05/06/2025
মা'র চোখে ঘুম নেই রাতে,
স্ত্রীর মন খোঁজে বারান্দাতে,
বোনের হাসি, মেয়ের ডাক—
এই সবই দেয় হৃদয়ে হাক।
টিকিট নেই, সময় কম,
তবুও ফিরি শত অনটন,
কারণ একটাই অন্তরে ঘেরা—
নারী টানে ঈদে বাড়ি ফেরা।
সবাই কে ঈদ এর অগ্রিম শুভেচ্ছা জানাই ঈদ মোবারক 🌙🌙