
29/12/2023
চারদিকে যেভাবে সবাই মারা যাচ্ছে! মনে হচ্ছে ধূলোর পৃথিবীতে আমারও সময় অল্প! জানিনা কত দিন বাচবো! মৃত্যুর পর আমার জন্য কি সিদ্ধান্ত নেওয়া হবে! পাপিষ্ঠ জীবনে জান্নাত চাওয়ার দুঃসাহস আমার নেই। আমার প্রতি কেউ রাগ রাখবেন না। যতদিন বেচে থাকবো আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আমার মৃত্যুর পর কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে আমার আজাব বারাবেন না। মাটির তৈরি মানুষের আবার কিসের ছবি।