mediakhabor.com

mediakhabor.com know culture and heritage of Bangladesh. entertainment page know media and entertainment news based on culture and heritage of Bangladesh.

bangla media and entertainment news through mediakhabor

19/12/2024

পৃথিবী সবুজ হোক, আসুন পলিথিনের ব্যবহার কমিয়ে আনি।।

30/10/2024

নারী সাফ ফাইনাল: নেপালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

14/10/2024

কাল মঙ্গলবার চালু হচ্ছে মিরপুর ১০ মেট্রোরেল স্টেশন

07/10/2024

অবশেষে খুলছে শিল্পকলা একাডেমি

১১ অক্টোবর থেকে উন্মুক্ত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ।

৩ দিন পর স্বল্প পরিসরে খুলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল ও ২ টি মহড়া কক্ষ। ০৭ অক্টোবর ২০২৪, সকাল ১০.০০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল এবং ১ ও ২নং কক্ষ নাটক ও মহড়ার জন্য আগামী ১১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে সীমিত পরিসরে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। হল ও মহড়া কক্ষ বরাদ্দের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার পাশাপাশি বিরাজমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যুথ্যানের পর বাংলাদেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার বিভিন্ন কক্ষে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সেনাসদস্যরা অবস্থান করছেন। ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময় থেকে জাতীয় নাট্যশালার ৩টি মিলনায়তন, ৬টি মহড়া কক্ষ, সেমিনার কক্ষ, আর্কাইভ কক্ষ সাংস্কৃতিক সংগঠনের অনুকূলে বরাদ্দ প্রদান করা সম্ভব হয়নি। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতির সাথে সাথে সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের চাহিদার প্রেক্ষিতে স্বল্প পরিসরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন ও ২ টি মহড়া কক্ষ নাটক মঞ্চায়ন ও মহড়ার জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় যেসব নির্দেশনা অনুসরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে:- জাতীয় নাট্যশালার মূল হল, নাটক মঞ্চায়নের জন্য নির্ধারিত নাট্যদলকে ১শিফটে একটি প্রদর্শনী করার জন্য বরাদ্দ দেয়া হবে। মিলনায়তন বরাদ্দ চূড়ান্ত করার সময় বরাদ্দপ্রাপ্ত দলকে অবশ্যই তাদের উপস্থিত সদস্যবৃন্দের তালিকা সংগঠনের প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দপ্তর কক্ষে জমা প্রদান করতে হবে। উক্ত তালিকা মিলনায়তন ব্যবহারের নির্ধারিত দিনে সকল গেটে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য সরবরাহ করা হবে। জাতীয় নাট্যশালার মূল গেটে দর্শক প্রবেশের জন্য নাটক প্রদর্শনীর ২ ঘন্টা পূর্বে খুলে দেয়া হবে। হল বরাদ্দ ব্যতিত জাতীয় নাট্যশালার মূল গেট খোলা হবে না।

জাতীয় নাট্যশালার মূল হলে যেসব সংগঠন/দল নাটক মঞ্চায়ন করবে, ২ টি মহড়া কক্ষ অগ্রাধিকার ভিত্তিতে তাদের বরাদ্দ দেয়া হবে। মিলনায়তন ব্যবহারকারী নাট্যদল মহড়া কক্ষ ব্যবহার করতে না চাইলে, অন্যকোন দলকে কেবল নাটকের মহড়ার জন্য বরাদ্দ দেয়া হবে। সেক্ষেত্রে বরাদ্দ প্রাপ্ত দলকে অবশ্যই সদস্যবৃন্দের তালিকা সংগঠনের নিজস্ব প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দপ্তর কক্ষে প্রদান করতে হবে।
মূল গেট দিয়ে কেবল বরাদ্দপ্রাপ্ত সংগঠনের সদস্য, মহড়াকক্ষ ব্যবহারকারী সংগঠনের সদস্য, শিল্পকলা একাডেমির স্টাফ, সেনাসদস্য এবং টিকেট/আমন্ত্রণপত্র প্রদর্শনী সাপেক্ষে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। সাংবাদিকগণ অফিস পরিচয়পত্র প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। জাতীয় নাট্যশালার মূল হল ও মহড়া কক্ষ ব্যবহারকারী নাট্যকর্মী, সাংবাদিক ও টিকেট/আমন্ত্রণপত্রধারী দর্শনার্থীদের যানবাহন নির্ধারিত সময়ের জন্য নাট্যশালার নিচতলার পার্কিং ব্যতিত অন্য কোথাও পার্কিং করা যাবে না।

জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল ব্যবহারের জন্য নাট্যসংগঠনগুলো অনলাইনে আবেদন করতে পারবেন।

04/10/2024

বাজার করার জন্য চট অথবা কাপড়ের ব্যাগ ব্যাবহার করার অভ্যাস গড়ে তুলুন। পুরোনো কাপড় দিয়ে সহজেই ব্যাগ তৈরি করা সম্ভব।।
পলিথিনকে না বলুন।।

01/10/2024

দেশের সব সুপারশপে আজ থেকে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করার কথা।

অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী যাচ্ছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল সঙ্গে নেই, রাতে খোঁজ চালানোর জন্য লাইট বা ...
26/08/2024

অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী যাচ্ছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল সঙ্গে নেই, রাতে খোঁজ চালানোর জন্য লাইট বা কোন প্রকার বাতি আনেননি, মোবাইল চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাংক আনেনি, নিজেরা খেয়ে বেঁচে থাকার মত পর্যাপ্ত পরিমাণ খাবার সাথে রাখেননি, কেমনে কি হবে বলেন? যেখানে কোথাও কোন দোকানপাট খোলা নেই, ফেনীতে ঢোকার পর মোবাইলে নেটওয়ার্কও থাকছে না, উদ্ধার করতে এসে এমন পরিস্থিতিতে পড়বেন যে আপনাদেরই উদ্ধারে টিম পাঠাতে হবে। প্লীজ সবাই প্রয়োজনীয় পানি, খাবার, লাইট, ডিজেল বা তেল, পাওয়ার ব্যাংক এগুলো সাথে রাখুন। আর নিজেদের সক্ষমতা বুঝে দূরের গ্রামগুলোতে যান। যাওয়ার আগে বোটের ডিজেল চেক করুন। স্থানীয় লোক সঙ্গে রাখুন। পরে কোন দিকে ঢুকবেন আর কোনদিক দিয়ে বের হবেন কিছুই বুঝতে পারবেন না। ফেরত আসার সময় শহরের দিকে আসছেন নাকি সমুদ্রের দিকে যাচ্ছেন কিছুই বুঝবেন না। দয়া করে সবাই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে উদ্ধার অভিযানে যান।

25/08/2024

৩৭ দিন পর মেট্রোরেল চালু, নাশকতা ঠেকাতে উদ্যোগ নেবে সরকার

22/08/2024

স্পিডবোট ম্যানেজ হয়েছে। প্রতি বারে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম স্পিডবোটটি চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান! সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ), 01875810789 (সাজ্জাদ)
ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ: মেজর সানজিদ 01769331213

20/08/2024

বাংলাদেশ
পুলিশের গুলিতে প্রাণ হা রান পুলিশ কর্মকর্তার ছেলে। ----একজনকে মা রতে কতগুলো গু লি লাগে, স্যার?’

18/08/2024

এত শিশু–কিশোরকে কেন গু লিতে ম রতে হলো। যে মা-বাবার কোল থেকে সন্তান চলে গেছে, শুধু তাঁরাই বুঝতে পারবেন এ কষ্ট।’ শিশুদের ও পরিবারের স্বপ্নটা আর কোনো দিন পূরণ হবে না। হায় আমার দেশ তবু স্বপ্ন দেখে যাই একটি বৈষম্যহীন জনপদের!!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when mediakhabor.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to mediakhabor.com:

Share