আমরা আর্জেন্টিনার সাপোর্টার।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আমরা আর্জেন্টিনার সাপোর্টার।

আমরা আর্জেন্টিনার সাপোর্টার। => পারিবারিক শিক্ষাই... সারাজীবন পথ চলার আদর্শ 💝 পুঁথিগত বিদ্যা শুধুই কর্মের দীক্ষা

Santino Barbi 🇦🇷🧲বয়স: ২০ বছরউচ্চতা: ৬ ফিট ৩ ইঞ্চিবর্তমান ক্লাব: Talleres de Córdoba Reserve 🇦🇷চলমান অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ...
17/10/2025

Santino Barbi 🇦🇷🧲
বয়স: ২০ বছর
উচ্চতা: ৬ ফিট ৩ ইঞ্চি
বর্তমান ক্লাব: Talleres de Córdoba Reserve 🇦🇷

চলমান অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে ৪ টিতে ক্লিন শিট — টুর্নামেন্টের সেরা গোলকিপার হওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট।
আজকের ম্যাচেও তার একাধিক গুরুত্বপূর্ণ সেইভ আর অসাধারণ হাই-ক্লেইম ছিল চোখে পড়ার মতো।

২০১৮ বিশ্বকাপে গোলকিপিং দুর্বলতার কারণেই আর্জেন্টিনা সরাসরি টুর্নামেন্ট থেকে বিদায় নেয় — সেই শিক্ষা আমাদের ভুলে গেলে চলবে না।

আমাদের পাইপলাইনে ফরোয়ার্ড, মিডফিল্ডার, ডিফেন্ডার আছে — কিন্তু গোলকিপার এখনো বিরল।
বারবির পারফরম্যান্স দেখলে মনে হয়, ভবিষ্যতের জন্য তাকে সিরিয়াসলি বিবেচনায় নেওয়া উচিত।

এমন প্রতিভাকে অবহেলা করা মানে ভবিষ্যতের এক স্তম্ভ হারানো।
প্রোপার যত্ন, নিয়মিত সুযোগ, ও সিনিয়রদের পাশে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া জরুরি।

ব্যক্তিগতভাবে আমার মত —
বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলে এমিলিয়ানো মার্টিনেজ ফার্স্ট চয়েস এবং জেরোনিমো রুল্লি সেকেন্ড চয়েস থাকলেই যথেষ্ট।
থার্ড চয়েস হিসেবে ওয়াল্টন বেনিতেজকে বাদ দিয়ে সান্তিনো বারবিকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হোক।

আমার বিশ্বাস — খুব শিগগিরই এই তরুণ প্রতিভা আর্জেন্টিনার জার্সিতে আলো ছড়াবে। 💪

🆕⚽ ২০২৬ বিশ্বকাপের আগে ফিফার নতুন র‍্যাঙ্কিং আপডেট! 🌍অক্টোবরের অফিসিয়াল র‍্যাঙ্কিং আসছে ২৩ অক্টোবর ২০২৫,তবে এর আগেই পরিব...
17/10/2025

🆕⚽ ২০২৬ বিশ্বকাপের আগে ফিফার নতুন র‍্যাঙ্কিং আপডেট! 🌍

অক্টোবরের অফিসিয়াল র‍্যাঙ্কিং আসছে ২৩ অক্টোবর ২০২৫,
তবে এর আগেই পরিবর্তনের ইঙ্গিত দেখা গেছে 👀

📈 যারা উপরে উঠেছে:
🇩🇪 জার্মানি +২
🇦🇷 আর্জেন্টিনা +১
🇳🇱 নেদারল্যান্ডস +১
🇮🇹 ইতালি +১

📉 যারা নিচে নেমেছে:
🇭🇷 ক্রোয়েশিয়া -২
🇫🇷 ফ্রান্স -১
🇧🇷 ব্রাজিল -১
🇲🇦 মরক্কো -১

🇦🇷 প্রিয় দল আর্জেন্টিনা আবারও উপরে উঠছে 💪
অক্টোবরে অফিসিয়াল আপডেট এলে সম্ভবত দ্বিতীয় স্থানে চলে আসবে! 💙🤍

ইকার ক্যাসিয়াস🗣:“২০১৯ সালে আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন এক অচেনা নাম্বার থেকে ফো...
16/10/2025

ইকার ক্যাসিয়াস🗣:
“২০১৯ সালে আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন এক অচেনা নাম্বার থেকে ফোন এলো। ধরতেই ওপাশে মেসি। সে বললো, ‘হেই ইকার, তোমার নাম্বারটা আমার কাছে ছিল না, পিকে'র থেকে নিয়েছি। আশা করি তুমি দ্রুত সেরে উঠবে। আমি তোমার জন্য ফুল পাঠিয়েছি, আশা করি ভালো লাগবে।’
আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। তার এমন বিনয়ী আচরণ আমার কল্পনাতেও ছিল না। আমরা কখনো ঘনিষ্ঠ ছিলাম না, তবুও সে নিজে ফোন করে খবর নিয়েছিলো।”

