22/10/2025
আজকে ২২ দিন যাবত সোশ্যাল মিডিয়া তে কম একটিভ । ঘুম খাওয়ার কোনও টাইম টেবিল নাই । নিজের শরীরের দিকেও খুব একটা নিজে নজর দিতে সময় পাচ্ছিনা ।যেই আমি চুল না আচড়িয়ে ঘুমাতাম না অলটাইম ফিটফাট থাকা পছন্দ করি সেই আমি আজ একটু এলোমেলো । হয়তো একটু সময় লাগবে আবার আমার আমিতে ফেরত আসতে ।আগে বাইরে গেলে কোন জামার সাথে কোন লিপস্টিক দিব কোন ব্যাগ ম্যাচ করে নিব এসব ভাবতাম আর এখন ভাবি কয়টা ডায়াপার নিব,বাবুর জামা নিসি কিনা! কিছু ভুলে রেখে গেলাম কিনা! আজকে ২০ দিনের অভিজ্ঞতায় তবুও বলবো মাতৃত্ব সুন্দর 🥰 আর সেটাকে সুন্দর করার পেছনে একজন মানুষের অক্লান্ত চেষ্টা আছে যে সর্বক্ষণ আমার দিকে নজর রাখতেসে । ইভেন আমাকে মাঝে মাঝে মি টাইম কাটানোর ও সুযোগ করে দিচ্ছে । তুমি না থাকলে আমাদের কি হবে?
Enjoying motherhood 😍
Enjoying parenthood 🧑🧑🧒