Unusual Blogs

Unusual Blogs Exploring the Extraordinary in Everyday Life

🌧️ আকাশ যখন কাঁদতে চায়, শহর তখন চুপ করে শোনে...এই মেঘলা আকাশটা যেন অনেক কিছু বলছে...🪅 অভিমান, অপেক্ষা, মুক্তি কিংবা শান্...
01/07/2025

🌧️ আকাশ যখন কাঁদতে চায়, শহর তখন চুপ করে শোনে...
এই মেঘলা আকাশটা যেন অনেক কিছু বলছে...

🪅 অভিমান, অপেক্ষা, মুক্তি কিংবা শান্তির গল্প।
এই শহরটা ততটাই ব্যস্ত, যতটাই একাকী।

আর আমি? আমি শুধু দেখতে থাকি… সেই আকাশের বদলে যাওয়া রঙ আর নিজের ভেতর জমে থাকা না বলা কথাগুলোকে শুনি।

🌟 Welcome to my blog 🌟
এখানে আমি শেয়ার করব আমার অনুভূতি, যাত্রা, ছোট ছোট মুহূর্তের গল্প 💞
যা হয়তো আপনার মনেও কোথাও না কোথাও নাড়া দেবে।

📸 ছবিটা আজকের— আমার ছাদ থেকে।

০১.০৭.২৫

কাঁচা মরিচ দিয়ে পাখি তৈরি – একদম নিখুঁত হাতের কাজ! ❣️✨
22/12/2024

কাঁচা মরিচ দিয়ে পাখি তৈরি – একদম নিখুঁত হাতের কাজ! ❣️✨

বাংলাদেশে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি বিশেষ কম্বো!গত সন্ধ্যায় শপিংয়ের উদ্দেশ্যে শ্বপ্নে গিয়েছিলাম। সময়টা ছ...
18/11/2024

বাংলাদেশে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি বিশেষ কম্বো!

গত সন্ধ্যায় শপিংয়ের উদ্দেশ্যে শ্বপ্নে গিয়েছিলাম। সময়টা ছিল প্রায় রাত ৯টা।
দোকানের পরিবেশটা বেশ ব্যস্ত ছিল। তবে এই ব্যস্ততার মধ্যে বেশ কিছু কাস্টমারদের মুখে যে স্বস্তির ছাপ দেখলাম, তা সত্যিই অন্যরকম।

একজনের হাতে ১৪০ টাকার কম্বো, কেউ বা নিয়ে যাচ্ছেন দুই-তিনটি প্যাকেট। ভাবতেই অবাক লাগে, যারা আগে মাসে একবারও গরুর মাংস কেনার কথা ভাবতে পারতেন না, তারাও এখন এই কম্বোর মাধ্যমে গরুর মাংসের স্বাদ উপভোগ করছেন! ♥️

এ দৃশ্য দেখে মনে হলো, সত্যিকারের পরিবর্তন এমনই হয়। যারা একসময় ছোটখাটো সাধ পূরণে হিমশিম খেতেন, তাদের মুখে এই কম্বোর মাধ্যমে যে হাসি ফুটেছে, তা দেখার মতো। গতকালের অভিজ্ঞতাটা ছিল অসাধারণ।

যাদের সামর্থ্য বেশি, তাদের কাছে হয়তো এই কম্বো বড় কিছু নয়। কিন্তু যারা প্রতিদিন জীবনের হিসাব-নিকাশ করে এগিয়ে যান, তাদের জন্য এটি বড় একটি আশীর্বাদ।

শ্বপ্ন’র এই উদ্যোগকে আমরা সবাই সাধুবাদ জানাতে পারি। এমন উদ্যোগই সবার মনে এক টুকরো আনন্দ এনে দেয়।

ধন্যবাদ SHWAPNO এমন মানবিক চিন্তার জন্য! ♥️

Sometimes, it's wiser to let go than to hold on. 💙💙
18/10/2024

Sometimes, it's wiser to let go than to hold on. 💙💙

অনেক কাজের একটা জিনিস!
18/10/2024

অনেক কাজের একটা জিনিস!

06/10/2024
Welcome to "Unusable Blog"
07/10/2023

Welcome to "Unusable Blog"

27/09/2023

Welcome!

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unusual Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share