Bangladeshi films & entertainment news.

Bangladeshi  films & entertainment news. This is a Films & media news related page.

পুরানো স্মৃতি।লিলি কসমেটিকস এর বিজ্ঞাপনে মডেল মোনালিসা
06/10/2025

পুরানো স্মৃতি।
লিলি কসমেটিকস এর বিজ্ঞাপনে মডেল মোনালিসা

৬০ ও ৭০ দশকের চিত্রনায়িকা শবনম
06/10/2025

৬০ ও ৭০ দশকের চিত্রনায়িকা শবনম

পুরানো স্মৃতি।বাম পাশ থেকে চিত্রনায়ক হেলাল খান,মান্না,মুনমুন,পপি,রিয়াজ,কাঞ্চি।ছবি সংগ্রহ:চিত্রনায়িকা মুনমুন পেজ
04/10/2025

পুরানো স্মৃতি।
বাম পাশ থেকে চিত্রনায়ক হেলাল খান,মান্না,মুনমুন,পপি,রিয়াজ,কাঞ্চি।

ছবি সংগ্রহ:চিত্রনায়িকা মুনমুন পেজ

নব্বই দশকের চিত্রনায়িকা কাজল।
02/10/2025

নব্বই দশকের চিত্রনায়িকা কাজল।

💜💜নব্বই দশকের চিত্রনায়িকা সোনিয়া।💜💜সোনিয়া ১৯৭৭ সালের ২৯শে মে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন ।১৯৯১ সালে নবম শ্রেণিতে পড...
30/09/2025

💜💜নব্বই দশকের চিত্রনায়িকা সোনিয়া।

💜💜সোনিয়া ১৯৭৭ সালের ২৯শে মে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন ।১৯৯১ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায়"মাস্তান রাজা" চলচ্চিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা শাবানার কিশোরী বয়সের চরিত্রে।সিনেমাটি ১৯৯২ সালে মুক্তি পায়।

💜💜চিত্রনায়িকা ১৯৯৩ সালে "প্রেমশক্তি" সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন চিত্রনায়ক বাপ্পারাজের বিপরীতে

সোনালী দিনের চিত্রনায়িকা কবরী
30/09/2025

সোনালী দিনের চিত্রনায়িকা কবরী

চিত্রনায়িকা নদী।তার আসল নাম নাসিমা আক্তার নদী।তিনি ২০০৩ সালে চলচ্চিত্রে এসেছিলেন।চিত্রনায়িকা নদী দনিয়া কলেজ থেকে পড়াশুনা...
28/09/2025

চিত্রনায়িকা নদী।তার আসল নাম নাসিমা আক্তার নদী।
তিনি ২০০৩ সালে চলচ্চিত্রে এসেছিলেন।চিত্রনায়িকা নদী দনিয়া কলেজ থেকে পড়াশুনা করেছিলেন।

চিত্রনায়িকা নদী অভিনয় করেছিলেন মান্না,শাকিবখান,আমিন খান,রুবেল,অমিত হাসানদের মত নায়কদের সঙ্গে।তিনি যেসময় চলচ্চিত্রে এসেছিলেন সে সময় বাংলা চলচ্চিত্রের অবস্থা খুবই খারাপ ছিলো।যোগ‍্যতা থাকা সত্বেও ভালো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ কম পেয়েছিলেন।চলচ্চিত্রে বেশিদিন টিকে থাকতে পারে নাই। চিত্রনায়িকা নদী প্রায় ৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।তার অভিনীত কয়েকটি ছবি হচ্ছে:মায়ের হাতের বালা,গেরিলা বাহিনী,একশো কোটি টাকা;আমি জেল থেকে বলছি,বিয়ের লগ্ন,একরোখা,সাত খুন মাফ,জোড়া খুন,ইত্যাদি।

💜💜"লাভস্টোরি" সিনেমা খ‍্যাত  চিত্রনায়ক পল্লব।তার আসল নাম মশিউর রহমান পল্লব।তিনি ১৯৭০ সালে ঢাকায়  জন্মগ্রহণ করেন।💜💜নব্বই ...
28/09/2025

