কবি আর কবিতা

কবি আর কবিতা সকল কবি এবং লেখকদের জন্য।

26/11/2025

#বাউল
✍️✍️ ফাতেমা আক্তার শ্যামলী

ওরা নাকি বাউল,
ওরা আসলেই ফাউল।

নাস্তিক-রক্তচোষা ওরা,
মল-মূত্র আর হারামের পাগল তারা।

ওরা মদ-নারী পাগল বাউল,
ওরা আসলেই ফাউল।

ওরা আল্লাহর বিরুদ্ধে করে যাত্রাপালা,
সবাই বলেন নাউজুবিল্লাহ,

প্রতিদিন ওরা আল্লাহর সাথে করে শিরক,
ওদের জন্য অপেক্ষমাণ যন্ত্রণাময় নরক।

ওরা ফেরাউন কেও হার মানালো,
ওরা নমরুদ কেও চরম ভাবে হারালো।

ওরা বিবাহ ছাড়া নারী-পুরুষ করে
মেলামেশা,
এটাই তাদের নাকি দর্শন এটাই
তাদের নেশা।

ওদের খোদা , কৃষ্ণ-কালী,
ওরা আল্লাহকে দেয় চরম খারাপ গালি।

মোসলমানের শত্রু ওরা-
বন্ধু ওদের ইবলিশ,
ওদের কথায় কেঁপে ওঠে
আল্লাহর আরশ।

ওদের ধরে ফাঁসিতে ঝুলাও যতখন
না মরেএএ,
তখন ঐ মুখে বলবে ওরা আল্লাহ
আছে রেএএ!!

ওরা অপরিচ্ছন্ন,চরম বিকৃত, অজ্ঞ, নেশাগ্রস্ত,
ওরা সমাজে ভন্ডামী, নষ্টামি করে অভ্যস্ত।।

ওরা দেহতত্ত্বের উপর ভিত্তি করেই
করে গান,
দোতারা, একতারা, খমক, ঢোলই
তাদের প্রাণ।

মাজার পূজারী ওরা-মাজারেই করে গান,
মাজারই যেনো তাদের কাবার স্থান।

ওরা বিচরণ করে শহর-পল্লী দেশের
সব খানে,
ওরা গান গেয়ে ভিক্ষা করে এখানে
সেখানে।

ওরা আল্লাহকে গালি দিয়ে দেয় চরম হাসি,
ওদের পক্ষে যারা কথা বলবে তাদের ও হবে ফাঁসি।

26/11/2025

#বাউলের_ফাউল_বকা
✍️✍️মোঃ আহমাদুল হক

বাউল যদি ফাউল বকে

লাল কার্ড তারা পাবে,

লাল কার্ড পাওয়ার পরে

লাল ঘরে বাউল যাবে।

সবুজ-শ্যামল এই দেশে

রব ভক্ত আছে বেশ,

বাউল যদি হয় পাগল

জনগণ ধরবে কেশ।

আল্লাহর সাথে মশকরা

মানবেনা কেউ মানবেনা,

যতই হোক বাউল দেশ

ফাউলেরা ছাড় পাবেনা।

আল্লাহর সাথে কুফরি করো

কিংবা করো কটুক্তি,

শাস্তি তোমায় পেতেই হবে

যতই দাও স্ব-যুক্তি।

বাউল তুমি থাকো সোজা

ধর্ম নিয়ে করোনা খেলা,

দিন শেষে ধরা খাবেই

ইট-পাটকেল খাবে ঢেলা।

আমার সোনার বাংলাদেশে

সবাই মিলে করবো বাস,

কুরআন-হাদীস বুঝে পড়ে

দ্বীন ইসলামের করবো চাষ।

 #ভূমিকম্প ✍️✍️ফাতেমা আক্তার শ্যামলীভূমিকম্পে  কাঁপালো সারা দেশ, নরসিংদী-ঢাকা কাঁপলো জোরে বেশ! ভয়ংকর রূপে সেজেছিল এবারে...
21/11/2025

#ভূমিকম্প
✍️✍️ফাতেমা আক্তার শ্যামলী

ভূমিকম্পে কাঁপালো সারা দেশ,
নরসিংদী-ঢাকা কাঁপলো জোরে বেশ!

ভয়ংকর রূপে সেজেছিল এবারের ভূমিকম্প,
মানুষ বলছে ভয়ংকর অনুভূতি আর আতঙ্ক!!

