Tawsif Ahammed Shabbir

Tawsif Ahammed Shabbir দুনিয়ায় তোমার জীবনটাই বা কতটুকু অর্ধেকটা যায় ঘুমে আর বাকিটা গাফলতিতে ..!!

Eid Day Enjoying the Taandob Movie with Sheikh Ra Se L Dst😎
07/06/2025

Eid Day Enjoying the Taandob Movie with Sheikh Ra Se L Dst😎

Evening Weather With United Hospital Limitedl
27/05/2025

Evening Weather With United Hospital Limitedl

26/05/2025

কিছু আক্ষেপ একান্তুই ব্যত্তিগত ,
কাউকে বলা যায় নাহ,,,!!🥀

19/05/2025

দিন শেষে ব্যক্তিগত একজনহাসানোর মানুষ থাকলে…সমস্ত মন খারাপের সমাপ্তি ঘটে.!-

নি’ন্দা বা প্রশংসা কোনটা করতে পয়সা লাগে না, তবুও মানুষ প্রশংসা থেকে অন্যের নি’ন্দাই বেশিই করে
14/05/2025

নি’ন্দা বা প্রশংসা কোনটা করতে পয়সা লাগে না, তবুও মানুষ প্রশংসা থেকে অন্যের নি’ন্দাই বেশিই করে

14/05/2025
খারাপ বলার আগে মিশে দেখো ভালোবেসে ফেলবে,!!😊
11/05/2025

খারাপ বলার আগে মিশে দেখো ভালোবেসে ফেলবে,!!😊

26/04/2025

সময় হলো জীবনের সেই সেরা শিক্ষক, যা কেবল শিখিয়ে যায় কিন্তু ক্ষমা করে না।

Time Dose not pass
the same throughout life
— সময় সারাজীবন এক রকম যায় না.....
_ It will change today or tomorrow.
Inshallah
__আজ না হয় কাল পরিবর্তন হবেই.....
ইনশাআল্লাহ

সময় থাকতে যাকে মুল্য দিবে না,
সময়``ফুরিয়ে``গেলে``আর......
তার নাগাল ও খুঁজে পাবে না,
কারণ আত্মসম্মান সবারই আছে...!

জীবনের সব থেকে দামি জিনিস হলো সময়
যা অনেক কিছু বুঝতে শেখায়!!

সময় বলে দেয় কে কার কতটা আপন,
সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয় জন,
সময়ের সাথে বোঝা যায় কে আপন
কে পর কে বন্ধু কে বা স্বার্থপর।

জোর করে কারো কাছে.....
সময়``পাওয়া``যায়``না ,,,
যে দেওয়ার সে শত......
ব্যস্ততার মধ্যেও দিবে,,!!

সময়
কত কিছু বদলে যায়...!
অভ্যাস পাল্টে যায়....
ভালো লাগা পাল্টায়,
অপেক্ষা ও রঙ বদল করে নেয়।

মুখে মুখে আপন তো সবাই বলে
কিন্তু আসলে কে আপন সেটা তো বুঝা যায়
সময় হলে

শুধু সময় নয়। সময়ের সাথে সাথে মানুষের ভালোবাসা বদলে যায়।

সময় সত্যিই খুব অদ্ভুত কখন কাকে কিভাবে পরিবর্তন করে দেয় আমরা কেউ জানিনা

সময় সবচেয়ে দামি জিনিস যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। তাই সবার উচিত সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, তবেই আমাদের জীবন সফল হবে।

সময় দিয়ে নিজেকে শক্ত করে গড়ে নিও-
এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ
-পাশে থাকে নাহ...!!

ভালো সময়ে মানুষের অভাব থাকে না,,,
খারাপ সময় বুঝা যায় মানুষের আসল রূপ

সময় আর জীবন খুবই মূল্যবান
দুই টা একবার গেলে আর আসবে না ফিরে
তোমনি তুমি ও খুব মূল্যবান
একবার গেলে আর আসবে না জীবনে

আমার ভালো থাকা আর হাসি কেড়ে নেওয়া
মানুষ গুলো সুখী হোক তবে আমার সাথে তাদের আর যোগাযোগ না হোক,🥺

26/04/2025

গাছ লাগান তা না হলে ,
সূর্য আপনাকে লাগাবে "! ~ ধন্যবাদ

গরমের ঠেলায় চেহারা হুবাহু মিলে যাইতেছে NID কার্ডের সাথে 🤣

যে গরম পরছে নাজানে ফ্যান ও কখন বলে ওঠে
আমারে বাতাস কর

শীতের সময় কম্বল দান করে
গরমের সময় এসি দান করে না কেন বুঝলাম না,,

কারো রূপের গরম, কারো টাকার গরম,
কারো আইফোনের গরম
আমার কিছুই নাই, শুধু মাথাটা গরম

Dear গরম আমাকে ছেড়ে চলে যাও
কারণ, জোর করে ভালোবাসা হয় না

ডিসিশন ফাইনাল যে গরম পরছে
কাল থেকে একাউন্ট খোলার নাম করে ব্যাংকে ঢুকে সারাদিন এসির নিচে বসে থাকবো ।

এমনিতেই যে গরম পরছে তারপরে আবার তেমার রুপের ত্যাজ সব মিলাইয়া আমি একবারে শেষ...



26/04/2025

"নারী তুমি অস্ত্র ধরো, নিজেকে রক্ষা করো, ধর্ষক তোমার দিকে চোখ দেওয়ার আগে চোখ তুলে নাও, প্রমাণ করো তুমি সাহসী নবীজীর সাহসী উম্মত🤝

দুইবার স্বাধীনতা পাওয়া দেশে
২ দিনে ১৭ টার বেশি ধর্ষণ"

দরকার পড়লে জুলাইয়ের মতো সংগ্রাম আবারও হবে কিন্তু এবার পদত্যাগের জন্য নয় মা জাতির সম্মানের জন্য,

হাজার ধর্ষকের জীবনের থেকে একটা ইজ্জতের দাম বেশি কোনো ধর্ষক আমার সামনে পরলে আল্লাহ যেন তাকে হত্যা করার তৌফিক দেয়...!

নারী তুমি অস্ত্র ধরো
নিজেকে রক্ষা করো ✊⚔️

নির্লজ্জ সরকার,উলঙ্গ প্রশাসন,
বিবস্র স্বাধীনতা, নগ্ন সমাজ,বিপন্ন মানবতা,লজ্জিত বাংলাদেশ,

একজন বীরের সন্তানই এমন বীরপুরুষের মতো কথা বলতে পারে,
ধর্ষক হত্যা করা ফরজ,

প্রয়োজনে সারা বাংলাদেশের ছাত্ররা আবার এক হবে তাও আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে,

নারীদের জন্য এবং দেশ ভালোরাখার জন্য এখন দরকার ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ একদিন এই দেশে হবে,

হাতে চুরি নয় বোন
হাতে ছুড়ি নেও
নিজের রক্ষা নিজেই করো বোন

আমরা এমন একটা দেশে থাকি
যেখানে একটা শিশু শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়, যেখানে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ হতে হয়, যেখানে দুই দিনে ১৭ ধর্ষণ হয়
আহা বাংলাদেশ ,,!




Address

Gulshan/2
Dhaka
DHAKA12

Alerts

Be the first to know and let us send you an email when Tawsif Ahammed Shabbir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tawsif Ahammed Shabbir:

Share