ANAS WASIF

ANAS WASIF আমি সেই দিন হব শান্ত।
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল
আকাশে-বাতাসে ধ্বনিবে না....

Multimedia Journalist | Activists
(4)

19/09/2025

chatGPT যখন গা* খায়! 🙂

বুয়েটে নিহত আবরার ফাহাদের সর্বশেষ ফেসবুক পোস্টটা এখন পর্যন্ত ৪ লাখ ৭৭ হাজার লাইক এবং ৭৩ হাজার বার শেয়ার হয়েছে। এটা দেখে ...
13/09/2025

বুয়েটে নিহত আবরার ফাহাদের সর্বশেষ ফেসবুক পোস্টটা এখন পর্যন্ত ৪ লাখ ৭৭ হাজার লাইক এবং ৭৩ হাজার বার শেয়ার হয়েছে। এটা দেখে সূরাহ বুরুজের সেই বালক আর রাজার কথা মনে পড়ল। এক রাজা ছিল যে নিজেকে আল্লাহ দাবি করত। কেউ তার বিরোধিতা করলেই তাকে মেরে ফেলা হতো। এরমধ্যে এক বালক রাজাকে আল্লাহ মানতে অস্বীকার করল। রাজা নির্দেশ দিল বালককে হত্যা করার। কিন্তু এক অলৌকিক কারণে বালককে হত্যা করা যাচ্ছিল না। তাকে পাহাড় থেকে ফেলে, পানিতে ডুবিয়ে নানাভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু রাজার সাঙ্গপাঙ্গরা প্রতিবারই ব্যর্থ। এরপর বালক রাজাকে একটা অদ্ভুত প্রস্তাব দিল। বালক বলল, আমি জানি আমাকে কীভাবে মারলে তুমি হত্যা করতে পারবে। যদি তুমি তীর নিয়ে সেটা বিসমিল্লাহ বলে ছুড়ো, তবে সেই তীরের আঘাতে আমার মৃত্যু হবে। তবে সেটা করতে হবে জনগণের সামনে। বালক জানত এতে সে মারা যাবে, কিন্তু এর মাধ্যমে তার লক্ষ্য ছিল রাজার নিজেকে আল্লাহ দাবি করার এই অহমকে মিথ্যা প্রমাণিত করা। লোক জড়ো হলো, রাজা বিসমিল্লাহ বলে তীর ছুড়ল, বালক মারা গেল। রাজা ভাবল, যাক আপদ দূর হলো।

কিন্তু এরপরেই ঘটল আসল ঘটনা।

নিজেকে আল্লাহ দাবি করা রাজা বালককে হত্যা করতে পারল না, তাকে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে তীর ছুড়তে হলো। এক আল্লাহর ইবাদাতে বিশ্বাসী বালকের মৃত্যুতে সেখানে উপস্থিত সমস্ত প্রজাদের মনে এটা গেঁথে গেল যে বালক সত্যের উপর ছিল, তাই উল্টো সবাই ঈমান এনে ফেলল। সবাই রাজাকে আল্লাহ মানতে অস্বীকার করে বসল। রাজার সেটাও সহ্য হলো না। বিশাল গর্ত খুড়ে সেখানে আগুন জ্বালানো হলো। বলা হলো যারা যারা ঈমান এনেছ তারা ঝাঁপ দাও! কী আশ্চর্য! হঠাৎ পাওয়া এই ঈমান তাদের কাছে এতটাই মূল্যবান হয়ে গেল যে, এর বিনিময়ে সবাই সেই আগুনে ঝাঁপ দিতেও পিছপা হলো না। এক মা তার দুধের বাচ্চা কোলে নিয়ে ঝাঁপ দিতে ইতস্তত করছিল, সেদিন সেই কোলের বাচ্চাও কথা বলে উঠেছিল। বলেছিল, মা আপনি এগিয়ে যান, আপনি হক্বের পথেই আছেন। কুরআনের সূরাহ বুরুজে আল্লাহ সেসব বান্দাদের কথা উল্লেখ করেছেন যারা সেদিন ঈমানের বিনিময়ে ঝাঁকে ঝাঁকে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল। আল্লাহ এই ঘটনাকে বলেছেন—

