UTCian,Short stories

UTCian,Short stories Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UTCian,Short stories, Digital creator, Dhaka.

17/07/2024

❤️‍🔥💪

05/03/2024

Date: 04/March/2024
্ত_উৎসব_২০২৪

07/02/2024

UTC কলেজ/বিশ্ববিদ্যালয় এ কারো লাইফে ঘটা কোন মজার বা কষ্টের ঘটনা চাইলে শেয়ার করতে পারেন ইনবক্সে❤️

আপনার না বলা কথা গুলো আমাদের কাছে পাঠাতে পারেন এবং আপনার বন্ধুদেরকেও ইনভাইট করে এই সুযোগটি করে দিন🤗~ধন্যবাদ
07/12/2023

আপনার না বলা কথা গুলো আমাদের কাছে পাঠাতে পারেন এবং আপনার বন্ধুদেরকেও ইনভাইট করে এই সুযোগটি করে দিন🤗
~ধন্যবাদ

“উত্তরা টাউন কলেজ” এর শিক্ষার্থীর মনে হাজারো না বলা কথা/গল্প অপ্রকাশিত থেকে যায়..

মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন অাপনার ছোট গল্প অার পাঠিয়ে দিন অামাদের কাছে। চেষ্টা করুন অাপনার ছোট গল্প যেন ১০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখার।

অামাদের ইনবক্সে অাপনার সেই না বলা গল্পটি পাঠাতে পারেন:
১/ অাপনার নাম (প্রকাশে অনিচ্ছুক হলে দিতে হবে)।
২/ ডিপার্টমেন্টের নাম এবং সেশন।
৩/ কলেজ এবং অনার্স উভয় শিক্ষার্থী পাঠাতে পারবেন অামাদের কাছে ছোটগল্প।
৪/ উত্তরা টাউন কলেজের বাইরে কেউ ছোট গল্প ইনবক্সে পাঠাবেন না।

অাপনাদের সহযোগিতার মাধ্যেমে অামাদের UTCian,Short stories পেইজটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো।
#এডমিন
~ধন্যবাদ

 #ছোট_গল্প_নম্বরঃ১০০৫    আপনিও আমাদের পেইজে ছোট গল্প পাঠাতে পারেন। ছোট গল্প পাঠানোর নিয়ম জানতে আমাদের পেইজ এর পিন পোস্টট...
24/11/2023

#ছোট_গল্প_নম্বরঃ১০০৫

আপনিও আমাদের পেইজে ছোট গল্প পাঠাতে পারেন। ছোট গল্প পাঠানোর নিয়ম জানতে আমাদের পেইজ এর পিন পোস্টটি দেখুন🤗
~ধন্যবাদ🤗🥰

23/11/2023

অনার্স লাইফে কিছু বন্ধু থাকে যারা শুধু এই কারণেই আপনার ফ্রেন্ড লিস্টে থাকে যে- রুটিন দিবে কবে,ফর্ম ফিল আপের ডেট কবে, সাজেশন আছে নাকি, টেস্ট পরীক্ষা কবে,ইনকোর্স পরীক্ষা কবে?

বিশ্বাস করেন শুধু এসব জানার জন্যই আপনার ফ্রেন্ড লিস্টে থাকে!

আপনি কেমন আছেন, কি করেন এগুলো জানার তাদের কোন প্রয়োজন নেই যদি ও মাঝে মধ্যে বলে it's just for formality maintain!

So true.
~
~

 #ছোট_গল্প_নম্বরঃ১০০৪
21/11/2023

#ছোট_গল্প_নম্বরঃ১০০৪

 #ছোট_গল্প_নম্বরঃ১০০৩      আপনাদের না বলা কথা আমাদের কাছে পাঠাতে পারেন🤗~ধন্যবাদ
07/11/2023