💜💜"লাভস্টোরি" সিনেমা খ‍্যাত চিত্রনায়ক পল্লব।তার আসল নাম মশিউর রহমান পল্লব।তিনি ১৯৭০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

💜💜নব্বই দশকের বাংলা চলচ্চিত্রে তার আগমন ঘটে।চিত্রনায়ক পল্লব ১৯৯৫ সালে "লাভ স্টোরি" সিনেমায় প্রথম অভিনয় করেন।তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী রোজী সিদ্দিকী ও তাপসী ।"লাভস্টোরি" সিনেমাটি পরিচালনা করেছিলেন পরিচালক কাজী হায়াত।

💜💜চিত্রনায়ক পল্লব মাত্র ৩টি সিনেমায় অভিনয় করেছিলেন।তার অভিনীত সিনেমাগুলো হলো :লাভস্টোরি,আত্নরক্ষা,মনের মাঝে তুমি।মনের মাঝে তুমি সিনেমায় মাত্র ২মিনিটের চরিত্রে অভিনয় করেছিলেন।

💜💜চিত্রনায়ক পল্লব হচ্ছেন প্রযোজক মতিউর রহমান পানুর ছেলে।যিনি "বেদের মেয়ে জোছনা,মনের মাঝে তুমির মতো সিনেমা প্রযোজনা করেছিলেন।

💜💜চিত্রনায়ক পল্লব দীর্ঘদিন ক‍্যা'ন্সারে আক্রান্ত ছিলেন।২০২৫ সালের ৩১শে আগষ্ট মা'রা যান।মৃ'ত‍্যুকালে তার বয়স ছিলো ৫৫বছর।
&Entertainment news

শুভ জন্মদিন চিত্রনায়িকা লিমা।১৯৭৭ সালের ২২শে সেপ্টেম্বর কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন চিত্রনায়িকা লিমা।
22/09/2025

শুভ জন্মদিন চিত্রনায়িকা লিমা।
১৯৭৭ সালের ২২শে সেপ্টেম্বর কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন চিত্রনায়িকা লিমা।

"আশিক প্রিয়া" সিনেমার চিত্রনায়িকা ফারহানা।তার আসল নাম সোনিয়া।চিত্রনায়িকা ফারহানা এই একটি সিনেমায় অভিনয় করেছিলেন।এই নায়িক...
17/09/2025

"আশিক প্রিয়া" সিনেমার চিত্রনায়িকা ফারহানা।তার আসল নাম সোনিয়া।
চিত্রনায়িকা ফারহানা এই একটি সিনেমায় অভিনয় করেছিলেন।এই নায়িকা বর্তমানে একজন ডাক্তার।ঢাকার বেসরকারি একটি মেডিকেলে চিকিৎসক কর্মরত আছেন।
চিত্রনায়িকা ফারহানা বতর্মানে এক ছেলে ও এক মেয়ের মা।

💜💜একটা সময় ছিলো বাংলাদেশ,পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ মিলে যৌথ প্রযোজনার সিনেমা তৈরি হতো।এদেশে ভিনদেশী নায়ক/না...
17/09/2025

💜💜একটা সময় ছিলো বাংলাদেশ,পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ মিলে যৌথ প্রযোজনার সিনেমা তৈরি হতো।এদেশে ভিনদেশী নায়ক/নায়িকারা অভিনয় করতো।

💜💜তেমন একজন নায়ক হচ্ছেন ফয়সাল রেহমান।তিনি বাংলাদেশে প্রায় ৪টি সিনেমায় অভিনয় করেছিলেন।এর মধ‍্যে "মিসলঙ্কা" সিনেমাটি অনেক জনপ্রিয় ছিলো।চিত্রনায়িকা ববিতার বিপরীতে মিসলংকা ও আপোষ সিনেমায় অভিনয় করেছিলেন ফয়সাল রেহমান।ঝড় তুফান সিনেমায় ও সাইড নায়ক ছিলেন।চিত্রনায়িকা নূতনের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছিলেন।

💜💜চিত্রনায়ক ফয়সাল রেহমান ১৯৬৬ সালের ১৭ই সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন।তার পূর্ব পুরুষরা ছিলেন আফগানিস্তানের নাগরিক।

