আফরোজা আরিফ

আফরোজা আরিফ welcome to my page, I am Afruza Rahman, I will be sharing Duet video, and fashion from life.... enjoy my page thank you
(1)

23/07/2025

ইন্নালিল্লাহ!মাইলস্টোনের ছাত্র শহীদ মিরসাদ এর মৃত্যুর শোকে তার মা ইন্তেক|ল করেছেন.!🥲

23/07/2025

আজকের আড্ডা হোক, ঝাল মুড়ির সংগে🤣

21/07/2025

১/ প্রাইমারী সেকশন নাকি ছুটি হয়ে গিয়েছিল। যেই বাচ্চাগুলো মারা গেছে তারা স্কুল শেষে কোচিং এর জন্য বসে ছিল। স্কুলের পর নাকি কোচিং করতে হয়, তাও স্কুলের ভেতরেই৷

২/ যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের। তাও রাশিয়ান বিমানের চাইনিজ রেপ্লিকা।

৩/ পুরো উত্তরায় কোন বার্ণ ইউনিট নেই।

৪/ বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

৫/ ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন উতসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। জনতার ভীড়ে ফায়ার সার্ভিসও ঠিকঠাক ভেতরে ঢুকতে পারে নাই।

৬/ আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৭/ মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৮/ উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৯/ বার্ণ ইউনিটে বিভিন্ন রাজনৈতিক নেতারা "খোজ" নিতে গিয়েছেন, সাথে বিশাল দলবল নিয়ে। সাংবাদিকদের কান্নাজড়িত গলায় সাক্ষাতকার দিচ্ছেন।

জ্বি, আমাদের দেশটা এমনই! আমরা এমনই!

এই জঘন্য দেশের সবচেয়ে কোমলমতি নিষ্পাপ বাচ্চাগুলোই এমন দুর্ভাগ্য বরণ করলো! দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

Collected

21/07/2025

ধি*ক্কা*র জানাই!
উত্তরা-উত্তর মেট্রোর নিচে থেকে মু্যুর আলি মেডিকেল যেতে ৩০-৪০ টাকার রিকশা ভাড়া এখন ১০০ টাকা চাচ্ছে! না দিলে যাবে না।
মাইলস্টোন কলেজ থেকে আধুনিক হাসপাতালে CNG ভাড়া ১০০০ টাকা চাইছে! এ কেমন মানবতা? এ কেমন দু*র্দ*শার সুযোগ নেওয়া?

তারপর আবার দেখলাম, একটা ভিডিওতে একজন অসহায় বাবা শিশুকে কোলে নিয়ে গাড়ি খুঁজছে, কিন্তু প্রাইভেটকার ওয়ালারা গাড়ি থামালো না!
মানুষের ভেতরের মানবতা কি একেবারেই ম*রে গেছে?

কতগুলো নিস্পাপ বাচ্চা।আহত বাচ্চাদের দেখে গা শিউরে উঠছে,মহান আল্লাহ সবাইকে রক্ষা করো!! 🥺😭1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট2. ...
21/07/2025

কতগুলো নিস্পাপ বাচ্চা।
আহত বাচ্চাদের দেখে গা শিউরে উঠছে,মহান আল্লাহ সবাইকে রক্ষা করো!! 🥺😭

1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগতে পারে।

দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।

19/07/2025
11/07/2025

বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে নোয়াখালীতে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আফরোজা আরিফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আফরোজা আরিফ:

Share