শুক্রবারের সকাল বেলা ভূমিকম্প আসে,
শুক্রবারে ভূমিকম্পে কেয়ামত
আর পৃথিবী যাবে ধ্বসে।

কেউ দাড়িয়ে কেউ বসে কেউবা চলাচলে,
হটাৎ ভয়ানক কাঁপুনি ছুটাছুটি করলো সকলে।

ভূমিকম্প!
মাটির গভীরে তুমি কোথায়
লুকিয়ে থাকো,
তোমার এক কাঁপুনিতে মানুষ এখনো
কাঁপছে তুমি দেখো!!

মাটি ফেটে চৌচির ইট-পাথরের দালান
ভেঙে গুড়ো,
ভূমিকম্পে ক্ষতি-ক্ষতি আবার প্রাণ
ও গেলো কারো কারো।

কেউ বলছে প্রথম দেখলাম ভূমিকম্প এমন,
কেউ বলছে এখনো থামছে না হৃদয়ের কাপন।

ক্ষতি হয়েছে এই নরসিংদী আর ঢাকায় কিছু কিছু,
ভয়-ভীতি এখনো ঘুরছে মানুষের পিছু পিছু।।

ভূমিকম্প জানিয়ে দিলো আল্লাহ আছে এক,
মানুষ তুমি কেনো চলছো পথে আরেক!!

৩০ সেকেন্ডের কাঁপুনিতে যদি তুমি
এতো ভয় পাও,
তবে জগতটাকে নিজের করতে এতো
কেনো লাফাও!!

ভূমিকম্প আল্লাহর হুকুম-
তিনিই তো থামিয়ে দিলেন,
তিনি রহমান তিনি তো মহান।

দুনিয়াটা ক্ষণস্থায়ী সবাই যদি জানো,
তবে দুনিয়ার লোভ ছাড়না তুমি কেনো!!

সময় থাকতে আল্লাহ কে চেনো,
আল্লাহ চাইলে সব হয় মনে-প্রাণে মানো।

 ্পনের_সুযোগ ✍️✍️মোঃ আহমাদুল হক দুলে ওঠে বাড়ি ঘর রাস্তায় ধরে চির,ভূ-কম্পনে দেশ নড়েরাস্তায় লোকে ভীড়।বাড়ির ছাদ ফেটে ...
21/11/2025

্পনের_সুযোগ
✍️✍️মোঃ আহমাদুল হক

দুলে ওঠে বাড়ি ঘর
রাস্তায় ধরে চির,
ভূ-কম্পনে দেশ নড়ে
রাস্তায় লোকে ভীড়।

বাড়ির ছাদ ফেটে যায়
তলার বাড়ি পড়ে,
চমকে ওঠে হৃদয় মন
অন্তরে ভয় ধরে।

শুক্রবার সকাল বেলা
দেশ নড়বড় করে,
আহত হয় জখম হয়
আজ অনেকে মরে।

কম্পন থেকে শিক্ষা নিয়ে
এসো দ্বীনের পথে,
এই রকম কোন শুক্রবারে।
দুনিয়া যাবে ধ্বসে।

ধ্বংস আসার আগে ভাগে
তওবা করো সবে,
আজ কম্পনে সুযোগ দিলো
মহান প্রভু রবে।

(আজ ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৬ জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।)

17/11/2025

#ফাঁসির_কাষ্ঠে
✍️✍️মোঃ আহমাদুল হক

মামলার রায়ে মাথা লুটিয়ে
সিজদা রবের চরণে,
চোখের কোণায় খুশির বারি
প্রশংসা রবের স্মরণে।

খুনি রাণী বিষ নাগিনী
ছোবলে খেয়েছে দেশ,
আজকে রাণীর ফাঁসি শুনে
সারা দেশ বলে বেশ বেশ।
আহ্ বেশ বেশ বেশ!

নিরাপরাধ সৎ নেতাদের
ফাঁসিতে ঝুলিয়ে মারে,
ছাত্র-জনতা আয়না ঘরে
নৃশংস হত্যা সারে।

ফাঁসির কাষ্ঠে আত্ম চিৎকার
আল্লাহর আরশ কাঁপে,
বুঝে নি খুনি ডায়নি বুড়ি
বাপকে ছাড়ে না পাপে।

দেশ প্রেমিক নেতারা সেদিন
দৃঢ়তার সাথে বলে,
"এই আদালত ঠিক একদিন
দড়ি দিবে বুড়ির গলে।"

আজ এসেছে খুশির সেদিন
ইতিহাস স্বাক্ষী হলো,
আল্লাহ ছাড় দেন
কিন্তু ছাড়েন না
একেবারেই ষোলো।

ফাঁসির মঞ্চে ঝুলবে বুড়ি
দেশের মঞ্চে ছাত্র-জনতা,
ধলো মেঘে আকাশ ভরবে
দূর হবে কালো মেঘ আর
রাজনীতির দৈন্যতা।

13/11/2025
10/11/2025

#বরফের_মতো_গলে
✍️✍️মোঃ আহমাদুল হক

পাড়ার পাড়ায় খুন
বড় দলের ধুম,
নিজ ভাইকে মারে
নেতা লণ্ডনে ঘুম।

বরফ গলার মতো
ভোটার সরে যায়,
বড় থেকে ছোট
চেয়ে চেয়ে চায়!

