18/09/2025
্রিলিমিনারি : করণীয়/বর্জনীয়
-> আমাকে প্রিলি টিকতেই হবে। বিসিএস না হলে আমি শেষ!-এমন মানসিকতা থেকে বেড়িয়ে আসুন। অন্যান্য অনেকগুলো পরীক্ষার মত এটাকেও সাধারণ পরীক্ষা হিসেবে নিন৷ এখানে আপনার হারানোর কিছু নাই। পাওয়ার আগে অনেককিছু। মাথা ঠান্ডা রাখুন এবং সুস্থ থাকুন।
-> আমাদের আবেদনকৃত সব বিসিএসের এডমিট কার্ডগুলো একই ফাইলে থাকে। আজববৃহস্পতিবার রাতেই ৪৭তম বিসিএসের এডমিট কার্ডটি আলাদা করে রাখুন৷
->বাকি সময়টুকুতে সিরিয়াস হয়ে কিছু পড়ার দরকার নাই৷ প্রস্তুতি যেটুকু হওয়ার তা হয়েই আছে! গণিতের সূত্রসমূহ, ইংরেজি সাহিত্য দেখতে পারেন! শুক্রবার দু'ঘন্টা মাথা ঠান্ডা ও কার্যকরী রাখার জন্য পর্যাপ্ত ঘুমান। টেনশান ফ্রি থাকুন।
-> একটানা ৫/১০ টি প্রশ্ন না পারলেও ভেঙ্গে পড়বেন না। বাকি ১৯০টি আপনার জন্য অপেক্ষমান। ২০০ প্রশ্ন পড়ার টার্গেট রাখবেন!
->কার্ট মার্ক কত হতে পারে তা আপনি প্রশ্ন হাতে পেলেই আন্দাজ করতে পারবেন। প্রশ্নের মানের ওপর এটা ১০০+- কিংবা ১২০+- হতে পারে। কাজেই প্রশ্নের মান অনুযায়ী ভরাট করবেন!
->সে বিষয়ে আপনি স্ট্রং সেটা দিয়ে ভরাট শুরু করবেন। প্রশ্নের নাম্বার ও ওএমআর নাম্বার মিলিয়ে ভরাট করবেন। গণিত দিয়ে পরীক্ষা শুরু না করাই ভালো।
->পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়ার আগে বাব+মা, শ্বশুর+শাশুড়ী এমনকি কি প্রেমিক/প্রেমিকার দোয়া নিয়ে হলে যাবেন! আল্লাহর ওপর রিজিকের ভরসা ও বিশ্বাস রেখে শুরু করবেন। মনে রাখবেন, আপনি যা জানেন আর যা না জানেন+তাঁর চেয়েও ভাগ্যের ক্ষমতা বেশি।
->যেহেতু পিএসসি কঠোর সেহেতু আশপাশ থেকে সাহায্য নিতেও যাবেন না এবং সাহায্য করতেও যাবেন না। নিজে বাঁচলে বাপের নাম!
->পিএসসি ১৫০০০+- এর বেশি টিকাবে না। কাজেই আন্দাজে উত্তর দিবেন না। আপনার ভালো পরীক্ষাতেওও নেগেটিভ মার্কিং খারাপ ফলাফল এনে দিতে পারে!
->কলমের কথা বলে দেওয়ার বয়সে আপনারা নাই। তাও জেল পেন ব্যবহার করবেন না৷ বলপেন রাতে দাগাদাগি করো স্মুথ করে নিবেন।
পরীক্ষার এই শেষমুহূর্তে আর বেশি বাজে জিনিস পড়াবো না বলেই লেখা দীর্ঘ করছি না৷ যোগ্যদের জন্য দোয়া থাকলো৷ রিজিক যেখানে আছে সেখানে আপনি না চাইলেও টেনে নিয়ে যাবে। কাজেই মনোবল স্থির রাখুন।
নতুন যারা প্রিলি দিচ্ছেন তারা অতিরিক্ত চাপ নিচ্ছেন-বুঝতে পারি৷ যেহেতু আপনাদের প্রত্যাশার পারদ চড়া কাজেই ব্যর্থতার শঙ্কাও প্রবল! কাজেই চাঙ্গা থাকুন। ধৈর্যহারাদের কেউ পছন্দ করে না৷
শুভকামনা।
- মোনাব্বের স্যার
৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা)