26/11/2025
#বাউল
✍️✍️ ফাতেমা আক্তার শ্যামলী
ওরা নাকি বাউল,
ওরা আসলেই ফাউল।
নাস্তিক-রক্তচোষা ওরা,
মল-মূত্র আর হারামের পাগল তারা।
ওরা মদ-নারী পাগল বাউল,
ওরা আসলেই ফাউল।
ওরা আল্লাহর বিরুদ্ধে করে যাত্রাপালা,
সবাই বলেন নাউজুবিল্লাহ,
প্রতিদিন ওরা আল্লাহর সাথে করে শিরক,
ওদের জন্য অপেক্ষমাণ যন্ত্রণাময় নরক।
ওরা ফেরাউন কেও হার মানালো,
ওরা নমরুদ কেও চরম ভাবে হারালো।
ওরা বিবাহ ছাড়া নারী-পুরুষ করে
মেলামেশা,
এটাই তাদের নাকি দর্শন এটাই
তাদের নেশা।
ওদের খোদা , কৃষ্ণ-কালী,
ওরা আল্লাহকে দেয় চরম খারাপ গালি।
মোসলমানের শত্রু ওরা-
বন্ধু ওদের ইবলিশ,
ওদের কথায় কেঁপে ওঠে
আল্লাহর আরশ।
ওদের ধরে ফাঁসিতে ঝুলাও যতখন
না মরেএএ,
তখন ঐ মুখে বলবে ওরা আল্লাহ
আছে রেএএ!!
ওরা অপরিচ্ছন্ন,চরম বিকৃত, অজ্ঞ, নেশাগ্রস্ত,
ওরা সমাজে ভন্ডামী, নষ্টামি করে অভ্যস্ত।।
ওরা দেহতত্ত্বের উপর ভিত্তি করেই
করে গান,
দোতারা, একতারা, খমক, ঢোলই
তাদের প্রাণ।
মাজার পূজারী ওরা-মাজারেই করে গান,
মাজারই যেনো তাদের কাবার স্থান।
ওরা বিচরণ করে শহর-পল্লী দেশের
সব খানে,
ওরা গান গেয়ে ভিক্ষা করে এখানে
সেখানে।
ওরা আল্লাহকে গালি দিয়ে দেয় চরম হাসি,
ওদের পক্ষে যারা কথা বলবে তাদের ও হবে ফাঁসি।