
15/08/2024
আপনি জানতেন আপনার লাইগা আমার মনের ভিতরে কতখানি ভালোবাসা আছিলো। কতখানি হৃদয় দিয়া আমি আপনারে ভালোবাসি। আপনি জানতেন,খোদার দিকে উচুঁ করা আমার প্রার্থনার হাত সবার আগে আপনারেই চাইতো। আপনি জানতেন, দুনিয়ার বেবাক কষ্ট সইবার পারলেও আমি আপনারে হারাইবার কষ্ট কখনোই সইবার পারুম না। আপনি সব জানতেন।
আপনি জানতেন আপনার পাশে অন্য কাউরে দেখা মানে আমার লাইগা জীবিত থাকতে নরক দেখার সমান। আপনি জানতেন, আপনি ছাইড়া গেলে আমার বুকের ভিতরটা হইবো ছোটখাটো একটা কষ্টের আতুড়ঘর। সেই ঘর ছাইড়া আমি কোনোদিনও পালাইতে পারুম না। আপনি খুব ভালো কইরাই জানতেন, আপনি আমার বিশ্বাস ভাইঙা দিলে দুনিয়ার আর কোন মানুষরে আমি বিশ্বাস করতে পারুম না, জোড়া লাগাইতে পারুম না আর কোনদিন ভাঙা হৃদয়খান।
আপনি জানতেন, আপনি আমার মনের আঙিনা ছাইড়া চইলা গেলে আমার আঙিনায় কোনদিন আর ফিরে আইবো না বসন্ত, আমার বাগিচায় আর কোনদিন ফুটবো না বসন্তের ফুল। আমার জীবনটা হইবো তীর্থের কাকের মতো অপেক্ষার। বুকের ভিতরে একচিমটি ভালোবাসা পাওয়ার তৃষ্ণা নিয়া আমি তড়পাইতে তড়পাইতে মইরা যামু রোজ। আপনি জানতেন সব।
সবকিছু জানবার পরেও আপনি আমারে ছাইড়া গেলেন। ভাইঙা দিলেন বিশ্বাস। দগদগে একটা ক্ষত তৈয়ার কইরা গেলেন ভালোবাসার বুকে। যন্ত্রণার লগে পরিচয় করাইয়া দিলেন। উপহার দিয়া গেলেন অসংখ্য ট্রমাটিক নির্ঘুম রাত্তিরি।
এখন আমার জানলা খুইলা দিলে ঘরে হুহু কইরা ঢুইকা যায় বেদনা। আপনার হাসিহাসি মুখখানা ভাইসা উঠে প্রতিনিয়ত স্মৃতির টেলিভিশনে। কি যে এক চিৎকার, নিরব কান্না, বীভৎস যন্ত্রণায় পার হয় প্রত্যেকটা দিন।
আপনারে এত ভালোবাইসা, এত যত্ন কইরা, এত মায়া কইরাও ধইরা রাখবার পারলাম না। অথচ দেখেন, আপনার রাইখা যাওয়া কষ্টদের যতোই ঘৃণা করি, যতোই অবহেলা করি, যতোই বাহিরে ছুঁড়ে ফেলে দরজা বন্ধ করে দেই, ওরা কোথাও যায় না। ঘুরেফিরে প্রতিদিন আমার কাছেই ফিরা আসে, আমার দরজাতে আইসাই ঠক ঠক করে কড়া নাড়ে; কি আশ্চর্য.. কি আশ্চর্য...
লেখা: আরিফ হুসাইন
Fariha Tabassum Jerin