"জালিকাল ফাউযুল কাবির—আর এটাই মহাসাফল্য।" (সূরাহ বুরুজ, ৮৫: ১১)

আল্লাহ যেন আবরারকে জান্নাতে সূরাহ বুরুজের সেই বালকের প্রতিবেশী করেন।

আবরার ফাহাদ আর দশজনের মতোই নিতান্ত একটা সাধারণ ছেলে ছিল মাত্র। কিন্তু সে আজ এক আলোকবর্তিকা। তার মৃত্যু তাকে সূরাহ বুরুজের সেই বালকের মতো অমর করে দিয়েছে।

তাই মৃত্যু মানেই শেষ নয়, জালিমের হাতে নিহত হওয়া মানেই ব্যর্থতা নয়। মাঝে মাঝে একটা মৃত্যুই একটা জাতিকে জাগিয়ে দিতে পারে। ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট একটা কাজও অনেক বড় প্রভাব ফেলতে পারে।

আকাশের ওপারে একটা অনিন্দ্য সুন্দর বাড়ি। রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, এই বাড়িটি কার? সঙ্গি ফেরেশতা জবাব দিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই বাড়িটি সেই ব্যক্তির যে আল্লাহর পথে লড়াই করে নিহত হয়েছে। আমরা খুব করে চাই, আমাদের রব যেন আবরারকেও এরকম একটা বাড়ির মালিকানা দান করেন। লাল নীল হীরার বাড়ি...

© সাজিদ ইসলাম

12/09/2025

আমাদের মোবাইলের সামনে ও পিছনের ক্যামেরা দিয়ে আমাদের সরাসরি দেখা যায় এবং ২৪ ঘণ্টা ভয়েস রেকর্ড করতে পারে মোবাইল ফোন কোম্পানিগুলো!
তবে এই বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল, তাই সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়।

এখনই সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন

🥺
12/09/2025

🥺

11/09/2025

''অতএব, তুমি তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?''

07/09/2025

সরাসরি: শুরু হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

29/08/2025

বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবির উত্তর.....

প্রিয় Md Sarjis Alam  ভাই  ! আপনার মতো পাবলিক ফিগার যদি একটি পোস্ট দেয় তাহলে অবশ্যই যাচাই বাছাই করে দেওয়া উচিৎ।যাদের ক...
28/08/2025

প্রিয় Md Sarjis Alam ভাই !

আপনার মতো পাবলিক ফিগার যদি একটি পোস্ট দেয় তাহলে অবশ্যই যাচাই বাছাই করে দেওয়া উচিৎ।

যাদের কথা শোনে আপনি ৫১ টি সরকারি পলিটেকনিক এবং ৫০০+ বেসরকারি পলিটেকনিকের ২ লাখ+ রানিং স্টুডেন্ট এবং ২২লাখ ডিপ্লোমা প্রকৌশলীকে কোটা বলে দিয়েছেন, একবার কি যাচাই করেছেন?
ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য উপ-সহকারী প্রকৌশলী পদ বাদে আর কোনো চাকরি ক্ষেত্র আছে কি না?

অথচ বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত পদ ৯ম গ্রেড সহকারী প্রকৌশলী ছাড়া BCS ক্যাডার , ব্যাংক সহ ৯ম ,১০ম সকল জেনারেলের পদে আবেদন করে ।

একটি মাত্র পদ ওদের বাকি ছিল ১০ম গ্রেড উপ-সহকারী প্রকৌশলী পদ। এটিতে আবেদন করতে পারেনা কারণ এই পদের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট তাদের নেই ।

কোনো পদের জন্য গ্যাজেট নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে কেউ যদি তাদের জন্য নির্ধারিত উচ্চ পদে চাকরির পরীক্ষা না পেরে, সার্টিফিকেট না থাকা সত্ত্বেও নিচের পদে আবেদন করার জন্য আন্দোলন করে তাহলে কি এটাকে কোটা বলে ?

