Mimi’s Virtual Diary

Mimi’s Virtual Diary DM for promotion,collaboration and reviews.

02/08/2025

এতো কমে মজার খাবার খেলাম Feasto তে

বৃষ্টির পরে প্রকৃতির রূপই অন্যরকম হয়ে যায়….
31/07/2025

বৃষ্টির পরে প্রকৃতির রূপই অন্যরকম হয়ে যায়….

মালদ্বীপ থেকেই তার বায়না যে Pineapple Fried Rice খাবে; সেখানেও টানা ৪ দিন এটা খেয়েছে । দেশে তো আনারস দিয়ে Hawaiian Pi...
26/07/2025

মালদ্বীপ থেকেই তার বায়না যে Pineapple Fried Rice খাবে; সেখানেও টানা ৪ দিন এটা খেয়েছে । দেশে তো আনারস দিয়ে Hawaiian Pizza প্রায়ই খাওয়া হয় । ইলিশ মাছ দিয়েও আনারসের তরকারী খেয়েছি । তবে, আনারস দিয়ে ফ্রাইড রাইস এর মজাই আলাদা । 🍍 🍛 😋 ❤️

শুধুমাত্র এই ফ্রী খাবার খেতে আমাকে ৩ ঘণ্টা আগেই এয়ারপোর্টে নিয়ে যায় আমার হাজবেন্ড 😝
26/07/2025

শুধুমাত্র এই ফ্রী খাবার খেতে আমাকে ৩ ঘণ্টা আগেই এয়ারপোর্টে নিয়ে যায় আমার হাজবেন্ড 😝

মায়ের শেষ চিহ্ন — হাতে বোনা কালো শাড়ি। স্বপ্নের দেশে আজ মাকে বুকে নিয়ে এলাম….মা চলে গেছেন ৫ বছর হলো। তবুও প্রতিদিন তা...
25/07/2025

মায়ের শেষ চিহ্ন — হাতে বোনা কালো শাড়ি।

স্বপ্নের দেশে আজ মাকে বুকে নিয়ে এলাম….মা চলে গেছেন ৫ বছর হলো। তবুও প্রতিদিন তাঁর কোনো না কোনো কথা, হাসি, স্পর্শ যেন চারপাশে ঘুরে বেড়ায়।

আজ মালদ্বীপে দাঁড়িয়ে এই শাড়িটা পরে আছি — যেটা মা নিজ হাতে বুনেছিলেন।
আমার ছোটবেলায় টিভিতে মালদ্বীপ দেখতাম আর মা’কে বলতাম, “একদিন আমি এখানে যাব।”
মা বলতেন, “যেয়ে শাড়ী পড়ে অনেক সুন্দর ছবি তুইলো” ❤️

আজ মায়ের সেই কথা রাখা হলো।
তিনি পাশে নেই, কিন্তু তার স্পর্শ, গন্ধ, আর ভালোবাসা — আমার গায়ে জড়ানো। ❤️

জুলাই মাসটা যেন বছরের সবচেয়ে ভারী এক সময়—প্রায় প্রতি বছরই ঘটে এমন কিছু ঘটনা, যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। ২০১৫ সালে ঘ...
23/07/2025

জুলাই মাসটা যেন বছরের সবচেয়ে ভারী এক সময়—প্রায় প্রতি বছরই ঘটে এমন কিছু ঘটনা, যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়।
২০১৫ সালে ঘূর্ণিঝড় কোমেনের কারণে অনেক মানুষ প্রিয়জন হারান। ২০১৬-তে গুলশানের Holey Artisan এর ঘটনায় দেশ-বিদেশের বেশ কিছু পরিবার নিঃসঙ্গ হয়ে পড়ে। ২০১৭ সালে গাজীপুরের কারখানায় দুর্ঘটনায় শ্রমজীবী মানুষের স্বপ্ন থেমে যায়। ২০১৮ ও ২০১৯ সালে প্রাকৃতিক দুর্যোগে একের পর এক জীবন থেমে যায়, কেউ বাবা, কেউ সন্তান হারান। ২০২০ সালে বন্যা কারণে বহু পরিবারে শোকের ছায়া নামে। ২০২১ সালে কারখানায় আগুনের ঘটনায় অনেক তরুণ শ্রমিকের ভবিষ্যৎ হারিয়ে যায়। ২০২২ সালে সীতাকুণ্ডে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা, যার প্রভাব অনেক পরিবার এখনও বইছে। ২০২৩ সালে ডেঙ্গুতে জুলাই মাসেই অসংখ্য মানুষ তাঁদের প্রিয়জন হারিয়েছেন। এটাই ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ । ২৪ এর বিপ্লবের সময়ের দৃশ্য তো এখনও চোখে ভেসে উঠে । আর সদ্য ঘটে যাওয়া Milestone এর ট্র্যাজেডি, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এত বছর ধরে জুলাই যেন বারবার জীবন নিয়ে নেয়, স্মৃতি রেখে যায়, প্রশ্ন রেখে যায়—এটা কি কেবল কাকতাল?

