14/06/2024
কোথায় যেন তোমায় দেখে,,,,,
হারিয়ে ছিলাম আমার মন ,,,,,
আমি নিদ্রা যাবো তোমার কোলে,,,,,
ভালোবাসার পরশ মেখে,,,,,
স্বপ্ন ভেলায় ভাসবো দুজন,,,,,
আলিঙ্গনের ছোয়া হয়ে,,,,,
হাজার বছর বাঁচতে চাই না,,,,,
তুমি বিনে এই ভুবনে,,,,,
আকাশ ছোঁয়ার স্বপ্ন চাই না,,,,,
তুমি না থাকলে আমার পাশে,,,,,
কোন এক মেঘলা দিনে,,,,,
তোমায় নিবো আমি খুঁজে,,,,,
শীতের গায়ের চাদর হয়ে,,,,,
মিশে রবো আমি তোমার গায়ে,,,,,
তুমি হারিয়ে গেলে সুদুর দূরে,,,,,
আমার ভালোবাসা তোমার পিছু যাবে,,,,,।
Rafayt Adnan Tonmoy...,,,,🖋️🖤💔