নিজের বিবেককে প্রশ্ন করবেন ভাই ?
আপনি ভার্সিটির স্টুডেন্ট ওরাও ভার্সিটির স্টুডেন্ট তাই বলে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই ওদের পক্ষ নিয়ে নেওয়া মানে, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি বিএসসি প্রকৌশলীদের থেকে সংখ্যায় ৮-১০গুণ বেশি সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে চলে গেলেন ।

আমরা আপনাকে প্রতিপক্ষ বানাতে চাই না ,,আপনি নিজে যাচাই বাছাই করে সঠিক মতামত প্রকাশ করবেন এই আশাবাদী আমরা একজন জাতীয় নেতা হিসেবে আপনার কাছে করতেই পারি ।

সংযুক্ত করতে চাই ,জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন মিছিল নিয়ে বুয়েটে গিয়ে তাদের হল থেকে নেমে আন্দোলনে আসতে বলেছিলেন তখন কিন্তু তারা সাড়া দেয় নি ,,,আপনদিকে সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু শুধু থেকে শেষ পর্যন্ত আন্দোলনে ছিল এবং ২০+ শহীদ হয়েছে ।
এই কথা গুলো এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না তারপরও উল্লেখ করেছি শুধু সঠিক তথ্যটি যাতে আপনি উপস্থাপন করেন এই আশা রেখে ।

নামাজের বৈজ্ঞানিক ও উপকারী দিকসমূহ:1. নামাজে যখন সিজদা করা হয়, তখন আমাদের মস্তিষ্কে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়; ফলে স্মৃতিশ...
15/08/2025

নামাজের বৈজ্ঞানিক ও উপকারী দিকসমূহ:

1. নামাজে যখন সিজদা করা হয়, তখন আমাদের মস্তিষ্কে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়; ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত হয়।

2. নামাজে দাঁড়ানোর সময় দৃষ্টি নির্দিষ্ট স্থানে (সিজদাহর জায়গা) কেন্দ্রীভূত থাকে, যা মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে।

3. নামাজ একটি পূর্ণাঙ্গ শারীরিক ব্যায়াম; যা ছোট-বড়, সুস্থ-দুর্বল—সবাই করতে পারে।

4. নিয়মিত নামাজ আদায় মানসিক প্রশান্তি ও অন্তরের পরিবর্তন আনে।

5. নামাজ শরীরের ভঙ্গি সঠিক রাখে, ফলে হাড়-জোড়ের সুষমা বজায় থাকে।

6. ওজুর মাধ্যমে দেহের গুরুত্বপূর্ণ অংশ পরিষ্কার হয়, যা জীবাণু ও রোগ থেকে সুরক্ষা দেয়।

7. ওজুর সময় মুখ ধোয়ার ফলে ত্বক সতেজ থাকে এবং দাগ হ্রাস পায়।

8. ওজুর সময় মুখমণ্ডল ধোয়ার ফলে মুখের রক্তসঞ্চালন বৃদ্ধি পায়; ত্বকের বলিরেখা কমে যায়।

9. কিশোর বয়সে নামাজ অভ্যাস করলে মন পবিত্র থাকে; অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রবণতা তৈরি হয়।

10. নিয়মিত নামাজ আদায়ে শারীরিক উদ্যম ও জীবনীশক্তি বৃদ্ধি পায়।

11. নামাজের ভঙ্গি ও দৃষ্টি অনুশীলন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

সবচেয়ে বড় কথা — নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা যায়।

🤲 আল্লাহ আমাদের সবাইকে নামাজকে গুরুত্বের সাথে আদায় করার তাওফিক দিন — আমিন।


15/08/2025
04/08/2025

শেষ হলো সাইমুম শিল্পীগোষ্ঠীর "জুলাই জাগরণ" ফেস্টিভ্যাল ২০২৫


সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে শেষ হলো বহুল প্রতীক্ষিত "জুলাই জাগরণ" Festival ২০২৫। ইসলামী সংগীত, দেশপ্রেম ও জাগরণের বার্তা নিয়ে জমকালো এই আয়োজনে অংশ নেন হাজারো মানুষ। এবারের উৎসব ছিলো ইসলামী সংস্কৃতির এক অনন্য উপস্থাপন!

#সাইমুমশিল্পীগোষ্ঠী #জুলাই_জাগরণ #ইসলামিশিল্পসংস্কৃতি #জাগরণমূলকঅনুষ্ঠান
Saimum 2025 full program, saimum song festival, islamic group event Bangladesh, saimum juloos, saimum cultural program, july jagoron 2025

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANAS WASIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANAS WASIF:

Share