সংবাদ পরিক্রমা বিডি

সংবাদ পরিক্রমা বিডি সত্য বল সুপথে চল।

27/06/2024

দুর্নীতিবাজদের আর কোন গতি নেই।

With ডিবিসি নিউজ – I just got recognised as one of their rising fans! 🎉
09/06/2024

With ডিবিসি নিউজ – I just got recognised as one of their rising fans! 🎉

With Channel24online – I just got recognised as one of their rising fans! 🎉
09/06/2024

With Channel24online – I just got recognised as one of their rising fans! 🎉

With Bangla Tribune – I just got recognised as one of their rising fans! 🎉
31/05/2024

With Bangla Tribune – I just got recognised as one of their rising fans! 🎉

রাজধানীর তেজগাঁও রহিম মেটালের জমি দখল করে কোটি কোটি টাকা ধান্দা বাংলাদেশ শিল্পমন্ত্রনালয়ের আওতাধীন ইস্পাত প্রকৌশলী কারখা...
27/05/2024

রাজধানীর তেজগাঁও রহিম মেটালের জমি দখল করে কোটি কোটি টাকা ধান্দা

বাংলাদেশ শিল্পমন্ত্রনালয়ের আওতাধীন ইস্পাত প্রকৌশলী কারখানা তেজগাঁও রহিম মেটাল। সময়ের ব্যবধানে রাষ্ট্রীয় এই সম্পদের এক অংশে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে রহিম মেটাল জামে মসজিদ মাদ্রাসা এতিমখানা ও কবরস্থান।

এ ছাড়া রহিম মেটাল কারখানা ইন্ডাস্ট্রির বাকি মূল্যবান জায়গা একটি সিন্ডিকেট মহল তাদের ক্ষমতার অপব্যবহার করে অত্যন্ত কৌশলে কিছু কাগজ পত্র করে অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে নানা ধান্দা বানিজ্য ফেদে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

অনুসন্ধানে জানা যায় চার দলীয় জোট জামায়াত বিএনপি ঐক্যজোট সরকারের আমলের প্রতিমন্ত্রী আলমগীর কবির ক্ষমতার অপব্যবহার করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তর থেকে তার কন্যা আন্না আশার নামে লিজ বা ইজারা চুক্তির একটি কাগজ সম্পাদন করে নেয়। পরবর্তীতে তাদের লালিত দুর্ধর্ষ সন্ত্রাসী অস্ত্রধারী ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়ে রাষ্ট্রীয় ঐতিহ্যবাহী রহিম মেটালের ইন্ডাস্ট্রি কারখানা নিয়ন্ত্রণে নেয়।

তারপর শুরু হয় তাদের চুরির মিশন। এখানে উল্লেখ্য যে এক সময় এই কারখানা গুলোতে তামা পিতল লোহার বিভিন্ন তৈজসপত্র ও বিভিন্ন যন্ত্রাংস তৈরী করা হত। কিন্তু অত্যন্ত দুঃখ জনক ও মর্মান্তিক বিষয় হল জুলুমবাজ এই লুটেরা চক্র রাষ্ট্রীয় মালিকানাধীন রহিম মেটাল কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও ধাতব বস্তু বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে দিয়েছে।

এখন বর্তমানে তারা স্কয়ার ফুট হিসেবে গোডাউন গাড়ির গ্যারেজ শোরুম ও দোকান ভাড়া দিয়ে পজিশন ও ভাড়া হিসেবে বিপুল পরিমাণ অর্থ তসরুপ করছে। এ বিষয়ে রহিম মেটাল কারখানার ভিতরে গিয় কথা বলার চেষ্টা করা হলে তারা কোন তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে এ সব লুটেরা দখলবাজ ভূমিদস্যু ধান্ধাবাজদের স্ব মুলে উৎখাত করতে হবে। আর তা না হলে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে।

25/05/2024

রাজধানীর বঙ্গবাজার মার্কেটসহ চার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।





সাংবাদিকতা নিয়ে চলছে বহুমুখি ষড়যন্ত্র আর কাঁদা ছোড়াছুঁড়ি   বয়সের ফ্রেমে যেমন যৌবনকে বাঁধা যায়না ঠিক তেমনিভাবে সাংবাদিকতা...
24/05/2024

সাংবাদিকতা নিয়ে চলছে বহুমুখি ষড়যন্ত্র আর কাঁদা ছোড়াছুঁড়ি

বয়সের ফ্রেমে যেমন যৌবনকে বাঁধা যায়না ঠিক তেমনিভাবে সাংবাদিকতা ও কোন সার্টিফিকেটের জালে আটকানো যায় না।

