WaytoJannah

WaytoJannah Jannah is our true home, not this Dunya. This life is a test to see who is best in deeds.

17/11/2023

Alhamdulillah Sukre Khoda 🤲

17/11/2023

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

কোন মা যদি সীদ্ধান্ত নেন ,তিনি বাচ্চাদেরকে ডিভাইস (টিভি,মোবাইল) দিবেন না।তিনি বাচ্চাদেরকে জাংক ফুড খাওয়াবেন না। হেলথ ,নি...
29/10/2023

কোন মা যদি সীদ্ধান্ত নেন ,

তিনি বাচ্চাদেরকে ডিভাইস (টিভি,মোবাইল) দিবেন না।

তিনি বাচ্চাদেরকে জাংক ফুড খাওয়াবেন না। হেলথ ,নিউট্রেশন নিয়ে জ্ঞান অর্জন করবেন এবং সব সময় বাসায় রান্না করে হেলদি খাবার খাওয়াবেন।

বাচ্চাদের কে ভালো মানের শিক্ষার ব্যবস্থা করবেন। তাদের পড়াশোনা মনিটর করবেন। প্রয়োজনে নিজে শিখে বাচ্চাদের শিক্ষা দিবেন।তাদের বেসিক মজবুত করার জন্য কাজ করবেন।বই পড়ার অভ্যাস তৈরি করবেন। তাদের পড়া কায়দা ,কোর'আন এর প্রতিটা শব্দ নিজে বসে শুনবেন এবং কারেকশন করে দিবেন। কারিকুলাম নিয়ে নিজেও স্টাডি করবেন।

বাচ্চাদের কে আর্লি ঘুম পারানো এবং আর্লি ওঠানোর অভ্যাস করাবেন। নামাজ শিক্ষা দিবেন। কোর'আন শিক্ষা দিবেন। আমল এর অভ্যাস করাবেন।

বাচ্চাদের কে নিজের যত্ন এবং ঘরের কাজ শেখাবেন। বড়দের কাজে সাহায্য করতে শিখাবেন।

বাচ্চাদের সাথে হাসিমুখে কথা বলবেন। তাদের সব প্রশ্নের উত্তর দিবেন। তাদের শারীরিক মানসিক বিকাশের জন্য কাজ করবেন। তাদের ইমোশন কে গুরুত্ব দিবেন। তাদেরকে ফিজিক্যালি একটিভ করার জন্য প্লে গ্রাউন্ডে খেলতে নিবেন। তাদের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস নিয়েও যত্নশীল হবেন।

বাচ্চাদের প্রতিটা কথা খেয়াল করবেন। ভুল হলে সংশোধন করে দিবেন। ভালো কথা বললে উৎসাহ দিবেন। তাদের কে ইনসাফ শিখাবেন। এম্পেথি শিখাবেন। কাউকে ঠকাবে না। কাউকে খারাপ জিনিস টা দিবেনা। নিজেকে শ্রেষ্ঠ ভাববেনা। সবাইকে সম্মান করবে। ভাই বোন দের সাথে মিলেমিশে থাকবে।

এরকম আরো অনেক কিছু....

এই কাজ এই এফোর্ট গুলো চোখে দেখা যায়না।

চোখে দেখা যায় এলোমেলো ঘর, নিজের এলোমেলো অবস্থা, সময় এর টানাটানি, বাচ্চাদের ছোটাছুটি কান্নাকাটি,হাজার প্রশ্ন,বাবা মা এর সময় আর এটেনশন পাবার জন্য দুষ্টামি।

সমাজ যদি ভালো সন্তান চায়, ভালো মুসলিম চায়, ভালো উম্মাহ গড়ে উঠুক এটা চায় , তাহলে এই কাজ গুলোকে সাপোর্ট করুন। মা দের এফোর্ট গুলোর প্রশংসা করুন। প্রচন্ড কষ্ট করে মা রা এই কাজ গুলো করেন। এইগুলো শুধু মা এর একার কাজ এমন না। একজন মুসলিম সন্তান, আল্লাহ 'র দেয়া একজন আমানত কে হেফাজত করা , তাকে গড়ে তোলা এত সহজ কাজ না। একটা সমাজ কে দরকার হয়, একটা পুরো পরিবারকে দরকার হয় , একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান কে দরকার হয় আল্লাহ র দেয়া একজন মুসলিম বাচ্চাকে প্রতিপালন করার জন্য।

আমরা যদি মা দের থেকে এই ভালো কাজ গুলো আশাই না করি, তাদেরকে সহযোগিতা না করি, এত দিন ধরে যত ভুল ভাবে সমাজ চলে আসছে ,সেই ছাঁচেই মা এর থেকে আশা রাখি, মা দের ভুল ধরতেই থাকি, নিজেদের আরাম আয়েশ ছাড়তে না পারি, আমরা কখনো একজন শক্তিশালী উম্মাহ আশা করতে পারি না।

যদি আমরা দ্বীন বুঝি, যদি দ্বীনের জন্য আমাদের দরদ থাকে, বাচ্চাদের উত্তম প্রতিপালন কে আমাদের টপ মোষ্ট প্রায়োরিটি দিতেই হবে। নিজেদের আরাম আয়েশ ত্যাগ করতে হবে। সন্তান আমার সম্পত্তি না। সন্তান আল্লাহ'র দেয়া আমানত।



আল্লাহ লেখককে উত্তম জাজাহ দান করুন আমিন।

Address

Dhaka

Telephone

+8801840361311

Website

Alerts

Be the first to know and let us send you an email when WaytoJannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share