আমরা আর্জেন্টিনার সাপোর্টার।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আমরা আর্জেন্টিনার সাপোর্টার।

আমরা আর্জেন্টিনার সাপোর্টার। => পারিবারিক শিক্ষাই... সারাজীবন পথ চলার আদর্শ 💝 পুঁথিগত বিদ্যা শুধুই কর্মের দীক্ষা

=> টটেনহ্যামের আর্জেন্টাইন “ওয়াল” এবং বর্তমান অধিনায়ক ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো ✍🏻 নতুন চুক্তিতে সই করেছেন, যা এখন বৈ...
24/08/2025

=> টটেনহ্যামের আর্জেন্টাইন “ওয়াল” এবং বর্তমান অধিনায়ক ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো ✍🏻 নতুন চুক্তিতে সই করেছেন, যা এখন বৈধ থাকবে জুন ২০২৯ পর্যন্ত! 🤍🇦🇷

কয়েক সপ্তাহের আলোচনার পর রোমেরো শেষমেশ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাটলেটিকো মাদ্রিদের আগ্রহ থাকলেও চুক্তি কখনোই অগ্রসর হয়নি..🥰🥰

এবার দুই মৌসুম বাড়িয়ে মোট ৫ বছরের জন্য চুক্তি সম্পন্ন হলো।

🔥 হিউজ বুস্ট ফর স্পার্স প্রজেক্ট & থমাস ফ্রাঙ্ক।
⚡ আর্জেন্টিনার ডিফেন্সিভ লিডার এখন লন্ডনে ভবিষ্যৎ গড়তে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, পিএসজির মতো বড় বড় ক্লাবে খেলে গেছেন। সবেশেষে রোজারিও সেন্ট্রা...
24/08/2025

বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, পিএসজির মতো বড় বড় ক্লাবে খেলে গেছেন। সবেশেষে রোজারিও সেন্ট্রালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আজ একটি ক্লাসিকে দুর্দান্ত গোল করেন, যা ছিল ফ্রি কিক থেকে।

অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্যারিয়ার হল তার জাঁকজমকপূর্ণ সিনেমা।

আর্জেন্টাইন লো সেলসোর একমাত্র গোলে জয় পেয়েছে বেটিস...সেই গোল উৎসর্গ করেছেন ইস্কোকে, যিনি ইঞ্জুরিএ কারণে স্কোয়াডের বাইরে ...
23/08/2025

আর্জেন্টাইন লো সেলসোর একমাত্র গোলে জয় পেয়েছে বেটিস...

সেই গোল উৎসর্গ করেছেন ইস্কোকে, যিনি ইঞ্জুরিএ কারণে স্কোয়াডের বাইরে আছেন...

ফুটবলের সৌন্দর্য তো এখানেই...🥰🥰🥰

🚨: ⌛ Here we go soon… Garnacho to Chelsea? 🇦🇷Another Argentine could join Stamford Bridge!🔥
23/08/2025

🚨: ⌛ Here we go soon… Garnacho to Chelsea? 🇦🇷
Another Argentine could join Stamford Bridge!🔥

=> ওয়েস্ট হামের বিপক্ষে গোল করে এই সিজনে নিজের গোলের খাতা খুললেন চেলসি ক্যাপ্টেন এঞ্জো ফার্নান্দেজ...🥰🇦🇷🥰
23/08/2025

=> ওয়েস্ট হামের বিপক্ষে গোল করে এই সিজনে নিজের গোলের খাতা খুললেন চেলসি ক্যাপ্টেন এঞ্জো ফার্নান্দেজ...🥰🇦🇷🥰

🔵 থমাস মুলার:মেসিই এই খেলার ইতিহাসের সেরা খেলোয়াড়। আমরা সবসময় মেসি আর ক্রিস্টিয়ানোকে নিয়ে আলোচনা করেছি, দুজনেই অসাধ...
22/08/2025

🔵 থমাস মুলার:

মেসিই এই খেলার ইতিহাসের সেরা খেলোয়াড়। আমরা সবসময় মেসি আর ক্রিস্টিয়ানোকে নিয়ে আলোচনা করেছি, দুজনেই অসাধারণ, তবে মেসি একটু বেশি মার্জিত।

আমার পেশাদার ক্যারিয়ারের প্রথম দশ বছরে যদি বিতর্ক উঠত, আমি ক্রিস্টিয়ানোকে বেছে নিতাম। কিন্তু মেসির বিশ্বকাপ জয়ের পর থেকে আমি ওকেই বেছে নিচ্ছি।

এবং যেহেতু আমি বড় হয়েছি আর কিছুটা রোমান্টিকও হয়েছি, এখন আমি পারফরম্যান্স আর ওয়ার্ক এথিক্সের চেয়ে বেশি গুরুত্ব দিই স্টাইল আর সৌন্দর্যকে।

🐐💙

🚨বিশ্বকাপে নিজেকে হারিয়ে খুঁজে বেড়ানো তিনি ফিরলেন ল্যাতিন আমেরিকান শ্রেষ্ঠত্ব নিয়ে 💝🇦🇷🔥🎂 শুভ জন্মদিন গোল মেশিন লাউতারো 😊...
22/08/2025

