ভালোবাসার কবরস্থান

ভালোবাসার কবরস্থান রাজনীতি,অর্থনীতি,খেলা ধুলা,বর্হি বিশ? রাজনীতি,অর্থনীতি,খেলা ধুলা,বর্হি বিশ্বের সব৷ সব খবর জানতে হলে সাথে থাকুন লাইক দিয়ে৷ ৷ ৷ ৷

ভেবেছিলাম বড় হয়ে গরিবের পাশে দাড়াবো,,কিন্তু সরকারের পাশে দাড়াতে হবে ওইটা ভাবি নাই।
22/07/2025

ভেবেছিলাম বড় হয়ে গরিবের পাশে দাড়াবো,,
কিন্তু সরকারের পাশে দাড়াতে হবে ওইটা ভাবি নাই।

এরা না থাকলে আমাদের মন কারা ভালো করবে🫣😜😜😜
18/07/2025

এরা না থাকলে আমাদের মন কারা ভালো করবে🫣😜😜😜

10/07/2025

তুমি কী ভাবছো, আমি ফিরবো?
উহু, ফেরার সব পথ বন্ধ! যোগাযোগহীনতা, অবহেলায় যে পথ ধুলোবালিতে ভরে গে়ছে, সেই পথে ফেরার সম্ভাবনা নেই।

আমি জানি, আমার না ফেরায় তোমার জীবনে ধ্বস নেমে আসবে না৷ আহামরি কিছু হয় না তো। পৃথিবীতে সত্যিকার ভালোবাসার দাম, ক'জন দেয়? “ এক গেলে আরও হাজার আসে ”র যুগে কেউ কাউকে নিয়ে শোক করে না।

যে পথ তুমি নিজে বন্ধ করেছো, সে পথে ফিরে আসা আমার জন্য নিষিদ্ধ। পাখিও পোষ মানে। খাঁচা ছেড়ে মুক্ত করলে তারও ফেরার সম্ভাবনা থাকে। তবে যে পাখি খাঁচায় বন্দী হয়েও অবহেলা পায়, অনাদর পায়? তার আর ফেরার কোনো সম্ভাবনা থাকে না!

আমি সেদিনই বুঝে গেয়েছি, আমার আর প্রয়োজন নেই তোমার জীবনে। হয়তো বেলা ফুরানোর আগেই আমার প্রস্থান করা উচিত ছিল। তবে দেরি হলেও খুব বেশি দেরি হয়নি বুঝতে৷ অনুভূতি নষ্ট করে দিয়ে পিছু ডেকে লাভ নেই।

ভাবছো, ঠিকই ফিরে আসবো ভালোবেসে থাকলে।
ভালোবাসি মিথ্যা নয়৷ তবে তোমার কাছে থেকে ভালোবাসার চাইতে, দূরে থেকে ভালোবাসার আনন্দ অনেক। আমি দেখতে চাই, এই আমায় ছাড়া আদৌ তুমি নিজেকে সুখী ভাবতে পারো কিনা। এই আমার মতো করে কেউ তোমায় ভালোবাসে কিনা, তোমায় বুঝতে পারে কিনা।

তুমি কি এখনো ভাবছো, আমি ফিরবো?
হাহাহাহা, আমার ফিরে আসার সব পথ বন্ধ৷ বিবাগী মন নিয়ে কেউ কখনো ফিরে আসেনি! অনাদর, অবহেলায় পড়ে থেকে কেউ কোনোদিন ফিরে আসেনি, এমনকি পোষা পাখিও না!

#🥀emotionalgirl🥀

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
01/04/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক ❤️😍
30/03/2025

আসসালামু আলাইকুম
সবাইকে জানাই
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক ❤️😍

28/02/2025

08/01/2025

শুনতে খারাফ লাগলেও এটাই বাস্তব যে,যাকে মারা হয়েছে তার জানাজায় ৮ জন লোকও হয়নি। কিন্তু যে মেরেছে তাকে দেখার জন্য ৮ লক্ষ্য মানুষ উপস্থিত।
এটাই Power of mejor Dalim.