Pray For Milestone 😔 এই বছর বিমান দুর্ঘটনা এতোই বেড়ে গিয়েছে যে প্রতিবার বিমানে উঠলেই একটা ভয় চেপে ধরে । ল্যান্ড না কর...
22/07/2025

Pray For Milestone 😔
এই বছর বিমান দুর্ঘটনা এতোই বেড়ে গিয়েছে যে প্রতিবার বিমানে উঠলেই একটা ভয় চেপে ধরে । ল্যান্ড না করা পর্যন্ত মনে স্বস্তি আসে না । তার চেয়ে এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল এবার সাগর পাড়ি দেয়ার সময় । জুলাইয়ের উথাল সমুদ্র আর সে সাথে বৃষ্টি । নৌপথের এই প্রথম ভ্রমণ পুরোটাই কেটেছে ভয়ের মধ্যে দিয়ে । তবে, আজ উত্তরার প্লেইন দুর্ঘটনার ঘটনায় সত্যিই ভেঙে পড়লাম । তাকদীরে থাকলে যে ভ্রমণে নয়, নিজের আবাসস্থল বা বিদ্যালয়েও এমন হতে পারে, তা কখনও কল্পনাও করিনি । আল্লাহ সবাইকে ধৈর্য্য ধরার শক্তি দান করুক । 😔

Anniversary ডেকোরেশন দেখতে এতোই ভালো লাগে যে এটা আর সরাতেই ইচ্ছে করে না । আরও সাথে ছিল কমপ্লিমেন্টারি কেইক আর শ্যেম্পেইন...
19/07/2025

Anniversary ডেকোরেশন দেখতে এতোই ভালো লাগে যে এটা আর সরাতেই ইচ্ছে করে না । আরও সাথে ছিল কমপ্লিমেন্টারি কেইক আর শ্যেম্পেইন। এই অভিজ্ঞতা থেকে বলতে হয় যে মালদ্বীপের আতিথেয়তা যে কাউকেই মুগ্ধ করবে । ❤️

আয়নাতে এতো সুন্দর সাগর আর আকাশ দেখে যে কারোই মন ভরে যাবে । প্রতিটা জায়গা এতো ভালো করে সাজানো-গুছানো যেন দেখলেই প্রাণ জ...
19/07/2025

আয়নাতে এতো সুন্দর সাগর আর আকাশ দেখে যে কারোই মন ভরে যাবে । প্রতিটা জায়গা এতো ভালো করে সাজানো-গুছানো যেন দেখলেই প্রাণ জুড়িয়ে যায় ।

একসাথে ম্যাচিং করে ড্রেস পড়া হয় না অনেকদিন; তাই এবার এ্যনিভার্সেরিতে ভাবলাম পড়েই ফেলি । কাপল ড্রেসটি বিখ্যাত ভ্যান গঘ ...
16/07/2025

একসাথে ম্যাচিং করে ড্রেস পড়া হয় না অনেকদিন; তাই এবার এ্যনিভার্সেরিতে ভাবলাম পড়েই ফেলি । কাপল ড্রেসটি বিখ্যাত ভ্যান গঘ এর ‘Starry Night’এর থিম এর ।

ভ্যান গঘের ‘Starry Night’ হলো এক কল্পনার রাতের ছবি, যেখানে আকাশ ঘুরছে, তারার আলো ঝলমল করছে, আর সবকিছুতে আছে এক ধরনের আবেগ আর নীরবতা। তিনি এই ছবিটা এঁকেছিলেন মানসিক হাসপাতালে থাকার সময়, যখন তার মনে চলছিলো হাজারো চিন্তা আর অনুভূতির ঝড়। বাস্তব আর কল্পনার মিশেলে আঁকা এই ছবিটা আমাদের দেখায়—মন খারাপের রাতেও কতটা রঙ থাকতে পারে। 🌌🎨

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mimi’s Virtual Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share