Gazaria Munshiganj - গজারিয়া মুন্সীগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Gazaria Munshiganj - গজারিয়া মুন্সীগঞ্জ

Gazaria Munshiganj - গজারিয়া মুন্সীগঞ্জ One of the wonderful Upazila ✅

03/11/2025

কে হতে যাচ্ছেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী? ❗❗

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, যেসব আসনে তারা আগ্রহী, সে আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দিইনি। আমরা আশা করছি, তারা তাদের নাম ঘোষণা করবেন, তখন আমরা চূড়ান্ত করব।

শরিকদের জন্য বিএনপি যেসব আসন ফাঁকা রেখেছে, সেগুলোর মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনও রয়েছে।

31/10/2025

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গজারিয়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ

সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ট্রলার ঘাট হইতে বাজার পর্যন্ত ২ জন ৫০ টাকা, ৩ জন ৬০ টাকা।আর কাচারী বা কোর্ট পর্যন্ত ...
31/10/2025

সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ট্রলার ঘাট হইতে বাজার পর্যন্ত ২ জন ৫০ টাকা, ৩ জন ৬০ টাকা।
আর কাচারী বা কোর্ট পর্যন্ত জন প্রতি ৩০ টাকা হলে চাকুরীজীবী ও এই পথে প্রতিনিয়ত আসা যাওয়া যাত্রীদের জন্য ভাল হত।
আপনাদের মতামত কি?

গজারিয়াবাসীর এ দুর্ভোগ শেষ হবে কবে?কর্মজীবী মানুষ, কলেজ শিক্ষার্থী ও নানা শ্রেনী পেশার মানুষ যারা এই পথে প্রত্যাহ চলাচল ...
28/10/2025

গজারিয়াবাসীর এ দুর্ভোগ শেষ হবে কবে?
কর্মজীবী মানুষ, কলেজ শিক্ষার্থী ও নানা শ্রেনী পেশার মানুষ যারা এই পথে প্রত্যাহ চলাচল করে, তাদের যেন দুর্ভোগের শেষ নেই।
দীর্ঘসময় ট্রলারের জন্য অপেক্ষা,
অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার,
অতিরিক্ত ভাড়া আদায়,
ট্রলারে উঠানামার জন্য নেই সুব্যবস্থা এমন বেশ কিছু অভিযোগ ঘাট ইজারাদারদের বিরুদ্ধে।

অথচ তা দেখার কেউ নেই। কর্তৃপক্ষ কি পারেনা, দুই পারে ২টি প্লাটুন নির্মাণ করে যাত্রীদের সকস্যা কিছুটা লাঘব করতে????

ছবিঃ সংগৃহিত

আপনার মতে মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনয়ন কার পাওয়া উচিৎ?
27/10/2025

আপনার মতে মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনয়ন কার পাওয়া উচিৎ?

24/10/2025

বিজ্ঞপ্তি ❗
আগামী শনিবার ২৫ অক্টোবর ৩৩ কেভি ফিডারের জুরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টেংগারচর ইউনিয়নের কিছু অংশ, বালুয়াকান্দি ইউনিয়ন, হোসেন্দী ইউনিয়নের আওতাধীন আবাসিক /বানিজ্যিক এবং শিল্প এলাকায় সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে!!

HSC RESULT 2025১. গজারিয়া সরকারি কলেজ:৫২% মোট পরীক্ষার্থী: ২৪৬ জন, মোট কৃতকার্য: ১২৮ জন,  পাশের হার: ৫২%২. গজারিয়া কলিমউ...
16/10/2025

HSC RESULT 2025

১. গজারিয়া সরকারি কলেজ:
৫২% মোট পরীক্ষার্থী: ২৪৬ জন, মোট কৃতকার্য: ১২৮ জন, পাশের হার: ৫২%

২. গজারিয়া কলিমউল্লাহ কলেজ:
মোট পরীক্ষার্থী: ১০১ জন, মোট কৃতকার্য: ৫৯ জন এবং পাশের হার: ৫৮%


অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত কিছুদিন আগে ভারসাম্যহীন এই বৃদ্ধ মহিলার চিকিৎসার জন্য আপনাদের সহযোগিতা চেয়ে পোস্ট ক...
16/10/2025

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত কিছুদিন আগে ভারসাম্যহীন এই বৃদ্ধ মহিলার চিকিৎসার জন্য আপনাদের সহযোগিতা চেয়ে পোস্ট করা হয়েছিল।
তিনি গতকাল আনুমানিক রাত ৯:০০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিছুদিন আগে জাকির এর অটো মিশুক চুরি হওয়া নিয়ে একটি পোষ্ট করা হয়েছিল। যা দেখে অনেক ভাই এগিয়ে এসেছিলেন বাক প্রতিবন্ধী জাকি...
15/10/2025

কিছুদিন আগে জাকির এর অটো মিশুক চুরি হওয়া নিয়ে একটি পোষ্ট করা হয়েছিল। যা দেখে অনেক ভাই এগিয়ে এসেছিলেন বাক প্রতিবন্ধী জাকির এর পাশে দাড়ানোর জন্য। আমাদের পেইজে পোষ্ট দেখেও এক ভাই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করেছিলেন। আলহামদুলিল্লাহ উনিও ভাল একটা এমাউন্ট দিয়েছিলেন। সব মিলিয়ে ১ লক্ষ ৮০ হাজার টাকার মূল্যের একটি নতুন মিশুক এবং নগদ ২০ হাজারেরও বেশি টাকা জাকিরের হাতে তুলে দেয়া হয়।
যারা এইভাবে মানুষের বিপদে পাশে দাড়ান সেই মানবিক ভাইদের জানাই সালাম।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫উপজেলাঃ গজারিয়া, জেলাঃ মুন্সীগঞ্জ।
12/10/2025

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫
উপজেলাঃ গজারিয়া, জেলাঃ মুন্সীগঞ্জ।

07/10/2025

গজারিয়া (রসুলপুর-ভবেরচর) এলাকার সুপরিচিত একজন বাকপ্রতিবন্ধী অটো মিশুল চালক জাকির। মিশুক চালিয়েই সংসার চালায় সে।
প্রতিদিনের ন্যায় আজও জাকির তার মিশুকটি বাইরে রেখে গজারিয়া উপজেলা মসজিদে নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে দেখে জাকিরের উপার্যনের একমাত্র মিশুকটি আর নেই।
মানুষ কত খারাপ হলে এই কাজটা করতে পারে,
জাকিরের মত মানুষের মিশুকটি চুরি করে নিয়ে গেছে। এমন জগন্য কাজ কোন নূন্যতম বোধসম্পন্ন মানুষ করতে পারে বলে জানা নেই।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিংবা সামর্থ আছে এমন কোনো ব্যক্তি কি নেই জাকিরকে নতুন একটি অটো মিশুক কিনে দিতে পারেন?? অসহায় জাকিরের পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ রইলো সবার কাছে।

Address

Gazaria
Dhaka
1512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazaria Munshiganj - গজারিয়া মুন্সীগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share