12/11/2025
ভারতের বিজনেস ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
3. NID Card এর ফটোকপি।
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার MTE androcement মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
6. কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট।
7. ভারতের কোম্পানি থেকে ভিসার আমন্ত্রণ পত্র।
8. নিজ কোম্পানির প্যাডে ভিসার অনুরোধপত্র।
9. চাকরিজীবী হলে মাসিক বেতনের সনদপত্র ও এন.ও.সি।
10. আপডেট / হালনাগাদ / নবায়নকৃত ট্রেড লাইসেন্স।
11. নবায়নকৃত আয়কর সনদপত্র।।
12. ভ্যাট এর সনদপত্র।
13. নবায়নকৃত চেম্বার //অ্যাসোসিয়েশন এর সদস্যের সনদপত্র।।
14. নবায়নকৃত আমদানি ও রপ্তানি সনদপত্র।।
15. কোম্পানির মেমোরেনডাম।।
16. সর্বশেষ চার থেকে পাঁচটি এলসি কপি।।
17. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
18. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।