"হোসে লোপেজ" গতকাল আর্জেন্টিনার হয়ে সকাল ৬টার দিকে অভিষেক হয়েছিল এবং আর্জেন্টিনার হয়ে ৬১ মিনিট খেলেছিল, সাথে ১টা অ্যাসিস...
16/10/2025

"হোসে লোপেজ" গতকাল আর্জেন্টিনার হয়ে সকাল ৬টার দিকে অভিষেক হয়েছিল এবং আর্জেন্টিনার হয়ে ৬১ মিনিট খেলেছিল, সাথে ১টা অ্যাসিস্টও করেছে।

এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই মিয়ামি থেকে চলে যায় ব্রাজিলে, যেখানে তার ক্লাব পালমেইরাসের ম্যাচ শুরু হয় ভোর ৪টায়।
মানে ২২ ঘণ্টার মধ্যে আবার ম্যাচ, এবং সেই ম্যাচে আজকে ৭৮ মিনিটে বদলি হয়ে নেমে ৮৪ মিনিটে গোল করে। মাত্র ১২ মিনিট খেলেছিল।

ছেলেটা আস্তে আস্তে সবার মনে জায়গা করে নিচ্ছে। 😍💎🇦🇷

🗣️মাতিয়াস সৌলে: “ইতালীয়ান ফুটবল ফেডারেশন আমার সাথে দুবার যোগাযোগ করেছে, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞত এবং ধন্যবাদ জানাই...
16/10/2025

🗣️মাতিয়াস সৌলে: “ইতালীয়ান ফুটবল ফেডারেশন আমার সাথে দুবার যোগাযোগ করেছে, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞত এবং ধন্যবাদ জানাই ..!! 🇮🇹💙

কিন্তু আমি আর্জেন্টিনার হয়ে খেলতে চাই”।“আমি আর্জেন্টিনা দলের অংশ হওয়ার জন্য কাজ করে যাচ্ছি এবং লড়াই করে যাচ্ছি”। আমি বুঝতে পারি এটা সহজ নয় কারণ এখানে অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে, কিন্তু এটাই আমার লক্ষ্য।"🇦🇷😍👏

=>  আর্জেন্টিনা অনূর্ধ্ব২০ এর গোলকিপার সান্তিনো ভারবি... আজকে অনবদ্য ৪ টি সেইভ সহ পুরো টুর্ণামেন্ট জুড়ে আগুন পারর্ফমেন্স...
16/10/2025

=> আর্জেন্টিনা অনূর্ধ্ব২০ এর গোলকিপার সান্তিনো ভারবি... আজকে অনবদ্য ৪ টি সেইভ সহ পুরো টুর্ণামেন্ট জুড়ে আগুন পারর্ফমেন্স দিয়েছেন তিনি !!

=> রাউন্ড অব সিক্সটিন কোয়াটার ফাইনালের পর এবার সেমিফাইনালে ও রাখলেন ক্লিনশিট এবং টুর্ণামেন্ট এ সবচেয়ে বেশি ৪ টি ক্লিনশিট রেখে গোল্ডেন গ্লাভস এর যোগ্য দাবিদার এই আর্জেন্টাইন গোলকিপার !!

=> ফ্রাঙ্কো মাস্তানতুওনো ২০২৫ সালের গোল্ডেন বয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
16/10/2025

=> ফ্রাঙ্কো মাস্তানতুওনো ২০২৫ সালের গোল্ডেন বয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

🚨🌎 আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল সেট  ! 🏆--------------- 🇦🇷 আর্জেন্টিনা 🆚 মরক্কো 🇲🇦  --------------------🗓 ২...
16/10/2025

🚨🌎 আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল সেট ! 🏆

--------------- 🇦🇷 আর্জেন্টিনা 🆚 মরক্কো 🇲🇦 --------------------

🗓 ২০ অক্টোবর বাংলাদেশ সময় সোমবার ভোর ৫:০০
টায়...🥰🥰🥰

কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ১৮ বছর পর অনুর্দ্ধ-২০ বিশ্বকাপের ফাইনালে উঠলো সর্বাধিক বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাতেও সি...
16/10/2025

কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ১৮ বছর পর অনুর্দ্ধ-২০ বিশ্বকাপের ফাইনালে উঠলো সর্বাধিক বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাতেও সিলভেত্তির একমাত্র গোলে, গোলকিপার বার্বির অসাধারণ নৈপুণ্যে, ক্যাপ্টেন জুলিও সোলারের হার না মানা ডিফেন্ডিং আর কোচ ডিয়াগো প্লাসেন্তের মাস্টারক্লাসে আরো একটা ট্রফির দাড়প্রান্তে আর্জেন্টিনা ফুটবল।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when আমরা আর্জেন্টিনার সাপোর্টার। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা আর্জেন্টিনার সাপোর্টার।:

Share