষিতা । সহস্র শাখাধ্যায়ী চ ন শুরুঃ স্যাদিবৈষ্ণবঃ ॥

“উচ্চ কুলে জাত, সর্ব যজ্ঞে দীক্ষিত এবং সহ শাখাধ্যায়ী ব্রাহ্মণ কেউ হতে পারেন, কিন্তু তিনি যদি অবৈষ্ণব হন, তবে তিনি গুরুপদে অভিষিক্ত হতে পারেন না।” (পদ্মপুরাণ)

শ্রীল জীব গোস্বামীপাদ উল্লেখ করেছেন—

পরমার্থতানো ব্যবহারিক গুর্বাদি পরিত্যাগেনাপি কর্তব্য ।

"ব্যবহারিক, লৌকিক এবং কুলগুরু ইত্যাদি গুরুত্রর পরিত্যাগ করে পারমার্থিক গুরুদেবের আশ্রয় গ্রহণ করা উচিত।" (ভক্তিসন্দর্ভ ২১০ সংখ্যা )

সমাজে লাখো দীক্ষিত মানুষ রয়েছেন, কিন্তু কেনো সকলের মধ্যে ভক্তি বাড়ছে না?? ভক্তি না বৃদ্ধি পাবার মেন কারণ হচ্ছে স্বদগুরুর আশ্রয় না পাওয়া।। তাই অন্তরে গভীর প্রেম জাগরণের অভাব থেকেই যাচ্ছে।। গুরুদেবের কৃপায় ভক্তি পথে যে এগোবে, সেটা হয়ে উঠে না।। কারণ সদগুরুর অভাব।।
গুরুদেবের যে পাওয়ার যে কৃপাশক্তি সেটা সদগুরুর মধ্যে বিদ্যমান থাকে।। যাকে তাকে গুরুদেব স্বীকার করলে সেই দিব্য কৃপাশক্তি টা লাভ হয়না বলেই,, যেমন সমাজ ঘুন ধরা তেমন ই থেকে যায়।।
হরিবোল।।

03/10/2023

ধর্মীয় সমাজ দিয়েই অন্য ধর্মীয় সমাজের মোকাবিলা করতে হবেঃ এখন আমাদের ভাবতে হবে - ধর্মীয় সমাজটা আসলে কী? ধর্মীয় সমাজের চারটি গুণ বা লক্ষণ থাকে বা থাকা উচিত। এগুলি হচ্ছে - (১) সমতা ও সম্প্রীতি, (২) সর্বজনীন চরিত্র, (৩) ধর্মতত্ত্বের সঠিক ব্যাখ্যা ও তার প্রচার ও (৪) যোগ্য ধর্মীয় ব্যক্তিত্ব গড়ে উঠার সুব্যবস্থা। বৃহত্তর হিন্দু সমাজে এর একটিও নেই। এগুলি অর্জন করা দরকার। এগুলি অর্জন করা ব্যতীত অন্য সমাজের মোকাবিলা করা সম্ভব হবে না। ধর্মীয় সমাজের লক্ষণবিহীন সমাজকে "যত মত তত পথ" তত্ত্ব দিয়ে কেন ধর্মীয় সমাজ বলে স্বীকৃতি দেয়া হচ্ছে? সমস্যা কেন চিহ্নিত করা হচ্ছে না? একটি জন্মজ ভেদবৈষম্যপুষ্ট সমাজকে কি ধর্মীয় সমাজ বলে স্বীকৃতি দেয়া যায়? এ সমস্যাই তো সমাজ সংকোচনের মূল কারণ। সমাজকে ধর্মের মূলস্রোতে বহমান করতে চাইলে উপরোল্লিখিত চারটি গুণ বা বৈশিষ্ট্য সমাজে প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া সমাজ ধর্মের মূলস্রোতে আসবে না বা বহমান হবে না। নমস্কার/হরেকৃষ্ণ। এ.কে.সরকার।

22/09/2023

একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞেস করল," সবাই বলছে যে, তুমি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছো। কিন্তু আমি এতো ছোট এবং অসহায় হয়ে কীভাবে বাঁচব?"

ঈশ্বর বললেন, " তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে। "

তখন শিশুটি আবার জিজ্ঞাসা করল," তবে আমাকে বলুন, এখানে স্বর্গে আমি এতো খুশি আছি, সারাক্ষণ গান হাসি..... কতো আনন্দ..."

ঈশ্বর বললেন, " তোমার দেবদূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন। "

বাচ্চাটি বলল, " কিন্তু ভাষা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কীভাবে? আর আমিই বা তাদের ভাষা কীভাবে বুঝতে সক্ষম হব?"

ঈশ্বর বললেন," তোমার দেবদূত তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য্য এবং যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কীভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দেবে। "

" এবং আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব তখন কী করব?" -- বাচ্চাটি জিজ্ঞাসা করল ঈশ্বরকে।

ঈশ্বর বললেন," তোমার দেবদূত তোমার হাত একসাথে রাখবেন এবং তোমাকে কীভাবে প্রার্থনা করতে হয় তা শিখিয়ে দেবেন। "

বাচ্চাটি জিজ্ঞেস করল," কে আমাকে রক্ষা করবে? "

ঈশ্বর বললেন," তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন। দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়ে তোমাকে রক্ষা করবেন। "

বাচ্চাটি আবারও জিজ্ঞাসা করল," প্রভু আমি এতো ছোট, ঠিকমতো খেতে পাব তো?"

ঈশ্বর বললেন," আমি যাকে জন্ম দিই তার খাবারের ব‍্যবস্থা করেই রাখি। কিন্তু মনে রাখবে, আমি খাবারের ব‍্যবস্থা করি কিন্তু নিজের শরীরের রক্ত খাওয়াই না। কিন্তু তোমার দেবদূত নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত। ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে। "

" কিন্তু তাও আমি সর্বদা দুঃখিত থাকব কারণ আপনাকে আর দেখতে পাব না। " বাচ্চাটি বলল।

ঈশ্বর বললেন," তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন। যদিও আমি সর্বদাই তোমার পাশে থাকব "

সেই মুহুর্তে স্বর্গে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, " ঈশ্বর, আমি যদি এখনই চলে যাই দয়া করে আমার দেবদূতের নাম তো বলুন। "

ঈশ্বর বললেন, একজন নয় - দুজন। তুমি তাদের শুধু " মা " আর " বাবা "বলে ডাকবে। 🙏🙏

হরে কৃষ্ণ 🙏🙏

কৃপা করে সবাই আমার MetoMeton DeyএMeton Deyইডিতে add friend দিবেন -!*আ

হরে কৃষ্ণ
20/09/2023

হরে কৃষ্ণ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dip das jibon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share