
21/07/2023
https://m.facebook.com/story.php?story_fbid=593471056277801&id=100068447351279&mibextid=qC1gEa
রিয়েলটর মেহেদী শরীফ- এর নেতৃত্বগুণ অসাধারণ
কানাডার টরেন্টোতে সবচেয়ে বড় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন কি? সবাই এক বাক্যে বলবেন জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টোর কথা। এ সংগঠনের সেক্রেটারি মেহেদী শরীফ। যার নেতৃত্বগুণ এক অর্থে অসাধারণ। পেশায় একজন রিয়েল এষ্টেট এজেন্ট। মেধা, পরিশ্রম দিয়ে নিজেকে পেশাগতভাবে দিন দিন উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন। কাজে তার কোন ক্লান্তি নেই। নেই চিন্তার ছাপ। হৈ-হুল্লোড়, আমোদ ফূর্তি করতে ভালবাসেন। আর দলবেধে চলা তার মজ্জাগত স্বভাব। মেহেদী শরীফ ৫ম সম্মিলিত বাংলা মেলার একজন গোল্ড স্পন্সর। ০৬ আগস্ট, রবিবার, ডেন্টোনিয়া পার্কের সম্মিলিত বাংলা মেলাটি আপনার সহায়তার কারনে আকর্ষনীয় হবে বলে আশা করছি। আরও একটি ঝাক্কাস সম্মিলিত বাংলা মেলা দেখার অপেক্ষায় আছি আমরা। #মেলা #উৎসব #বাংলা #প্রবাসী #বাংলাদেশ