এখন সোশাল মিডিয়ার যুগ। এখানে প্রতিভার মুল্যায়ন করতে হবে। মানুষের দোষ ত্রুটি বর্ননা করে সাংবাদিক হওয়া যায় না।

কারন ইহা একটি মহান দায়িত্ব। আল্লাহ তায়ালা বলেন,অমান আহসানু ক্কওলাম মিম মান দা-ইলাল্লাহ। তার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে যে আল্লাহর দিকে ডাকে। তাই শিক্ষার কোন বিকল্প নেই।

জ্ঞানহীন ব্যক্তি আর যাই হোক সাংবাদিক হতে পারে না। আর গ্রাজুয়েশন দিয়ে জ্ঞান মাপা যায় না। একজন প্রখ্যাত মনীষী বলেছেন "যার হয়েছে ভবে মহাজ্ঞান সেই দেখবে সে নুরতাজুল্লাহ অন্যে দেখবে ক্যান। তবে সে জ্ঞানী যারা দেখবে অনায়াসে।

যে ব্যক্তি নিজে যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ করা না পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। সুত্র আল হাদিস
19/02/2024

যে ব্যক্তি নিজে যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ করা না পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। সুত্র আল হাদিস

 # # #এক সময়ের আওয়ামীলীগের আন্দোলন সংগ্রামে দুঃসময়ের নিবেদিত কাণ্ডারী, তৃনমূলের গৌরব অসহায় গরীব দুঃখী খেটে খাওয়া মেহনতি ...
13/04/2023

# # #এক সময়ের আওয়ামীলীগের আন্দোলন সংগ্রামে দুঃসময়ের নিবেদিত কাণ্ডারী, তৃনমূলের গৌরব অসহায় গরীব দুঃখী খেটে খাওয়া মেহনতি মানুষের কণ্ঠস্বর, বনানী ১৯ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কড়াইলবাসীর মাটি ও মানুষের নেতা মাহমুদুল হাসান। তিনি পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে আগত ঈদুল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। সেই সাথে দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যহত রাখতে দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী ও বেগবান করার জন্য সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানায়। দেশ বিরোধী সকল পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র ও দেশি বিদেশীদের নীল নক্সার বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। এবারের শ্লোগান ষড়যন্ত্র যতই শক্তিশালী হোক না কেন বাঙ্গালি জাতি তা ব্যলোটের মাধ্যমে প্রতিহত করবে। ইনশাল্লাহ ...

 # #আর্তমানবতার সেবায় বারভিডা ফাউন্ডেশনের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনইমাম হাসানঃ রাজধানীর যমুনা ফিউচার পার্কের বিপর...
08/02/2023

# #আর্তমানবতার সেবায় বারভিডা ফাউন্ডেশনের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন

ইমাম হাসানঃ রাজধানীর যমুনা ফিউচার পার্কের বিপরীতে অবস্থিত কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলারস এসোসিয়েশন (বারভিডা) এর উদ্যোগে, আর্তমানবতার সেবায়" মানুষ মানুষের জন্য "মহতি এই চেতনায় শীতার্ত অসহায় গরীব দুঃখী মেহনতি মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন স্থানীয় কাউন্সিলর মোঃ জাকির হোসেন বাবুল। কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারভিডার ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ আসলাম সেরনিবাত, জয়েন্ট সেক্রেটারি জেনারেল জনাব বেলাল উদ্দিন চৌধরী, কালচারাল সেক্রেটারি জনাব জোবায়ের রহমান, কার্যনির্বাহী সদস্য জনাব আবু হোসেন ভূইয়া রানু প্রমুখ ইত্যাদি। এখানে উল্লেখ্য যে বারভিডা দীর্ঘ প্রায় চার দশক ধরে জাপানের মান সম্মত এবং পরিবেশ বান্ধব গাড়ি আমদানির মাধ্যমে দেশের পরিবহন খাতে বিশাল অবদান রেখে চলেছে।

বর্তমানে দেশের একটি শীর্ষ স্থানীয় বাণিজ্য সংগঠন হিসেবে বারভিডা প্রায় ২০ হাজার কোটি টাকার স্থানীয় বিনিয়োগ করে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা সরকারকে রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও বারভিডা ব্যাকওয়ার্ড লিকেজ শিল্প ওয়ার্কশপ নির্মান এবং গাড়ি চালকদের কর্মসংস্থানের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দিশের লক্ষাধীক মানুষের কর্মসংস্থানের সাথে যুক্ত রয়েছে। আমারা তাদের সকলের মঙ্গল কামনা করি।

Address

260/c Tejgaon Industrial Area
Dhaka
1208

Telephone

+8801852856178

Website

Alerts

Be the first to know and let us send you an email when সংবাদ পরিক্রমা বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংবাদ পরিক্রমা বিডি:

Share