04/01/2024
স্বপ্ন যদি হয় মডেলিং – তখন আপনার জানা দরকার ।
মডেলিং ট্রেনিং- মডেলিং কত প্রকার ও কি কি?
বাণিজ্যিক চাহিদার উপর ভিত্তি করে পেশাদার মডেলদের ধরনও আলাদা হয়। বিভিন্ন চেহারা, আকার, আকৃতি, বয়স ইত্যাদিরও একটা সম্পর্ক থাকে ধরনগুলোর সাথে।মূলত মডেলিং ৩ প্রকার, প্রিন্ট মডেল, টিভি মডেল ও রানওয়ে মডেল। এগুলোর মধ্য আলাদা প্রকার ভেদ রয়েছে।এক একটি ধরন এক এক ভাবে তাদের প্রতিনিধিত্ব করে।
নিচে বিভিন্ন মডেলিং-এর বিভিন্ন ধরন ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হলো।
হাইফ্যাশন মডেল
"""""""""""""""""""""""এ ধরনের মডেলিং সাধারণত ফ্যাশন শো আর ফ্যাশন প্রচারণায় প্রয়োজন হয়। বড় বড় ফ্যাশন হাউজ তাদের নতুন পোশাকের প্রদর্শন-এর জন্য ফ্যাশন শো-তে বা অন্যান্য মাধ্যমে পণ্যের প্রচারণার জন্য হাইফ্যাশন মডেলদের ব্যবহার করে। আর এই কাজেরসম্মানীও বেশ চড়া।
এডিটোরিয়াল মডেলিং
"""""""""""""""""""""""""""""এডিটোরিয়াল মডেল বিশেষ কোন প্রকাশনা বা ফ্যাশন, স্বাস্থ্য,লাইফস্টাইল বিষয়ক ম্যাগাজিনগুলোর জন্য কাজ করে। এই ধরনের মডেলিং-এ ফ্যাশন ডিজাইনার ও এডিটরগণ মডেলদের ফটো আরও আকর্ষণীয় করে উপস্থাপন করে। এই কাজগুলো মডেলদের সুখ্যাতি আর পোর্টফলিও ভারি করে।
ক্যাটালগ মডেলিং
"""""""""""""""""""""""" নির্দিষ্ট কোন ব্র্যান্ডের বিভিন্ন পোশাকের/পণ্যের মডেলিং করাটাই ক্যাটালগ মডেলিং। এতে অনেক বেশি প্রতিযোগীতার মাধ্যমে মডেলকে সুযোগ পেতে হয়। কারণ, এর প্রসার অনেক বেশি আর মডেল-এর নাম, যশ, খ্যাতিও হয় অনেক। তবে অনেক ছোট কোম্পানি তাদের ছোট্ট মার্কেটের জন্যও ক্যাটলগ মডেলদের নিয়োগ করে।
রানওয়ে মডেলিং
""""""""""""""""""""""এই ধরনের মডেল রাম্পে ওয়াক করেন কোন ডিজাইনার বা স্টোরের কাপড় পরে। এই্যফাশন শো ইন্ডোর বা আউটডোর যেকোনো জায়গায় অনুষ্ঠিত হতে পারে। নতুন মডেলদের জন্য কাজ শেখা ও নিজেকে তুল ধরার এটা একটা দারুণ উপায়।
সুইমস্যুট মডেলিং
""""""""""""""""""""""এই ধরনের মডেলদের অসাধারণ দেহ গড়ন হয়। হাই ফ্যাশন আর এডিটোরিয়াল মডেলরা এই ধরনের মডেলিং করেন। আন্তর্জাতিক বাজারে অনেক ডিজাইনারই তাদের কালেকশনে বা ফ্যাশন শো-তে সুইমস্যুট রাখেন। অনেক ম্যাগাজিনও প্রচুর সুইমস্যুট মডেলদের উপস্থাপন করে।
লঞ্জারি মডেল
""""""""""""""""""" লঞ্জারি মডেল অবশ্যই দেখতে আবেদনময়ী হবে। হাইফ্যাশন আর এডিটোরিয়াল মডেলও এই ক্যাটাগরিতে পড়ে। সাধারণত অন্তর্বাস প্রস্তুতকারক ফ