Nadim On The Field

Nadim On The Field Let's enjoy football together⚽🎉
(1)

মাইলস্টোন স্কুলে প্লেন ক্র‍্যাশের ঘটনায় শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে চিঠি দিয়েছে ক্লাব বার্সেলোনা। More than a club for a...
24/07/2025

মাইলস্টোন স্কুলে প্লেন ক্র‍্যাশের ঘটনায় শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে চিঠি দিয়েছে ক্লাব বার্সেলোনা।
More than a club for a reason.

আমি এখনো বিশ্বাস করি না যে ডি পল এমন একটা স্বীদ্ধান্ত নিতে পারে। তবে এটা যদি সত্যি হয় তাহলে সেটা ওর ক্যারিয়ারের জন্য যেম...
19/07/2025

আমি এখনো বিশ্বাস করি না যে ডি পল এমন একটা স্বীদ্ধান্ত নিতে পারে।
তবে এটা যদি সত্যি হয় তাহলে সেটা ওর ক্যারিয়ারের জন্য যেমন ক্ষতি তেমনি আর্জেন্টিনার জন্য অনেক বড় লস।

কোল পালমার পুরাই কোল্ড🥶🥶শেষ পর্যন্ত কয়টা গোল হতে পারে?
13/07/2025

কোল পালমার
পুরাই কোল্ড🥶🥶

শেষ পর্যন্ত কয়টা গোল হতে পারে?

আজকে রিয়াল মাদ্রিদ ইন্টার মিয়ামীর থেকেও বাজে খেলতেছে।ইন্টার মিয়ামী যেখানে ৩ গোল খেতে সময় নিয়েছে ৪৪ মিনিট সেখানে মাদ্রিদ ...
09/07/2025

আজকে রিয়াল মাদ্রিদ ইন্টার মিয়ামীর থেকেও বাজে খেলতেছে।
ইন্টার মিয়ামী যেখানে ৩ গোল খেতে সময় নিয়েছে ৪৪ মিনিট সেখানে মাদ্রিদ তার প্রায় অর্ধেক সময় ২৪ মিনিটের মধ্যে ৩ গোল খেয়েছে।
দেখা যাক মাদ্রিদের পরবর্তী রিয়েকশন কী হয়।

মাত্র ২৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলা দিয়োগো জতা এবং তার ভাই নিহত হয়েছেন।।  Harsh reality🥲
03/07/2025

মাত্র ২৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলা দিয়োগো জতা এবং তার ভাই নিহত হয়েছেন।।
Harsh reality🥲

ইন্টার মিয়ামী আজকে ৪-০ গোলে হেরেছে। কাদের কাছে হেরেছে? যারা কিছুদিন আগে উচল জিতেছে, যারা ইন্টার মিলানকে ৫ গোল দিয়েছে।  স...
30/06/2025

ইন্টার মিয়ামী আজকে ৪-০ গোলে হেরেছে। কাদের কাছে হেরেছে?

যারা কিছুদিন আগে উচল জিতেছে, যারা ইন্টার মিলানকে ৫ গোল দিয়েছে।
সেই দলের বিপক্ষে ইন্টার মিয়ামী ২য় হাফে কোনো গোল খায়নি, উল্টো ৩৮ বছরের মেসি কয়েকটা সুযোগ তৈরি করেছে। সুয়ারেজ আজকে একটা বড় সুযোগ মিস করেছে।
এই হার অনুমেয় ছিলো, কিন্তু ২য় হাফে যেটা হয়েছে সেটা অবাক করার মতো।
এই পর্যন্ত যে মিয়ামী আসতে পেরেছে এটাই অনেক।
তবে দুঃখ লাগে ডেবিট বেকহ্যাম যে সে শুধু মেসিকে নিলো কিন্তু তার সাথে খেলার মতো যোগ্য কোনো টিম তৈরি করলো না।

খেলা হবে গুরু শিষ্য, সাবেক ক্লাব বর্তমান ক্লাব।এই যে মিয়ামী গ্রুপ পর্ব শেষ করে রাউন্ড অফ ১৬ তে উঠতে পারবে এটা কতজন কল্পন...
24/06/2025

খেলা হবে গুরু শিষ্য, সাবেক ক্লাব বর্তমান ক্লাব।

এই যে মিয়ামী গ্রুপ পর্ব শেষ করে রাউন্ড অফ ১৬ তে উঠতে পারবে এটা কতজন কল্পনা করেছিলো? কতজন ভাবছিলো মেসির গ্রুপ পর্বে বিদায় না নেওয়ার রেকর্ডটা অক্ষত থাকবে?

