Voice Of 24 BD

Voice Of 24 BD আপনার এলাকায় ঘটে যাওয়া অন্যায় অপরাধসহ বিভিন্ন ধরণের তথ্য পাঠিয়ে দিন,পরিচয় গোপন রেখে তুলে ধরব আমরা।

আজান দিতে যাওয়ার পথে প্রাণ গেল মুয়াজ্জিনের  #মাদারীপুর_প্রতিনিধিঃমাদারীপুরের কালকিনিতে মসজিদে আজান দিতে যাওয়ার সময় আবদুল...
14/10/2023

আজান দিতে যাওয়ার পথে প্রাণ গেল মুয়াজ্জিনের

#মাদারীপুর_প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে মসজিদে আজান দিতে যাওয়ার সময় আবদুল কাদের মাতুব্বর (৭০) নামে এক মুয়াজ্জিনের ট্রাকচাপায় মৃত্যু হয়েছে।১৪ই অক্টোবর, শনিবার পৌর এলাকার ভূরঘাটা নূর প্রাঃ জেনারেল হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আবদুল কাদের মাতুব্বর কালকিনি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের করম আলী মাতুব্বরের ছেলে ও খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষক জাহিদ হাসানের বাবা।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আবদুল কাদের মাতুব্বর ভোররাতে বাড়িতে ওযু করে একটি মোটসাইকেলযোগে নূর প্রাঃ জেনারেল হাসপাতাল মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের পথিমধ্যে একটি ট্রাক এসে পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে জাহিদ হাসান বলেন, আমার বাবা মসজিদে আজান দিতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।

এ ব্যাপারে পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ আসাদুজ্জামান লাবু আবদুল কাদের নূর জেনারেল হাসপাতাল মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।এছাড়াও তিনি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্বও পালন করতেন বলে জানা গেছে।

12/10/2023

কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন।

11/10/2023

ময়মনসিংহে বাসচাপায় ৪ জন নিহত
লিংক কমেন্টে ্্্্

পদ্মাসেতু থেকে ঝাঁপ দিয়ে ‘নিখোঁজ’, ৩ মাস পর থানায়!নিষেধাজ্ঞা অমান্য করে উল্টোপথে ব্যাটারিচালিত রিকশা নিয়ে অবৈধভাবে পদ্মা...
01/10/2023

পদ্মাসেতু থেকে ঝাঁপ দিয়ে ‘নিখোঁজ’, ৩ মাস পর থানায়!

নিষেধাজ্ঞা অমান্য করে উল্টোপথে ব্যাটারিচালিত রিকশা নিয়ে অবৈধভাবে পদ্মা সেতুতে উঠেছিলেন ব্যাটারিচালিত রিকশাচালক শরীফুল ইসলাম। পরে সেতুর নিরাপত্তাকর্মীদের ভয়ে রিকশা সেতুতে রেখেই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

গত ১৯ জুন রাতের ওই ঘটনার ৩ মাস ১০ দিন পর আজ রোববার দুপুরে পদ্মা উত্তর থানায় হাজির হন তিনি। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শরীফুলের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট গ্রামে। পদ্মায় ঝাঁপ দেওয়ার পর কয়েকদিন তাকে উদ্ধারে নৌ-পুলিশ অভিযান চালালেও সে সময় খোঁজ মেলেনি তার।

জানতে চাইলে শরীফুল বলেন, 'পদ্মায় ঝাঁপ দেওয়ার পর রাতভর নদীতে ভেসেছিলাম। নদীতে অনেক ঢেউ ছিল, কূল-কিনারা খুঁজে পাইনি। নিজের মতো করে সাঁতার কেটে ভেসেছিলাম। সকালে দূরে পাড়ে গিয়ে উঠি।'

'পরে বাসে উঠে বাড়ি যাই। বাড়ি গিয়ে ঘটনা জানালেও পরিবারের কেউ আমার কথা বিশ্বাস করেনি। সবাই বলছিল আমি অটোরিকশা চুরি করে বিক্রি করে দিয়েছি,' বলেন তিনি।

শরীফুল আরও জানান, তিনি ঢাকার হাজারীবাগে রিকশা চালাতেন। ঘটনার রাতে পারিবারিক কলহের জেরে বাসা থেকে বের হন। উদ্দেশ্য ছিল ঢাকা থেকে বাগেরহাটে গ্রামের বাড়িতে যাওয়া।

তিনি বলেন, 'মুন্সিগঞ্জের মাওয়া দিয়ে রিকশা চালিয়ে পদ্মা সেতুতে উঠে পড়ি। একপর্যায়ে একটি গাড়ির সঙ্গে হালকা ধাক্কা লাগে। নিরাপত্তাকর্মীরা তখন আমাকে ধাওয়া করে। তারা গুলি করে দিতে পারে এই ভয়ে সেতুতে রিকশা রেখেই ঝাঁপ দেই নদীতে।'

থানায় কেন এলেন, জানতে চাইলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'জানতে পারি যে আমার রিকশাটি থানায় আছে। এজন্য পদ্মা সেতু উত্তর থানায় এসেছি। বাড়ির লোকজন মনে করেছে যে আমি রিকশা বিক্রি করে দিয়েছি। রিকশাটি কিস্তি দিয়ে কিনেছিলাম।'

থানায় উপস্থিত শরীফুলের শ্বশুর মোহাম্মদ দাউদ মোল্লাহ বলেন, 'নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা আমাদের বললেও আমরা বিশ্বাস করতে পারিনি। কারণ, পদ্মা নদীতে পড়ে কেউ জীবিত ফিরতে পারে বলে আমাদের ধারণা ছিল না। থানায় এসে দেখলাম তার রিকশা এখানে। এখন বিশ্বাস হচ্ছে।'

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব ডেইলি স্টারকে বলেন, 'উল্টোপথে রিকশা চালিয়ে সেতু থেকে লাফ দেওয়া শরীফুলের সন্ধান পাওয়া গেছে। যাচাই-বাছাই করে শনাক্ত করা হয়েছে তিনিই সেতু থেকে ঝাঁপ দেওয়া শরীফুল।'

ওই ঘটনায় মাদারীপুরের শিবচর থানায় একটি অভিযোগ করা হয়েছিল উল্লেখ করেন তিনি।

আজ থানায় আসার পর সন্ধ্যা ৬টার দিকে শরীফুলকে রিকশা ফেরত দেওয়া হয়েছে বলে পদ্মা সেতু উত্তর থানার সহকারী উপপরিদর্শক শিউলি।

01/10/2023

#ব্রেকিং_নিউজ
মাদারীপুরে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে ডাকাতির সময় দুই ডাকাতের চোখ উৎপাটন করেছে স্থানীয় জনতা

30/09/2023

ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ,গুরুতর আহত ১

29/09/2023

বরিশালে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

27/09/2023

আনসার সদস্যকে ঘুষ না দিলে ঢুকতে দেয় না হাসপাতালে

26/09/2023

৪কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠতে লাগে মই

#কালকিনি_উপজেলা
#মাদারীপুর

24/09/2023

রেলিং বিহীন কালভার্ট,ঝুঁকিপূর্ণ যাতায়াত

#বরিশাল
#গৌরনদী
#বাকাই_বাজার

24/09/2023

দ্রব্যমূল্যের ঊর্ধগতি!
কি বলছে ক্রেতা ও বিক্রেতারা!

Address

Dhaka
7900

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of 24 BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share