🚨বিশ্বকাপে নিজেকে হারিয়ে খুঁজে বেড়ানো তিনি ফিরলেন ল্যাতিন আমেরিকান শ্রেষ্ঠত্ব নিয়ে 💝🇦🇷🔥

🎂 শুভ জন্মদিন গোল মেশিন লাউতারো 😊🎂

🚨 BREAKING: Atlético Madrid are negotiating for Nico González. Talks progressed last week but the deal depends on a play...
21/08/2025

🚨 BREAKING: Atlético Madrid are negotiating for Nico González. Talks progressed last week but the deal depends on a player sale. No agreement in place yet.⌛

✨ ডি পল ম্যাচ শেষে মেসিকে নিয়ে বললেন 🗣️"মেসি আজ মাঠে ছিল না, কিন্তু সে সবসময় আমাদের পাশে থাকে। 💙 সে আমাদের অধিনায়ক।আমরা ...
21/08/2025

✨ ডি পল ম্যাচ শেষে মেসিকে নিয়ে বললেন 🗣️

"মেসি আজ মাঠে ছিল না, কিন্তু সে সবসময় আমাদের পাশে থাকে। 💙 সে আমাদের অধিনায়ক।
আমরা সেমিফাইনালে পৌঁছেছি, আমি খুব আশা করি সে খেলবে। 🙏
আমি চাই ক্লাব পর্যায়ে তার সঙ্গেই আমার প্রথম শিরোপা জিততে। 🏆🇦🇷"

🔥 সত্যিকারের ভালোবাসা ও সম্মান! ❤️👑

🟡🎙️লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল, ফাইনালিসিমা ২০২৬?নিয়ে স্পেনের কোচ (লুইস দে লা ফুয়েন্তে) বলেন: “আমরা ভাগ্যবান হব যদি এক...
20/08/2025

🟡🎙️লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল, ফাইনালিসিমা ২০২৬?নিয়ে স্পেনের কোচ (লুইস দে লা ফুয়েন্তে) বলেন: “আমরা ভাগ্যবান হব যদি একসঙ্গে দুই কিংবদন্তিকে দেখতে পাই একজন ভবিষ্যতের তারকা, আরেকজন বিদায়ের পথে। তবে মেসির সামনে এখনও অনেক কিছু বাকি আছে।”

তিনি আরও বলেন, আমরা যখন অভিজ্ঞ খেলোয়াড় ছিলাম, তখন প্রায়ই বলতাম আমরা ফুটবলকে ছেড়ে দিই না, বরং ফুটবলই আমাদের ছেড়ে দেয়, যখন আমরা আর আগের মতো কিছু দিতে পারি না।

কিন্তু মেসির ক্ষেত্রে বিষয়টা আলাদা। তিনি ফুটবল ছাড়বেন কেবল তখনই, যখন নিজে সেই সিদ্ধান্ত নেবেন। এই মানের খেলোয়াড়দের, এমন এক অসাধারণ ক্যারিয়ার, তাদের অবসর নেওয়ার দিনটা তারাই ঠিক করে; ফুটবল কখনোই তাদের মতো কিংবদন্তিদের পরিত্যাগ করে না।"🐐❤️

ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্কো  মাস্তানতুওনো উদ্দেশ্য বলেন—“ছেলেটা অনেক ভালো করেছে। প্রথম ম্যাচেই এমন আত্মবিশ্বাস ...
20/08/2025

ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্কো মাস্তানতুওনো উদ্দেশ্য বলেন—

“ছেলেটা অনেক ভালো করেছে। প্রথম ম্যাচেই এমন আত্মবিশ্বাস দেখে সত্যি আমি অবাক হয়েছি।”🤯❤️‍🔥🔥

🔴🎙️প্রশ্ন: আপনার ভবিষ্যৎ কি মেসির ভবিষ্যতের উপর নির্ভর করছে?🗣️এমন প্রশ্নের উত্তরে (লুইস সুয়ারেজ) বলেন: “আমি বলতে পারি, ...
20/08/2025

🔴🎙️প্রশ্ন: আপনার ভবিষ্যৎ কি মেসির ভবিষ্যতের উপর নির্ভর করছে?

🗣️এমন প্রশ্নের উত্তরে (লুইস সুয়ারেজ) বলেন: “আমি বলতে পারি, আমি মেসির সঙ্গেই অবসর নিতে চাই। বহু বছর ধরে আমরা একসাথে অবসর নেওয়ার কথা আলোচনা করছি, এবং হয়তো সেই সুযোগও আমাদের সামনে আসতে পারে।

তবে বিষয়টি তার চুক্তি নবায়ন এবং আমার চুক্তির উপর নির্ভর করছে। আমরা দুজনেই বড় হয়েছি এবং নিজেদের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেব। এখনও আমি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি।”💫💞

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when আমরা আর্জেন্টিনার সাপোর্টার। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা আর্জেন্টিনার সাপোর্টার।:

Share