যার সাথে কথা না বললে এক মুহুর্ত থাকতে পারতাম না, যার সাথে একটু কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টার বসে থাকতাম তার একটা মেসেজ ...
13/10/2024

যার সাথে কথা না বললে এক মুহুর্ত থাকতে পারতাম না,
যার সাথে একটু কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টার বসে থাকতাম তার একটা মেসেজ এর জন্য,
যাকে না দেখে ১/২দিনের বেশি থাকতেই পারতাম না,
কোন না কোন বাহানা খুঁজে তাকে দেখতামই,
যার সাথে একটু বেশি সময় কথা বলার জন্য বাহানা খুঁজতাম,
যার সাথে একটু সময় বেশি থাকার জন্যে সে বার বার চলে আসতে বললেও আমি ঘাপ্টি মেরে বসে থাকতাম,
যার কাঁধে মাথা রেখে শান্তি খুঁজে পেতাম,
যার চোখের দিকে তাকালে আমি নিজেকে হারাতাম,
যার মায়াবী হাসিতে মুগ্ধ হতাম,
যার মায়াতে আসক্ত আমি,
যারে সব থেকে বেশি ভালোবাসছি,
যাকে পাওয়ার জন্যে কত পাগলামিই না করেছি,

তার হাজার অবহেলা পেয়েও তার কাছেই গেছি,
তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি, কান্না করছি, নিজের ক্ষতি করছি একটু কথা বলার জন্য,
আজ ১মাস
৪সপ্তাহ
৩০দিন
৭২০ঘন্টা
৪৩২০০মিনিট
২৫৯২০০০সেকেন্ড
কথা হয়না 😅💔,

অনেক কষ্টে কেটেছে এই সময়'টা, আমি জানিনা বাকি'টা সময় কি ভাবে কাটবে আমার।
তবে আমি চাই সে ভালো থাকুক তার সখের মানুষের সাথে।
সে নিজেই বলেছে আমায় চায় না সে অন্যর সাথে ভালো আছে.! 😊❤️‍🩹
দোয়া করি ভালো থাকুক। আমার যত কষ্টই হোক আমি কখনো যাবো না আর।
সবসময় গেছি নিজেই, বার বার নিজেকে গুরুত্বহীন করে তুলছি আমি, ভালোবাসা প্রকাশ করাই ভুল আসলে, ভালোবাসা প্রকাশ করলেই মানুষ মূল্যহীন ভাবে অবহেলা করে। আমি তার প্রমাণ।
আমি ছিলাম তার নিদারুণ অবহেলা 😅💔

সব থেকে খারাপ লাগে আমি জানি সে আমায় চায় না, এটা জানার পরেও আমি তাকেই আল্লাহর কাছে চাচ্ছি বার বার, 😅
একদিকে তার সাথে থাকার ইচ্ছার পরেও সে চায়না বলে তার থেকে দূরে আছি, আবার নামাযে বসে আল্লাহর তাকেই চাচ্ছি 😅❤️‍🩹
জানিনা পাবো কিনা.?
তবে সে যদি আমার জন্য মমঙ্গলময় হয় তবে তাকে আমার করে দিক আল্লাহ.!
আর মঙ্গলময় না হলেও মঙ্গলময় করে আমার করে দিক৷
আমি কথা দিচ্ছি আল্লাহ কে আমি তার জন্য সর্বোউত্তম স্ত্রী হবো ইনশাআল্লাহ 😊
আমিন..!, 🤲🥹

আল্লাহ না করুক সে যদি আমার না হয় তাহলে সে ভালো থাকুক আমার চোখের জলের হিসাব দিতে না হোক, দিতে পারবে না।
ভালো থাকুক আমার না হওয়া ভালোবাসা 😊❤️‍🩹

10/10/2024

:--ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজেকে পরিবর্তন করার মতো ভয়ংকর যুদ্ধ আর কিছুই হতে পারে না..!!😅💔❤️‍🩹

06/10/2024
05/10/2024

কেউ একজন থাকুক,পুরো দুনিয়া আমার বি'রু'দ্ধে থাকলে সে শুধু আমারই থাকবে!💙🌸

With সাইফুল ভাই – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
05/10/2024

With সাইফুল ভাই – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার কবরস্থান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share