অথচ সেই মিয়ামী এখন খেলবে সদ্য উচল জেতা ক্লাব পিএসজির বিপক্ষে। পিএসজির বিপক্ষে খেলা পড়ায় অনেকেই ট্রল করা শুরু করে দিয়েছে যে ৭/১০ টা গোল খাবে মিয়ামী। কিন্তু তারা এটা ভাবেনি যে এই ক্লাব বিশ্বকাপে সবচেয়ে দূর্বল দলটা কোয়ালিফাই করবে তাও ডমিনেট করে। তো সেরকম একটা পিএসজির সাথে খেললে ৫/১০ টা খাবে এটাই তো স্বাভাবিক। কেউ আশাও করে না, খোদ মেসিও হয়তো পিএসজির বিপক্ষে সম্মানজনক হার ছাড়া কিছু আশা করে না।
তবে এটা তো ফুটবল, সবচেয়ে বাজে দলটা ডমিনেট করে কোয়ালিফাই করেছে, পিএসজি বেটাফোগোর কাছেও হেরেছে, পাসিং, ডিফেন্ডিং এ ও অনেক উন্নতি হয়েছে এবং দলে যেহেতু মেসি রয়েছে সেহেতু মিয়ামীকে একদম ফেলেও দেওয়া যায় না। ডিফেন্স ধরে রাখতে পারলে বড় কোনো সারপ্রাইজও থাকতে পারে সামনে।

তো দেখা যাক কি ঘটতে পারে সামনের ম্যাচে। লড়াইয়ে গুরু নাকি শিষ্য জিতে সেটা দেখার অপেক্ষা।
আপনাদের মতামত জানান কমেন্টে।

PSG 0 -:Botafogo 1Miami 2 - Porto 1 এই দুইটা ফলাফলের মধ্যে আপনাকে কোন ফলাফলটা অবাক করেছে? উল্লেখ্য, PSG সদ্য উচল চ্যাম্প...
20/06/2025

PSG 0 -:Botafogo 1
Miami 2 - Porto 1
এই দুইটা ফলাফলের মধ্যে আপনাকে কোন ফলাফলটা অবাক করেছে?

উল্লেখ্য, PSG সদ্য উচল চ্যাম্পিয়ন যারা ব্রাজিলের একটা ক্লাবের কাছে হেরেছে এবং ২০১৮ সালের প্রতিষ্ঠিত ক্লাব মিয়ামী এই প্রথম কোনো ক্লাব যারা MLS থেকে কোনো কম্পিটিশনে কোনো ইউরোপায়ান টিমকে হারিয়েছে।

সামনের ম্যাচে মিয়ামী যদি পালমেইরাসের সাথ জিতে বা ড্র করে তাহলে পরের রাউন্ডে কোয়ালিফাই করবে।অথবা মিয়ামী হারলেও পোর্তো যদি...
19/06/2025

সামনের ম্যাচে মিয়ামী যদি পালমেইরাসের সাথ জিতে বা ড্র করে তাহলে পরের রাউন্ডে কোয়ালিফাই করবে।
অথবা মিয়ামী হারলেও পোর্তো যদি আল আহলির সাথে ড্র করে বা হারে তাহলেও মিয়ামী পরের রাউন্ডে কোয়ালিফাই করবে এবং মেসির কোনো টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাদ না পড়ার রেকর্ড অব্যাহত থাকবে।
আশা করি সামনের ম্যাচেও আজকের মতো মেসি ম্যান অফ দ্যাম ম্যাচ হয়ে জিতে কোয়ালিফাই করবে।

এখন ভাগ্য সহায় হলে কোয়ালিফাই করতে পারে। অন্যথায় এই ছবিটা হবে মিয়ামির সেরা অর্জন এই সিজনের।
19/06/2025

এখন ভাগ্য সহায় হলে কোয়ালিফাই করতে পারে।
অন্যথায় এই ছবিটা হবে মিয়ামির সেরা অর্জন এই সিজনের।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nadim On The Field posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category