বোরহান রাব্বানী

বোরহান রাব্বানী কবিতা, গল্প, বইপত্র, সম্প্রতি বিষয়াবলি ও
মানবাধিকার—এই পেইজের মূল উপজীব্য।
(8)

এছাড়াও আমি সক্রিয় আছি ইনস্টাগ্রামে। চাইলে যুক্ত হতে পারেন সেখানেও।

ইউটিউবে শুনতে বা দেখতে পারেন আমার করা অডিও গল্প, কবিতা ও অন্যান্য কন্টেন্টগুলো।

আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করুন, ছড়িয়ে দিন সবার মাঝে।
পড়ুন, শুনুন, জানুন এবং বাঁচুন।

হাসনাতরা ত্রানের ৮ কোটি টাকা উপদেষ্টা তহবিলে জমা দিয়েছিল গত বছর। সে টাকা উপদেষ্টাসহ বাকিরা মেরে দিয়েছে। আজ মেরে দেয়া টাক...
21/07/2025

হাসনাতরা ত্রানের ৮ কোটি টাকা উপদেষ্টা তহবিলে জমা দিয়েছিল গত বছর। সে টাকা উপদেষ্টাসহ বাকিরা মেরে দিয়েছে।

আজ মেরে দেয়া টাকা থেকে ৫০ কোটি টাকা ব্যয়ে ৩০০ ঘর নির্মাণ করা হয়। প্রক্রিয়ায় আছে আরও ৩০০।

যারা NCP করে শুধু তাদেরকে ঘরগুলো দেয়া হয়েছে।

অন্য দলের লোকদের কে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্বাস না হলে খবর পড়ে দেখেন।🥱

২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে বন‍্যায় ক্ষতিগ্রস্তদের কাছে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ৩০০ ঘর হস্তান্তর করে...

20/07/2025

Dr Tasnim Jara❤️

20/07/2025

পাকিস্তানরে ইতিহাসে যতবারই হারাইছি আমরা ততবারই একটা পরিবার দেশের বাইরে ছিল।🤡

20/07/2025

দিল্লিতে কেউ ফোন দে তোরা,
দিল্লিতে কেউ ফোন দে...।🤡

হ্যালো আপা।📞

19/07/2025

এক বছর হলো কেউ আর পদ্মপ্রিয়'র জন্য চকলেট নিয়ে আসে না!

আজ ১৯ জুলাই, জুলাই অভ্যুত্থানে শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয় চলে যাওয়ার ১ বছর।

#ফিরেদেখাজুলাই

ফিরে দেখা ১৯ জুলাই।পল্টনে সামনে পেছনে পুলিশের বু'লে'ট উপেক্ষা করে আবু সাঈদের মতো সেদিন দু'হাত প্রসারিত করে হিমালয়ের মতো ...
19/07/2025

ফিরে দেখা ১৯ জুলাই।

পল্টনে সামনে পেছনে পুলিশের বু'লে'ট উপেক্ষা করে আবু সাঈদের মতো সেদিন দু'হাত প্রসারিত করে হিমালয়ের মতো দাঁড়িয়ে ছিলেন আমাদের বীররা— অটল, নির্ভীক।

#ফিরেদেখাজুলাই

19/07/2025

১৯ জুলাই, ২০২৪। এ দিন নারায়ণগঞ্জে তাজিয়া মিছিল বের করে এক দল।

শোকের মুহ্যমান হয়ে তারা আওড়াতে থাকে, ‘হায় সাঈদ, হায় ওয়াসিম, হায় রাফি, হায় ইয়ামিম...’।

কালো পতাকা, বুক চাপড়ে কান্না, আর চারিদিকে নিঃশব্দ বেদনা।

#ফিরেদেখাজুলাই

আজ ১৯ জুলাই, ২০১২ সালের আজকের এই দিনে আমাদের সবাইকে ছেড়ে চলে যান গল্পের যাদুকর- হুমায়ূন আহমেদ।আজ তাঁর ১৩তম প্রয়াণ দিবস। ...
18/07/2025

আজ ১৯ জুলাই, ২০১২ সালের আজকের এই দিনে আমাদের সবাইকে ছেড়ে চলে যান গল্পের যাদুকর- হুমায়ূন আহমেদ।

আজ তাঁর ১৩তম প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করছি আপনাকে।

ওপারে ভালো থাকবেন প্রিয় হুমায়ূন আহমেদ।❤️

18/07/2025

বিএনপি করেও আজ যারা আমি কে তুমি কে বাঙালি বাঙালির মত বিভৎস আওয়ামি স্লোগান দিল তারা মূলত জিয়াকে অপমান করলো।

জিয়া এ দেশের মানুষকে বাংলাদেশী জাতীয়তাবাদ শিখিয়েছিলেন। বাংলাদেশী করে তুলতে চেয়েছিলেন।

আর আজকে তার দলের মূর্খ গবেটেরা স্লোগান দেয়, আমি কে তুমি কে বাঙালি বাঙালি।

আওমি লিগের জা'লি'ম'তন্ত্র ফিরে আসবে হয় সেটা বিএনপির কারণে নয়তো বিএনপির হাত ধরেই। কারণ বিএনপির মধ্যে আছে আওমি লিগের বীজ।

লিখে রাখেন।

ফিরে দেখা ১৮ই জুলাই।
18/07/2025

ফিরে দেখা ১৮ই জুলাই।

শহিদ শাকিল পারভেজের শেষ পোস্ট,"এ যেন এক অঘোষিত যুদ্ধ, সবাই BNS আসেন।" #ফিরেদেখাজুলাই
18/07/2025

শহিদ শাকিল পারভেজের শেষ পোস্ট,
"এ যেন এক অঘোষিত যুদ্ধ, সবাই BNS আসেন।"

#ফিরেদেখাজুলাই

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বোরহান রাব্বানী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বোরহান রাব্বানী:

Share