Newsboxbd.com

Newsboxbd.com This is an entertainment Channel

https://m.facebook.com/story.php?story_fbid=593471056277801&id=100068447351279&mibextid=qC1gEa
21/07/2023

https://m.facebook.com/story.php?story_fbid=593471056277801&id=100068447351279&mibextid=qC1gEa

রিয়েলটর মেহেদী শরীফ- এর নেতৃত্বগুণ অসাধারণ
কানাডার টরেন্টোতে সবচেয়ে বড় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন কি? সবাই এক বাক্যে বলবেন জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টোর কথা। এ সংগঠনের সেক্রেটারি মেহেদী শরীফ। যার নেতৃত্বগুণ এক অর্থে অসাধারণ। পেশায় একজন রিয়েল এষ্টেট এজেন্ট। মেধা, পরিশ্রম দিয়ে নিজেকে পেশাগতভাবে দিন দিন উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন। কাজে তার কোন ক্লান্তি নেই। নেই চিন্তার ছাপ। হৈ-হুল্লোড়, আমোদ ফূর্তি করতে ভালবাসেন। আর দলবেধে চলা তার মজ্জাগত স্বভাব। মেহেদী শরীফ ৫ম সম্মিলিত বাংলা মেলার একজন গোল্ড স্পন্সর। ০৬ আগস্ট, রবিবার, ডেন্টোনিয়া পার্কের সম্মিলিত বাংলা মেলাটি আপনার সহায়তার কারনে আকর্ষনীয় হবে বলে আশা করছি। আরও একটি ঝাক্কাস সম্মিলিত বাংলা মেলা দেখার অপেক্ষায় আছি আমরা। #মেলা #উৎসব #বাংলা #প্রবাসী #বাংলাদেশ

ফ্রিএন্ডলী ম্যাচ খেলার জন্য মেসি এখন বেইজিং এ,উৎসুক জনতার ভীড়৷ ৷
14/06/2023

ফ্রিএন্ডলী ম্যাচ খেলার জন্য মেসি এখন বেইজিং এ,উৎসুক জনতার ভীড়৷ ৷

04/06/2023

তানভীর নওয়াজ: যার হাতে ইমিগ্রেশনের যাদুর কাঠি
অল্প সময়েই সুনাম কুড়িয়েছেন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালট্যান্ট (আরসিআইসি) তানভীর নওয়াজ। যার হাতে আছে ইমিগ্রেশনের যাদুর কাঠি। রিফিউজি ক্লেইম, এইচএন্ডসি এবং প্রা’সহ ইমিগ্রেশনের বিভিন্ন শাখায় তার সদর্প বিচরন লক্ষ্য করা যায়। ডেডিকেশনের কারনে অল্প সময়েই বাঙ্গালী কমিউনিটিতে নিজের অবস্থান তৈরি করেছেন। তানভীর বহুমুখী গুনের অধিকারি। তার রান্নার স্বাদ তুলনাহীন। সংসার সামলাতেও চোস্ত তিনি। ব্যবসায়ি হিসেবেও সুনাম কুড়াচ্ছেন। বাংলাদেশে ছিলেন জার্নালিস্ট। এ ব্যাকগ্রাউন্ডের কারনে ইমিগ্রেশনের খুঁটিনাটি ভাল বুঝেন এটা নির্ধিদ্বায় বলা যায়। তাই যে কোন ক্লায়েন্ট চোখ বন্ধ করে তানভীর নওয়াজের উপর আস্থা রাখতে পারেন। ইমিগ্রেশন বস তানভীর নওয়াজ সম্মিলিত বাংলা মেলার ৫ম আসরের প্ল্যাটিনাম স্পন্সর। এগিয়ে চলুন তানভীর নওয়াজ। সম্মিলিত বাংলা মেলা ৫ম আসরের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

01/06/2023

সি এম ডিজাইনার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সম্মিলিত বাংলা মেলার ৫ম আসরের "পাওয়ার্ড বাই স্পন্সর"।
সি এম ডিজাইনার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ফয়সাল আহমেদ। তারা হতে পারেন আপনার ড্রিম হাউজের কারিগর!!!! এদের মধ্যে বহুমুখী গুনের অধিকারী ফয়সাল আহমদ। আর তিনি নামী প্রতিষ্ঠান সি এম ডিজাইনার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এই প্রতিষ্ঠান বিল্ডিং ডিজাইন এবং পারমিট, নতুন হাউজ, এডিশন, লিগ্যাল বেজমেন্ট, গার্ডেন স্যুট, লেনওয়ে স্যুট এবং যে কোন ধরণের বিল্ডিং পারমিট করে। গত আট বছর টরন্টো এবং সমগ্র জি টি এ তে সততা, দক্ষতা ও সুনামের সাথে ব্যবসা করে চলেছেন। আর্কিটেক্ট ও ডিজাইনার পরিচয়ের বাইরে দোতরায় মোহময় সুর তুলতে পারেন। তার কথা ও কাজে বেশ মিল। সি এম ডিজাইনার্স এন্ড ইঞ্জিনিয়ার্স এরই মধ্যে বিল্ডিং ডিজাইন ও পারমিট বের করে এনেছেন কয়েক শতাধিক বাড়ির। এগিয়ে চলুন ফয়সাল আহমদ ও সিএম ইনজিনিয়ার্স। সম্মিলিত বাংলা মেলা ৫ম আসরের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা !

25/05/2023

সম্মিলিত বাংলা মেলার আওয়াজ উঠেছে রে পাগলা………আগের চারটি মেলার অভাবনীয় সাফল্যের পর ০৬ আগস্ট, রবিবার, ডেন্টোনিয়া পার্কের খোলা মাঠে সবাই সমবেত হবো। পরিবারসহ আসুন সবাই…….

https://mzamin.com/news.php?news=50203
07/04/2023

https://mzamin.com/news.php?news=50203

ঈদের পর পরই কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিই ঈদ গালা নাইট’। এজন্য জমজমাট আয়োজন করেছে বাংলাদেশি কানা....

Address

Dhaka
1205

Telephone

+8801779119988

Website

Alerts

Be the first to know and let us send you an email when Newsboxbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newsboxbd.com:

Share