Mr Obak

Mr Obak একজন ভালো বন্ধু ১০০ বই থেকে উত্তম Welcome..... To my World

Lets See

ভালবাসা ও পারস্পরিক সমর্থন থাকলে জীবনের সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করা সম্ভব।জীবনে যখন কোনো কষ্ট বা দায়িত্ব একা বহন ক...
02/05/2025

ভালবাসা ও পারস্পরিক সমর্থন থাকলে জীবনের সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করা সম্ভব।

জীবনে যখন কোনো কষ্ট বা দায়িত্ব একা বহন করতে হয়, সেটা অনেক ভারী লাগে। কিন্তু যদি পাশে একজন বিশ্বস্ত, নির্ভরযোগ্য সঙ্গী থাকে, তাহলে সেই সমস্ত কঠিন সময় একসাথে সামলানো অনেক সহজ হয়। বোঝা ভাগ হয়ে যায়, ক্লান্তি কমে, আর জীবনের যাত্রা অনেক সুন্দর হয়ে ওঠে।
__ নাদিম ফয়েজ

গাছ 😏
02/05/2025

গাছ 😏

আমি জানি, আপনি সে-ই 😆
27/04/2025

আমি জানি, আপনি সে-ই 😆

আজ হয়তো তোমার ক্ষমতা আছে, কিন্তু মনে রেখো সময় সবার চেয়ে শক্তিশালী...⏰
07/04/2025

আজ হয়তো তোমার ক্ষমতা আছে, কিন্তু মনে রেখো সময় সবার চেয়ে শক্তিশালী...⏰

আলহামদুলিল্লাহ !মহান আল্লাহ্ রহমতে অবশেষে "রহমতের বৃষ্টি" হচ্ছে!
05/04/2025

আলহামদুলিল্লাহ !
মহান আল্লাহ্ রহমতে অবশেষে "রহমতের বৃষ্টি" হচ্ছে!

একজন বাবাকে তার ছেলে জিজ্ঞেস করলোঃ বাবা, সফল জীবন কাকে বলে?বাবাঃ আমার সাথে চলো, আজ আমরা একসাথে ঘুড়ি উড়াবো।অতঃপর তারা ব...
05/04/2025

একজন বাবাকে তার ছেলে জিজ্ঞেস করলোঃ বাবা, সফল জীবন কাকে বলে?
বাবাঃ আমার সাথে চলো, আজ আমরা একসাথে ঘুড়ি উড়াবো।
অতঃপর তারা বেরিয়ে পড়লো এবং খোলা মাঠে গিয়ে বাবাটি ঘুড়ি ওড়ানো শুরু করলো। আর ছেলেটি মনযোগ সহকারে দেখতে লাগলো।
আকাশে ঘুড়িটি বেশ ওপরে উঠার পর বাবা বললোঃ এই দেখো ঘুড়িটা অতো উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয়না যে, এই সূতোয় বেঁধে রাখার কারণে ঘুড়িটা আরোও উপরে উঠে যেতে পারছেনা ?
ছেলেঃ সেটাই তো মনে হচ্ছে, সূতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারতো।
এটা শুনে বাবা উনার হাতের সূতোটা কেটে দিলেন। আর ঘুড়িটা সূতার টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে গেল। কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে মাটিতে পড়ে গেল।
এবার বাবা তার ছেলেকে বললোঃ শোনো, জীবনে আমরা যে উচ্চতায় আছি বা থাকি সেখান থেকে প্রায়ই মনে হয় ঘুড়ির সূতার মত কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাঁধা দেয়। যেমনঃ পরিবার, মা-বাবা, সন্তান, সংসার, অনুশাসন ইত্যাদি।
আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ঐ বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনা সূতোর ঘুড়ির মতই।
সুতরাং জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ঐ বন্ধন ছিড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, তেমনি পারিবারিক ও সামাজিক বন্ধনও আমাদের জীবনে উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।

নিজেকে পরিবর্তন করা ক'ঠিন তবে অসম্ভব কিছু নয়..!আ'বেগ যদি শেখায় অভি'যোগ করতে, তাহলে অভিজ্ঞতা শেখায় চু'প থাকতে..!
03/04/2025

নিজেকে পরিবর্তন করা ক'ঠিন তবে অসম্ভব কিছু নয়..!
আ'বেগ যদি শেখায় অভি'যোগ করতে, তাহলে অভিজ্ঞতা শেখায় চু'প থাকতে..!

যে আঁ'কড়ে ধরতে জানে,সে শেকড় খোঁজে না,আর যে আঁকড়ে থাকতে জানে,সে ত্রুটি বোঝে না!
03/04/2025

যে আঁ'কড়ে ধরতে জানে,
সে শেকড় খোঁজে না,
আর যে আঁকড়ে থাকতে জানে,
সে ত্রুটি বোঝে না!

সব আ'ঘা'তে'র ক্ষ'ত যদি দেখানো যেতো, তবে কি তুমি মানতে কতোটা ক্ষ'ত-বি'ক্ষ'ত করেছো?লেখা: Mr Obak
03/04/2025

সব আ'ঘা'তে'র ক্ষ'ত যদি দেখানো যেতো,
তবে কি তুমি মানতে কতোটা ক্ষ'ত-বি'ক্ষ'ত করেছো?
লেখা: Mr Obak

আবার এক হওয়ার বাহানায় সব মিটিয়ে নিতে চাইলাম,কিন্তু তুমি উপহার হিসেবে দিলে।এক অ'র্ধ-শতা'ব্দী পূর্ণ স্না'য়ুযু'দ্ধ।লেখা : স...
03/04/2025

আবার এক হওয়ার বাহানায় সব মিটিয়ে নিতে চাইলাম,
কিন্তু তুমি উপহার হিসেবে দিলে।
এক অ'র্ধ-শতা'ব্দী পূর্ণ স্না'য়ুযু'দ্ধ।
লেখা : সংগৃহীত

কিছু দেখা না দেখাতেই থাক।যে দেখা হয়ে গেলেই ফুরিয়ে যায়।কিছু দেখা অদেখাতেই সুন্দর। লেখা : সংগৃহীত
03/04/2025

কিছু দেখা না দেখাতেই থাক।
যে দেখা হয়ে গেলেই ফুরিয়ে যায়।
কিছু দেখা অদেখাতেই সুন্দর।

লেখা : সংগৃহীত

শব্দের পরিবর্তন হয় না,পরিবর্তন হয় বাক্যের।মানুষের পরিবর্তন হয় না,পরিবর্তন হয় আচরণ ও ব্যবহারের।
03/04/2025

শব্দের পরিবর্তন হয় না,
পরিবর্তন হয় বাক্যের।
মানুষের পরিবর্তন হয় না,
পরিবর্তন হয় আচরণ ও ব্যবহারের।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Obak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share