পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়

পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় আমাদের এই বিদ্যালয় এর অনেক ইতিহাস রয়েছে

হাসনাবাদ এলাকার রাস্তার খুবই বাজে অবস্হা।   যদি কর্তৃপক্ষ রাস্তা সংস্কার না করে,  তবে প্রত্যেক দিনই দুর্ঘটনা স্বাভাবিক ব...
04/08/2025

হাসনাবাদ এলাকার রাস্তার খুবই বাজে অবস্হা।
যদি কর্তৃপক্ষ রাস্তা সংস্কার না করে, তবে প্রত্যেক দিনই দুর্ঘটনা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
রাস্তা করার সময়ই পানি নিষ্কাশনের ড্রেন লাইন করা দরকার ছিল। এখনই দ্রুত ড্রেন নির্মান করার ব্যবস্হা নেয়া হোক।

স্কুল... একটা শব্দ, হাজারো অনুভূতি।  এই ছোট্ট একটা ভবনে কেটে গেছে জীবনের সেরা দিনগুলো।  প্রতিদিন ক্লাসের দেরি, বন্ধুদের ...
02/08/2025

স্কুল... একটা শব্দ, হাজারো অনুভূতি।
এই ছোট্ট একটা ভবনে কেটে গেছে জীবনের সেরা দিনগুলো।
প্রতিদিন ক্লাসের দেরি, বন্ধুদের সাথে ঝগড়া আবার সন্ধ্যে নামার আগেই মিলমিশ।
সেই চকগন্ধ, ক্লাস টেস্টের ভয়, শিক্ষকের চোখ রাঙানি আর বন্ধুদের হাসি—সব আজ শুধুই স্মৃতি।

স্কুলের গেট পেরিয়ে আমরা বড় হয়ে যাই, কিন্তু মনটা রয়ে যায় সেই বেঞ্চে বসে থাকা ছোট্ট ছেলেমেয়েটার কাছেই।
যে এখনও অপেক্ষায় থাকে, আরেকটা স্কুল লাইফ যদি ফিরিয়ে আনা যেত!

মনে পড়ে স্কুল? তাহলে একবার মন থেকে "ধন্যবাদ" বলো সেই দিনগুলোকে। ❤️

পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়   এর ২০২৫ইংসালের এসএসসি পরীক্ষার রেজাল্ট।।।পাশের হার= ৬২.৯৩%GPA 5:- 1
10/07/2025

পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় এর ২০২৫ইং
সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট।।।
পাশের হার= ৬২.৯৩%
GPA 5:- 1

13/06/2025

আগে স্কুলের জানলা দিয়ে গাড়ী দেখতাম
আর ভাবতাম কবে এখান থেকে মুক্তি পাবো।
আর এখন গাড়ি থেকে উকি মেরে স্কুলটাকে দেখি
আর ভাবি আবার যদি ফিরে পেতাম সেই স্কুলের দিনগুলো।

পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়
fans

ঐতিহাসিক পারজোয়ার ব্রাহ্মণগাও উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক নামে আনুষ্ঠানিক ভাবে দোয়ার মধ্যে দিয়ে উদ্ভোদন হলো মধুর ক্যান্টিন। ...
19/05/2025

ঐতিহাসিক পারজোয়ার ব্রাহ্মণগাও উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক নামে আনুষ্ঠানিক ভাবে দোয়ার মধ্যে দিয়ে উদ্ভোদন হলো মধুর ক্যান্টিন। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সুস্বাস্থ্যে নিশ্চিতের দ্বায়িত্ব আমাদের।এই দ্বায়িত্বের যায়গা থেকেই তাদের জন্য আমাদের ছোট্ট এ প্রয়াস। তাদের মুখরোচক খাবার গুলোই প্রতিদিন তাদের জন্য ঘরোয়া উপায়ে পরিচ্ছন্নতার সাথে তৈরি করা হচ্ছে এবং তাদের সম্পূর্ণ টাটকা ও মানসম্মত খাবার পরিবেশন করা হচ্ছে। যার ফলে তারা বাহিরের অস্বাস্থ্যকর খাবার থেকে মুক্ত থাকতে পারছে।
আল্লাহ তায়ালা এই প্রচেষ্টা কবুল করেন 🤲।

মধুর ক্যান্টিন এখন আমাদেরও আছে😋

17/05/2025

শৈশবের আবেগ, প্রানের পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় 🤍

16/05/2025

সকল প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবক সবার কাছে বিদ্যালয়টির জন্য ফলজ ও কাষ্ঠল গাছ উপহার চাই। বিশেষ করে নারিকেল,আম,কাঠাঁল,মেহগনি।
গাছের উচ্চতা ৪/৫ ফুট হলে ভাল হয়।

Mirja Md Tajul Islam

পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়   এর সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) Mirja Md Tajul Islam  স্যারের উদ্যোগে সকল শিক...
13/05/2025

পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় এর
সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) Mirja Md Tajul Islam স্যারের উদ্যোগে সকল শিক্ষক-কর্মচারীবৃন্দের বৃক্ষরোপণ কর্মসূচি।।।
এক সময় বিদ্যালয়ে হয়তো আমারা কেউ থাকবো না, কিন্তু এই বৃক্ষ একদিন সবাইকে মনে করিয়ে দেবে আমাদের সকলের কথা ( সাল টা ২০২৫)।।।।।

হায়রে সোনালী অতীত!বিশ বছর  পূর্বের আর বর্তমান।একদিন আমরা সবাই হারিয়ে যাব এই সুন্দর বিদ্যালয় থেকে।Mirja Md Tajul Islam
06/05/2025

হায়রে সোনালী অতীত!বিশ বছর পূর্বের আর বর্তমান।একদিন আমরা সবাই হারিয়ে যাব এই সুন্দর বিদ্যালয় থেকে।
Mirja Md Tajul Islam

06/05/2025

সকল অভিভাবকের দৃষ্টি আকর্ষন করছি।

করোনা ও ত্রিভুজ- বৃত্তে মূল্যায়নে ছেলেমেয়েদের লেখাপড়া পুরোপুরি ধ্বংসের পথে গিয়েছিল।বর্তমানে আবার কিছুটা হলে পরীক্ষা নির্ভর মূল্যায়ন পদ্ধতি শুরু।ছেলেমেয়েরা পড়াশুনা করতে বসে না।বিদ্যালয়ে শাসনের দায়ভার রাস্ট্রীয়ভাবে নিষেধ।সেক্ষেত্রে আপনি আপনার সন্তান পড়ার টেবিলে বসার একটু ব্যবস্হা করেন।আপনার প্রয়োজনে সন্ধ্যার পর আপনার সন্তান পড়ার টেবিলে আছে কিনা একটু খেয়াল করেন।সমাজপতিদের ও অভিভাবকদের বলব সন্ধার পর স্কুল পড়ুয়া কোন ছেলেমেয়ে রাস্তায়,দোকানে,বাহিরে দেখলে বাসায় পাঠিয়ে দেন।দেশ জাতি ধ্বংসের প্রান্তে।চরম নৈতিক অবক্ষয়ের দিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছিল। লেখা পড়ার জন্য সবাই সচেতন হউন।

সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত ছাত্রছাত্রীদের বাহিরে যাওয়া বন্ধ করেন।

সন্তানের মোবাইল ব্যবহারে সচেতন হউন।

পাড়ায় মহল্লায় সকলে এ অভিযান অব্যাহত রাখুন।
ধন্যবাদ।

Mirja Md Tajul Islam

Address

Dhaka South Keraniganj
Dhaka
১৩১১

Alerts

Be the first to know and let us send you an email when পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share