Mahfuj Ibn-Al DelowAr

Mahfuj Ibn-Al DelowAr The Manhaj of The Salaf “প্রচার করো, যদি একটি মাত্র আয়াতও হয়"।[সহীহ বুখারি-৩৪৬১]

- ইহুদীদের ওপর রকেট হামলা করার কারনে আজ অনেকে রাফেজী শিয়াদের ভালোবাসা শুরু করেছে...! আউজুবিল্লাহ
20/10/2025

- ইহুদীদের ওপর রকেট হামলা করার কারনে আজ অনেকে রাফেজী শিয়াদের ভালোবাসা শুরু করেছে...! আউজুবিল্লাহ

16/10/2025

- কাপিং (হিজামা) করানো জায়েজ সুন্নাহ নয়

🎙️শাইখ সালেহ আল ফাওজান {حفظه الله}

"যে মিথ্যাবাদীদের সাথে বসতে চায়, সে যেন সংবাদপত্র পড়ে।"https://t.me/mafuj360/4209
10/10/2025

"যে মিথ্যাবাদীদের সাথে বসতে চায়,
সে যেন সংবাদপত্র পড়ে।"

https://t.me/mafuj360/4209

05/10/2025

ঈমাম ইবনে কুদামাহ ( رحمه الله ) বলেন,

“যদি কেউ কুরআনকে অবমাননা করে, তা ছিঁড়ে ফেলে, মাটিতে ফেলে দেয়, বা তুচ্ছ মনে করে — তবে সে কা*ফির। এবং এ বিষয়ে সাহাবা ও তাবেঈনদের মাঝে কোনো মতভেদ নেই।”
📚 আল মুগনী ৯/৩৪

ইবনে উছাইমিন,  رحمه الله , বলেছেন:একজন মুমিন কখনোই একজন কাফিরকে বিশ্বাস করতে পারে না, সে যতই বন্ধুত্ব এবং আন্তরিকতা প্রদ...
05/10/2025

ইবনে উছাইমিন, رحمه الله , বলেছেন:

একজন মুমিন কখনোই একজন কাফিরকে বিশ্বাস করতে পারে না, সে যতই বন্ধুত্ব এবং আন্তরিকতা প্রদর্শন করুক না কেন।

[মাজমু' আল-ফাতাওয়া ৩/৩১-৪৬]

একদিন জনৈক ব্যক্তি হাতেম আল-আ'ছামকে (মৃ. ২৩৭হি.) জিজ্ঞেস করেন, عَلَى مَا بَنيتَ أَمْرَكَ؟ আপনি আপনার জীবন কিভাবে পরিচালন...
04/10/2025

একদিন জনৈক ব্যক্তি হাতেম আল-আ'ছামকে (মৃ. ২৩৭হি.) জিজ্ঞেস করেন, عَلَى مَا بَنيتَ أَمْرَكَ؟ আপনি আপনার জীবন কিভাবে পরিচালনা করেন, তিনি বললেন, 'আল্লাহর উপরে ভরসার ভিত্তিতে। অতঃপর তিনি বলেন, চারটি বিষয়ের উপর আমার জীবনাচরণের ভিত্তি নির্মাণ করেছি। তা হ'ল:

(১) আমি জানি আমার জন্য বরাদ্দ রিযিক আমি ব্যতীত অন্য কেউ খেতে পারবে না। তাই সে ব্যাপারে আমার আত্মা প্রশান্ত থাকে।
(২) আমি জানি যে, আমি ছাড়া আমার আমল অন্য কেউ করে দিবে না। তাই আমি সৎ আমল সম্পাদনে ব্যস্ত থাকি।
(৩) আমি জানি মৃত্যু আমার নিকট হঠাৎ চলে আসবে, তাই আমি দ্রুততার সাথে পরকালীন পাথেয় সঞ্চয় করি।
৪) আমি জানি আমি যেখানেই থাকি না কেন, কখনোই আমি আল্লাহর দৃষ্টিসীমার বাইরে যেতে পারব না। তাই সবসময় আমি তাঁকে লজ্জা করি'।

(শামসুদ্দীন যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা ১১/৪৮৫; ইবনুল জাওযী, ছিফাতুছ ছাফওয়াহ ২/৩৪০)

03/10/2025

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়াহ রহিমাহুল্লাহ বলেন:

"যদি দু'জন ভিন্ন পুরুষ একজন নারীকে বিয়ের বার্তা পাঠায়, তাদের মধ্যে একজন উত্তম কিন্তু নারী তাকে অপছন্দ করে, তাহলে আপনি যদি তাকে তার সাথে বিয়ে দেন, তাহলে সে তার আনুগত্য করবে না এবং তাকে কোনো কল্যাণ পৌঁছাবে না; এমনকি নিজেও কোনো কল্যাণ লাভ করবে না। বরং সে তার সাথে যুদ্ধ করবে এবং তাকে কষ্ট দেবে।

অথচ, দ্বিতীয়জন (যে কম উত্তম) তারা উভয়েই একে অপরকে ভালোবাসে এবং তাদের বিয়েও বিবাহের উদ্দেশ্য পূরণ করে, তবে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা কি একমত নয় যে, এই কম উত্তম ব্যক্তিকে বিয়ে করা অধিক উত্তম?"

[মিনহাজুস সুন্নাহ: ১/৫৫৫]

জ্ঞান অন্বেষণে তুমি যা কিছু অবদান রাখো, অথবা জ্ঞান থেকে তোমার ভাইদের সঙ্গে যা কিছু প্রচার ও ভাগাভাগি করো, এমনকি যদি তা স...
01/10/2025

জ্ঞান অন্বেষণে তুমি যা কিছু অবদান রাখো, অথবা জ্ঞান থেকে তোমার ভাইদের সঙ্গে যা কিছু প্রচার ও ভাগাভাগি করো, এমনকি যদি তা সামান্যও হয়, একে তুচ্ছ ভেবো না।

হতে পারে আল্লাহ তা বরকতময় করে দিবেন, ফলে এর সওয়াব তোমার কাছে ধারাবাহিকভাবে পৌঁছাতে থাকবে, যতক্ষণ না আল্লাহ পৃথিবী ও এর মধ্যে যা কিছু আছে সবকিছুর উত্তরাধিকারী হন।

https://t.me/mafuj360/4175

26/09/2025

- শাইখ সাইদ রাসলাম হাফিযাহুল্লাহ যখন মক্কাতে তখন তার সাথে কথা বলা লোকেদের মাঝে একজন তার পকেট থেকে কিছু একটা বের করতে গিয়ে একটি কাগজের টুকরা মাটিতে পরে যায় তখন শাইখ হাফিযাহুল্লাহ নিজে তা উঠিয়ে দেন ,তাদেখে উপস্থিত ব্যাক্তি অনেক খুশিও অবাক হয়ে শাইখকে চুমু দেন,,, সুবহানআল্লাহ

https://t.me/mafuj360/4158

25/09/2025

ইমাম শাফিঈ رحمه الله বলেছেন:

“জ্ঞান চার ভাগে বিভক্ত।”

https://t.me/mafuj360/4153

24/09/2025

- নারীদের প্রতি শাইখ সালেহ আল লুহাইদান রহিমাহুল্লাহর উপদেশ...!

https://t.me/mafuj360/4152

23/09/2025

-আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার মাধ্যম কি কেবলই ওহীর মধ্যে সীমাবদ্ধ, নাকি এতে ইজতিহাদের জায়গা আছে?

- শাইখ আব্দুল আজিজ শাইখ رحمه الله

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuj Ibn-Al DelowAr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahfuj Ibn-Al DelowAr:

Share