
24/08/2025
=> টটেনহ্যামের আর্জেন্টাইন “ওয়াল” এবং বর্তমান অধিনায়ক ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো ✍🏻 নতুন চুক্তিতে সই করেছেন, যা এখন বৈধ থাকবে জুন ২০২৯ পর্যন্ত! 🤍🇦🇷
কয়েক সপ্তাহের আলোচনার পর রোমেরো শেষমেশ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাটলেটিকো মাদ্রিদের আগ্রহ থাকলেও চুক্তি কখনোই অগ্রসর হয়নি..🥰🥰
এবার দুই মৌসুম বাড়িয়ে মোট ৫ বছরের জন্য চুক্তি সম্পন্ন হলো।
🔥 হিউজ বুস্ট ফর স্পার্স প্রজেক্ট & থমাস ফ্রাঙ্ক।
⚡ আর্জেন্টিনার ডিফেন্সিভ লিডার এখন লন্ডনে ভবিষ্যৎ গড়তে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।