#ছোট_গল্প_নম্বরঃ১০০৩

আপনাদের না বলা কথা আমাদের কাছে পাঠাতে পারেন🤗
~ধন্যবাদ

30/10/2023


#ছোট_গল্প_নম্বরঃ১০০২

এক রাতের রেশ

আমি আবির শহরের ছেলে। পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াই। নানার বাড়ি গ্রামে হওয়ায় আজ নানার বাড়ি যাবো ভাবছি। রাতের ট্রেন। সে সঠিক সময়ে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে উঠে পরলাম। ঘন্টা খানিক ট্রেন চলে হঠাৎ করে ট্রেনটা থেমে গেলো। সবাই চেচামেচি শুরু করছে। কি হয়েছে ট্রেন থামলো কেন। ট্রেনের ইন্জিন সমস্যা তাই ট্রেন থেমে গেছে আজ রাতে আর যাওয়া সম্ভব না। রাত তখন ৯ টা বাজে। তাই ভাবলাম বাসে করে চলে যাবে। কিন্তু পড়লাম আরও বিপদে রাস্তায় কোন গাড়ি নেই। এখন কি করবো কোথায় যাবো পরে গেলাম চিন্তায়। একলোকের কাছ থেকে জানতে পারলাম সামনে একটি জমিদার বাড়ি আছে । একমাত্র কেয়ার টেকার ছাড়া কেউ থাকে না। সেখানে গেলে রাতে থাকতে ও দিতে পারে । চলে গেলাম জমিদার বাড়িতে। অনেক ডাকাডাকির পর এক বয়স্কলোক বের হয়ে আসলো

বয়স্কলোক : কি চাই বাবা ,এতো ডাকাডাকি করতেছো কেন?
আমি : চাচা আমি বড়বিপদে পরছি আজ রাতটা কি এখানে থাকা যাবে?
বয়স্কলোক : আমি একা মানুষ তুমি যেহেতু বিপদে পরছো আসো ভিতরে আসো।
বাড়ির ভিতরে গেলে একটা রুম দেখিয়ে দিয়ে বললো তুমি এখানে থাকো আমি পাশের রুমেই আছি।বলেই লোকটি চলে গেলো।
যাক থাকার জন্য তো একটা জায়গা পেলাম। রাত তখন ১০.৩০ মিনিট। চাঁদনী রাত , চারদিক টা কত সুন্দর। ঘরের জানালা খুলে দিলাম। জানালা দিয়ে দেখা যাচ্ছে সামনেই একটি পুকুর। চাদের আলোতে পুকুরের পানি ঝলমল করছে। হঠাৎ মিষ্টি একটি গানের সুন শুনতে পেলাম। মনে মনে ভাবলাম এ বাড়িতে বয়স্ক চাচা ছাড়া তো কেউ নেই। তাহলে গান গাছে কে? কৌতূহলি হয়ে সুরের পিছনে ছুটতে লাগলাম। পুকুরে পাশে একটা মেয়ে হাল্কা গোলাপি জামা পড়া। আমি ডাকদিলাম এই মেয়ে । সে পিছনে ফিরলো তাকে দেখে মনের মাঝে কেমন জানি ঝড় বইতে লাগলো। এতো সুন্দর মেয়ে ও পৃথিবীতে আছে। তার চোখ গুলো টানাটানা মিষ্টি মুখের হাসি। তাকে যে দেখবে সাথেসাথে তার প্রেমে পরে যাবে।
মেয়েটি কিছু ক্ষন আমার দিকে তাকিয়ে থেকে উঠে চলে গেলো। আমি তার পিছু পিছু কিছু দূর যেতেই মেয়ে যেন কোথায় হারিয়ে গেলো। হেমন্তকাল চলছে হাল্কা কুয়াশায় মেয়েটিকে যেন হারিয়ে ফেলাম আমি। পিছনে থেকে কেয়ার টেকার চাচা ডাকে বলতে লাগলো
দিলো কি বাবা এতো রাতে এখানে কি করো যাও ঘুমিয়ে পরো। এ জায়গা ভালো না।আমি রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে বই পরছি রাত বাজে ১২ টা নতুন জায়গা তাই হয়তো ঘুম আসতেছে না। সে মেয়েটার কথাও ভুলতে পারতেছি না। ভাবতে লাগলাম কোথায় হারিয়ে গেলো মেয়েটি।হঠাৎ নুপুরের শব্দ। দরজার ওপাশে হয়তো কেউ আছে। দরজা খুলতেই দেখি সে মেয়েটি হাতে প্রদিব নিয়ে হেঁটে যাচ্ছে। ডাকদিতেই সে দাড়িয়ে পরলো। তার কাছে গিয়ে বলাম তখন কোথায় হারিয়ে গিয়েছিলেন। মেয়েটি কোন কিছু না বললে উল্টা আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় থেকে এসেছেন? আমি বলাম ঢাকা থেকে । রাস্তায় ট্রেন নষ্ট হয়ে গেছে তার বাধ্য হয়ে এখানে আসা। মেয়েটি একটু চুপ থেকে বলে উঠলো চাঁদ দেখতে যাবেন পুর্নিমার চাদ অনেক সুন্দর। আমি আর না করতে পারলাম না। তার সাথে চলে গেলাম ছাদে । আজ তার রুপের কাছে চাদও যেন হার মেনে গেলে। দুইজন গল্প করতে লাগলাম। গল্প করতে করতে কখন যে ভোর ৪ টা বেজে গেলো বুঝতেই পারিনি। মেয়ে বললো এখন আমি যাই এখনি সকাল হবে।
আমি বললাম আবার হারিয়ে যাবে না তো
সে বলে উঠলো : মনের মানুষ কি কখনো হারায়? মনের মানুষ সব সময় মনেতেই থেকে যায়।
বলেই চলে গেলো সে।
আমি রুমে এসে শুয়ে একটু ঘুমিয়ে নিলাম। সকাল ৮ টা বাজে চাচা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলো। বললো বাবা চলেন কিছু খেয়ে নিবেন আপনার ট্রেন আবার চলে যাবে।
আমি হাত মুখ ধুয়ে নাস্তা করে চাচাকে বিদায় দিয়ে একটু সামনে এসে দেখি সেই মেয়েটির ছবি। ছবিতে মালা পড়ানো। আমি চাচাকে ডেনে এনে বলাম এ মেয়ে টি কে?
চাচা বললো এইটা বড় সাহেবের মেয়ে অনেক বছর আগে দূঘটনায় মারা গেছে। আমি ভাবায় পরে গেলোম। ট্রেন ঠিক হয়ে গেছে। রওনা দিলাম নানির বাড়ির উদ্দেশ্যে। কানে শুধু একটা কথাই ভাসছে
মনের মানুষ কি কখনো হারায়?
মনের মানুষ সব সময় মনেতেই থেকে যায়।
হম মেয়েটি হয় তো সব সময় আমার মনেতে থেকে যাবে।হয়তো এ রাতের কথা আমি কোন দিন ও ভুলতে পারবো না,,,,,