💜💜 ফয়সাল রেহমান ক্লাস নাইনে পড়া অবস্থায় প্রথম সিনেমায় অভিনয় করেন ১৯৮০ সালে। তার অভিনীত প্রথম উর্দু সিনেমা হচ্ছে" নাহি আবি নাহি"।এই সিনেমায় স্কুল ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন।এই সিনেমায় চিত্রনায়িকা শবনম ছিলেন তার স্কুল শিক্ষিকা।

💜💜চিত্রনায়ক ফয়সালের মিসলংকা সিনেমাটি পাকিস্তানে "নাদানী" নামে ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিলো।আর বাংলাদেশে ১৯৮৭/৮৮ সালের দিকে মিসলংকা নামে মুক্তি পেয়েছিলো।
মিসলংকা সিনেমার গানগুলো অনেক জনপ্রিয় ছিলো।
১৯৯৪ সালে "ঝড়তুফান" সিনেমার পর আর কোন বাংলাদেশের যৌথ সিনেমায় ফয়সাল রেহমান কে দেখা যায় নি।

💜💜ব‍্যক্তিজীবনে চিত্রনায়ক ফয়সাল রেহমান কোনদিন বিয়ে করেন নি।যদিও তার সঙ্গে চিত্রনায়িকা বাবরা শরীফ ও আফিয়া সিদ্দিকীর সঙ্গে প্রেমের গুজব ছিলো।

💜💜শুভ জন্মদিন চিত্রনায়ক ফয়সাল রেহমান।

💜নব্বই দশকের চিত্রনায়িকা বনশ্রী মা'রা গেছেন আজ। (১৬ই সেপ্টেম্বর,২০২৫) 💜চিত্রনায়িকা বনশ্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন।টাকার অভ...
16/09/2025

💜নব্বই দশকের চিত্রনায়িকা বনশ্রী মা'রা গেছেন আজ। (১৬ই সেপ্টেম্বর,২০২৫)

💜চিত্রনায়িকা বনশ্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন।টাকার অভাবে নিজের চিকিৎসা ঠিকমতো করাতে পারছিলেন না।

💜চিত্রনায়িকা বনশ্রী ১৯৭৪ সালের ২৩ শে আগষ্ট মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করে।
শিবচরের মাদবরের চর ইউনিয়নের মেয়ে বনশ্রী। ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্ম তার। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বনশ্রী বড়। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন তিনি।

💜💜১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসা সফল হয়। পরিচিতি পান বনশ্রী। এরপর আরও গোটা দশেক সিনেমায় অভিনয় করেন।

💜💜নায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতেও নায়িকা হিসেবে অভিনয় করেন বনশ্রী। রুপালি পর্দার মতো জীবনও হয়ে ওঠে আলো ঝলমল।

💜💜প্রযোজক ফারুক ঠাকুরের কারনে অনেক পরিচালক বনশ্রীকে সিনেমায় নিতে সাহস পান নি।যার কারনে সিনেমায় বনশ্রীর ক‍্যারিয়ার বেশিদিন ছিলো না।

তবে খুব বেশিদিন সেই সুখ সয়নি বনশ্রীর কপালে। ভাগ্যদোষে ছিটকে পড়েন তিনি সিনেমা থেকে
বিয়ে করেছিলেন কিন্তু সে বিয়ে ও বেশিদিন টিকে নাই।প্রায় তাকে টুপি,বই,ফুল বিক্রি করতে দেখা যেতো রাস্তায় । পথে পথে ঘুরে দিন কেটেছে তার। থেকেছেন বস্তিতেও। তার দুই সন্তান ছিল। তার মধ্যে মেয়েটি ছিনতাই হয়ে গেছে। রেখে গেছেন কেবল এক পুত্রকে।

💜💜চিত্রনায়িকা বনশ্রী অভিনীত ছবিগুলো হচ্ছে:সোহরাব রুস্তম,মহাভূমিকম্প, নেশা, মাটির পরী ইত‍্যাদি।

Address

Keranigonj
Dhaka
1310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi films & entertainment news. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladeshi films & entertainment news.:

Share