খুনির হা হা হাসি
বড় দলের ফাঁসি,
এই কয়টা দিনে
তালিকা রাশি রাশি।

সবুর কর ভাই
দাদি আর দাদা,
দেখ চোখ খুলে
ঘরে ঘরে চাঁদা।

চাঁদার ফাঁদে পড়ে
ভোটার কেঁদে মরে,
বড় দল থেকে
ভোটার যায় সরে।

জমি দখল করে
পাটি-ব্যবসা করে,
গ্রুপে গ্রুপে লড়ে
নিজে নিজেরা মরে।

বালু চর মহল
সব স্ট্যাণ্ড দখল,
ভোটার মনে ভয়
মন মাঝে ধকল।

সব খানেতে হার,
ধরে তোরা ছাড়!
দেশে কু'কাম করে
পেতে চায় পার।

নেতার মুখে মুখে
হাসুর ছেলে কোকো,
বিজয় চায় ওরা
ধান শীষই নোকো !

দেশটা নিয়ে খেলে
গণভোটেই না,
২৪ জুলাই নিয়ে
খেলা জমে না।

বড় এখন ছোট
বরফ যায় গলে,
কাজে কামে নাই
মুখে বাহাস চলে।

আর ক'দিন থাম
ভোট আসুক আগে,
বড় দলই জিরো
চুল ছিড়বে রাগে।

10/11/2025


✍️✍️মোঃ আহমাদুল হক

No hanky panky.
যারা করে Hanky panky.
তারাই হলো Monkey.

রাজনীতি করো স্বচ্ছতার সাথে,
ধোঁকাবাজি, গোপনফন্দি ছাড়
রাজনীতি নয় আঁধার রাতে।

“No hanky panky”
যারা করে Hanky panky
তারাই হলো Donkey.

আচরণ হবে ভদ্রতার সাথে,
অশোভন আচরণ নয়
চালবাজি নয় কালো রাতে।

"No hanky panky!”
যারা করে Hanky panky.
তারাই হলো Husky.

বন্ধুত্ব হবে ভালোর সাথে,
অশোভন সম্পর্ক নয়
সম্পর্ক নয় কালো রাতে।

"No hanky panky!"
যারা করে Hanky panky.
তারা হলো Apkey.

সোজা পথে চলার সাথে,
ছলচাতুরি কোনভাবে নয়
কাপুরুষতা নয় কালো রাতে ।

🫏 Donkey ডংকি গাধা।
🐒 Monkey মানকি বানর।
🦍 Apkey অ্যাপকী কাল্পনিকভাবে “ape”-এর মতো প্রাণী বোঝায়।
🐕 Huskey (Husky) হাসকি একধরনের কুকুর, ঠান্ডা দেশে স্লেজ টানে।

 #কুরআন_পড় (ইসলামী গান; ছন্দমাত্রা ৮/৬)✍️✍️✍️মোঃ আহমাদুল হক কুরআন পড় দিনে-রাতে হৃদয় উজাড় করে, মনের যত কালিমা আছে ছুড়ে ফ...
05/11/2025

#কুরআন_পড় (ইসলামী গান; ছন্দমাত্রা ৮/৬)
✍️✍️✍️মোঃ আহমাদুল হক

কুরআন পড় দিনে-রাতে
হৃদয় উজাড় করে,
মনের যত কালিমা আছে
ছুড়ে ফেলো দূরে।

কুরআন পড় বুঝে বুঝে
তারতীল সে সুরে।
পড়ার মতো পড়লে তোমার
হৃদয় যাবে জুড়ে।

যার কলবে কুরআন নাই
বিরান ঘরের মতো,
চামচিকা আর মাকড়সারা
বাসা বাঁধেই শত।
ভিতর থেকে নোংরা জিনিস
ছুড়ে ফেলো দূরে।

কুরআন হলো নূর ছটা
আঁধার পথের দিশা,
আল্লাহর সাথে প্রেম-প্রীতি
রঙিন মনের নিশা।
কুরআনের সাথে হৃদয় মন
রাখতে হবে জুড়ে।

Address

Dhaka
1000

Telephone

+8801725388256

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবি আর কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবি আর কবিতা:

Share