With Mr. Biswas

With Mr. Biswas Follow this page to see all the funny videos.
(1)

আষিফ ষ্যার এর অক্লান্ত পরিশ্রম এর ফল।
24/02/2025

আষিফ ষ্যার এর অক্লান্ত পরিশ্রম এর ফল।

সাজেকে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা 🥲 যেখানে অবকাশ রিসোর্ট ও সাজেক ইকো ভ্যালি,মেঘছুট,টিজিবি, মনিং স্টার  ,মনটানা রেস্...
24/02/2025

সাজেকে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা 🥲

যেখানে অবকাশ রিসোর্ট ও সাজেক ইকো ভ্যালি,মেঘছুট,টিজিবি, মনিং স্টার ,মনটানা রেস্টুরেন্টে সহ আরও অনেক রিসোর্ট পুড়ে ছারখার হয়ে গেছে।

এই দুঃসময়ে আমাদের প্রার্থনা ও সমর্থন তাদের সঙ্গে রয়েছে। আশাকরি, দ্রুত এই দুর্ঘটনার ক্ষতি কাটিয়ে উঠতে তারা শক্তি পাবেন এবং সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে, ঈশ্বর সহায় হোন।

24/02/2025

অস্ত্রের বৈধতা দিয়া দেন...! ডাকাইতের কাছেও থাকলো, আমাগো কাছেও থাকলো..! ঠাস ঠুস কইরা ফুটাইলাম, উপদেষ্টায় শাড়ি পিন্দা দেখলো🙂

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ...
24/02/2025

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়। টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোতে থাকলে শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়।
ছবি: সাজ্জাদ নয়ন

23/02/2025

রাত তিনটার সময় যে সাংবাদিকরা প্রেস ব্রিফিংয়ে যাবেন, তারা ক্যামরা, ঘড়ি, মোবাইল, মানিব্যাগ, মাইক্রোফোন ইত্যাদি সাবধানে রাইখেন।

৩ দিনের মধ্যে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে নিরাপত্তা নিশ্চিত করবো নয়তো বা তারে পদত্যাগ করবে।দেশে সকলের শ্রেণীর প...
23/02/2025

৩ দিনের মধ্যে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে নিরাপত্তা নিশ্চিত করবো নয়তো বা তারে পদত্যাগ করবে।
দেশে সকলের শ্রেণীর পেশার নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলেন।

23/02/2025

আহা জীবন আমাদের 🥲
দেশের মানুষেরা নিরাপত্তা কোথায়?
এরা জবাব কার কাছে নিবেন। কিছু বলতে যাবেন আপনাকে ট্যাগ লাগিয়ে দিবে।
আমরা কি এমন দেশ চেয়েছিলাম 😥

23/02/2025

বর্তমানে বাংলাদেশে রাস্তাঘাটে চলাফেরা করতে নিজেকে কতটা সেফ মনে করেন।

নোবেল ম্যান কিছু করেন প্লিজ
16/02/2025

নোবেল ম্যান কিছু করেন প্লিজ

বড় ভাই তামিম ইকবাল খেলা শেষে ছোট ভাই নাহিদ রানাকে ফোন দিয়ে হয়তো এই কথাটাই বলবে!With Mr. Biswas
03/01/2025

বড় ভাই তামিম ইকবাল খেলা শেষে ছোট ভাই নাহিদ রানাকে ফোন দিয়ে হয়তো এই কথাটাই বলবে!
With Mr. Biswas

সরকার দল Claim করছে, BNP, জামাত-শিবির ছাত্রদের সাথে মিশে দেশে অরাজকতা সৃষ্টি করছে,ছাত্রদের উশকানি দিয়ে সরকারের Against এ...
31/07/2024

