23/11/2023
আসসালামু আলাইকুম, আমি নওশীন Skill test সম্পূর্ণ করার পর আমার বেশ ভালো লেগেছে এর মাধ্যমে অনেক মানুষের সাথে কমিউনিকেশন হয়েছে। দীর্ঘ দুই মাস ক্লাস শেষ করার পর এই স্কিল টেস্ট দিতে হয়েছে একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য একটি প্রতিষ্ঠান দরকার ছিলো আমার গাইডলাইন হিসেবে সেটি কাজ করেছে Success biz family. গত ২৪, ৮, ২০২৩ প্রথম একটি ফ্রি ক্লাস করেছিলাম যেটা নিয়েছিলেন রুবায়দুল করিম স্যার প্রথম
ক্লাস টি শেষ করার পরে ধারণা পেয়েছিলাম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে এবং স্যারের ক্লাসটি করার পর মনে হয়েছিল এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা যেতে পারে। তাই প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই রুবায়েদুল করিম স্যারকে। এছাড়া আমাকে যারা সাহায্য করে গিয়েছেন তার মধ্যে একজন হলেন সোনিয়া আপু। এছাড়াও সাকসেস Success biz family সম্পর্কে আমাকে যে ধারণা দিয়েছিলেন আমার একজন আপু সেলিনা হোসেন শিল্পীকে ধন্যবাদ জানাতে চাই ।একজন পরিপূর্ণ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হিসেবে গড়ে গড়ে তুলতে পারলে এর কৃতিত্বটা পুরোটুকুই Success biz family.