13/10/2024
যার সাথে কথা না বললে এক মুহুর্ত থাকতে পারতাম না,
যার সাথে একটু কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টার বসে থাকতাম তার একটা মেসেজ এর জন্য,
যাকে না দেখে ১/২দিনের বেশি থাকতেই পারতাম না,
কোন না কোন বাহানা খুঁজে তাকে দেখতামই,
যার সাথে একটু বেশি সময় কথা বলার জন্য বাহানা খুঁজতাম,
যার সাথে একটু সময় বেশি থাকার জন্যে সে বার বার চলে আসতে বললেও আমি ঘাপ্টি মেরে বসে থাকতাম,
যার কাঁধে মাথা রেখে শান্তি খুঁজে পেতাম,
যার চোখের দিকে তাকালে আমি নিজেকে হারাতাম,
যার মায়াবী হাসিতে মুগ্ধ হতাম,
যার মায়াতে আসক্ত আমি,
যারে সব থেকে বেশি ভালোবাসছি,
যাকে পাওয়ার জন্যে কত পাগলামিই না করেছি,
তার হাজার অবহেলা পেয়েও তার কাছেই গেছি,
তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি, কান্না করছি, নিজের ক্ষতি করছি একটু কথা বলার জন্য,
আজ ১মাস
৪সপ্তাহ
৩০দিন
৭২০ঘন্টা
৪৩২০০মিনিট
২৫৯২০০০সেকেন্ড
কথা হয়না 😅💔,
অনেক কষ্টে কেটেছে এই সময়'টা, আমি জানিনা বাকি'টা সময় কি ভাবে কাটবে আমার।
তবে আমি চাই সে ভালো থাকুক তার সখের মানুষের সাথে।
সে নিজেই বলেছে আমায় চায় না সে অন্যর সাথে ভালো আছে.! 😊❤️🩹
দোয়া করি ভালো থাকুক। আমার যত কষ্টই হোক আমি কখনো যাবো না আর।
সবসময় গেছি নিজেই, বার বার নিজেকে গুরুত্বহীন করে তুলছি আমি, ভালোবাসা প্রকাশ করাই ভুল আসলে, ভালোবাসা প্রকাশ করলেই মানুষ মূল্যহীন ভাবে অবহেলা করে। আমি তার প্রমাণ।
আমি ছিলাম তার নিদারুণ অবহেলা 😅💔
সব থেকে খারাপ লাগে আমি জানি সে আমায় চায় না, এটা জানার পরেও আমি তাকেই আল্লাহর কাছে চাচ্ছি বার বার, 😅
একদিকে তার সাথে থাকার ইচ্ছার পরেও সে চায়না বলে তার থেকে দূরে আছি, আবার নামাযে বসে আল্লাহর তাকেই চাচ্ছি 😅❤️🩹
জানিনা পাবো কিনা.?
তবে সে যদি আমার জন্য মমঙ্গলময় হয় তবে তাকে আমার করে দিক আল্লাহ.!
আর মঙ্গলময় না হলেও মঙ্গলময় করে আমার করে দিক৷
আমি কথা দিচ্ছি আল্লাহ কে আমি তার জন্য সর্বোউত্তম স্ত্রী হবো ইনশাআল্লাহ 😊
আমিন..!, 🤲🥹
আল্লাহ না করুক সে যদি আমার না হয় তাহলে সে ভালো থাকুক আমার চোখের জলের হিসাব দিতে না হোক, দিতে পারবে না।
ভালো থাকুক আমার না হওয়া ভালোবাসা 😊❤️🩹