সরকার দল Claim করছে, BNP, জামাত-শিবির ছাত্রদের সাথে মিশে দেশে অরাজকতা সৃষ্টি করছে,ছাত্রদের উশকানি দিয়ে সরকারের Against এ দাড় করাচ্ছে।
যদি Temporary ১০০% কথাটা মেনে নিই তাহলে কিছু প্রশ্ন অবশ্যই আশে, সরকার কেন ছাত্রদের বন্ধু হতে পারল না? কেন তাদের উশকানি দেওয়ার সময় ছাত্রদের বুকে গুলি না করে বুকে টেনে নিল না?কোথায় বাধা প্রাপ্ত হচ্ছেন আপনারা?? রায় দেওয়ার পরও কেন ছাত্রদের বাসায়, রাস্তায় যত্রতত্র হয়রানি করছেন??? কেন বলতে পারছেন না, " আমার ছেলেদের দাবি মেনে নিলাম, তোমরা বাসায় ফিরে যাও, তোমাদের কেও হেনস্তা করবে না"। এইটুকু কাজ করতে কিসের বাধা??

ছাত্র এবং দেশের সকলে চাই ন্যায্য অধিকার, Fair Job Opportunities, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি হ্রাস, সঠিক আইন ব্যবস্তা,শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নতি এমন আরো কিছু Fair Development যা জনজীবনকে সহজ করবে, জীবন মান উন্নত করবে। Just এইটুকুই!
এইসবত একটা সরকার থেকে চাওয়া ছাড়াই পাওয়ার কথা!
এইসব ঠিক রাখলে জনগন এমনেই মাথায় তুলে রাখবে। বাধা কিসের এত।

বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান...
31/07/2024

বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর মৃ'ত্যু'তে শোক জানিয়েছে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ফাইভার।

Address

Dhaka

Telephone

+43152513

Website

Alerts

Be the first to know and let us send you an email when With Mr. Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to With Mr. Biswas:

Share

Category

History of Bhola district

ভোলা জেলার পূর্ব নাম শাহবাজপুর। জে। সি। জ্যাক তার "বাকেরগঞ্জ গেজেটিয়ার" ভাষায় বলেছিলেন যে দ্বীপটি 1২35 সালে তৈরি করতে শুরু করেছিল এবং 1300 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে চাষ শুরু হয়েছিল। 1500 সালে, পর্তুগীজ ও মুগ জলদস্যুরা এই দ্বীপে তাদের ভিত্তি স্থাপন করেছিল। আরাকান এবং মগ জলদস্যুরা শাহবাজপুরের দক্ষিণ অংশে তাদের ঘাঁটি স্থাপন করেছিল। শাহবাজপুর 18২২ সাল পর্যন্ত বাকেরগঞ্জ জেলার একটি অংশ ছিল। 19 শতকের শুরুতে মেঘনা নদী সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহজাদপুরকে সংযোগ করা কঠিন হয়ে পড়েছিল। এরপর সরকার নোয়াখালী জেলার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়ার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। ভোলাকে 1869 সাল পর্যন্ত নোয়াখালীতে অন্তর্ভুক্ত করা হয়। 1869 সালে এটি বরিশাল জেলায় একটি উপ-বিভাগের অন্তর্ভুক্ত ছিল। 1876 সালে প্রশাসনিক সদর দৌলতখান থেকে ভোলায় সরানো হয়। 1984 সালে এটি একটি জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। [3]

The previous name of Bhola district is Shahbajpur. J. C. Jack stated in his "Bakerganj Gazetier" that the island started creating in 1235 and cultivation in this area started in 1300. In 1500, Portuguese and Mog pirates established their bases in this island. The Arakan and Mog pirates established their bases in the southern part of Shahbajpur also. Shahbajpur was a part of Bakerganj district till 1822. At the beginning of 19th century, it became difficult to connect to the southern Shahjadpur from the district headquarter due to the expansion of Meghna River. Government then decided to include south Shahbajpur and Hatia in Noakhali District. Bhola was included in Noakhali till 1869. In 1869, it was included in Barisal District as a sub-division. In 1876, the administrative headquarter was moved from Daulatkhan to Bhola. In 1984, it was established as a district.[3]