নাম: আফরোজা আক্তার আখি
বিভাগ :রাষ্ট্র বিজ্ঞান
(অনার্স ৩য় বর্ষ)

“উত্তরা টাউন কলেজ” এর শিক্ষার্থীর মনে হাজারো না বলা কথা/গল্প অপ্রকাশিত থেকে যায়..          মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন অ...
26/10/2023

“উত্তরা টাউন কলেজ” এর শিক্ষার্থীর মনে হাজারো না বলা কথা/গল্প অপ্রকাশিত থেকে যায়..

মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন অাপনার ছোট গল্প অার পাঠিয়ে দিন অামাদের কাছে। চেষ্টা করুন অাপনার ছোট গল্প যেন ১০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখার।

অামাদের ইনবক্সে অাপনার সেই না বলা গল্পটি পাঠাতে পারেন:
১/ অাপনার নাম (প্রকাশে অনিচ্ছুক হলে দিতে হবে)।
২/ ডিপার্টমেন্টের নাম এবং সেশন।
৩/ কলেজ এবং অনার্স উভয় শিক্ষার্থী পাঠাতে পারবেন অামাদের কাছে ছোটগল্প।
৪/ উত্তরা টাউন কলেজের বাইরে কেউ ছোট গল্প ইনবক্সে পাঠাবেন না।

অাপনাদের সহযোগিতার মাধ্যেমে অামাদের UTCian,Short stories পেইজটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো।
#এডমিন
~ধন্যবাদ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when UTCian,Short stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share