The 𝕮all of islam

The 𝕮all of islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The 𝕮all of islam, Digital creator, Dhaka.
(3)

🌙✨ The Call of Islam ✨🌙
সত্যের পথে আত্মার জাগরণ

📖 আল কোরআন ও সুন্নাহর আলোকে পথপ্রদর্শন
🕊️ শান্তি, ভালোবাসা ও দাওয়াহর বার্তা
💡 হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামী শিক্ষণীয় বিষয়
🌟 সত্যের আলো ছড়িয়ে দেয়ার এক পথিক
🤲 আসুন, আলোর পথে একসাথে চলি 🌙✨ The Call of Islam ✨🌙
আলোর পথে আত্মার জাগরণ।

📖 কোরআনের আলো এবং পবিত্র হাদিসের বাণী ছড়িয়ে দেওয়া।
🕊️ শান্তি, ভালোবাসা ও ঐক্যের বার্তা।
💡 হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামী শিক্ষা ও দাওয়াহ।
🌟 সত্যের পথে এক অনন্য আহ্বান।
🤲 আসুন, আলোর পথে একসাথে চলি এবং আত্মার জাগরণ ঘটাই।

কতইনা সুন্ধর হতো...............।
21/10/2025

কতইনা সুন্ধর হতো...............।

আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবি শিবিরের ঐতিহাসিক বিজয় হবে ইনশাআল্লাহ♥️✌🏻ডাকসুর মত সবাই এক একজন মিডিয়া হয়ে যান🔥
14/10/2025

আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবি শিবিরের ঐতিহাসিক বিজয় হবে ইনশাআল্লাহ♥️✌🏻

ডাকসুর মত সবাই এক একজন মিডিয়া হয়ে যান🔥

🇵🇸 **ফিলিস্তিনের “নেলসন মেন্ডেলা” এখনো বন্দি!**গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের চুক্তিতে রাজি হয়েছে ইসরায়...
14/10/2025

🇵🇸 **ফিলিস্তিনের “নেলসন মেন্ডেলা” এখনো বন্দি!**

গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। এই চুক্তির আওতায় প্রায় **২,০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল**, কিন্তু একজন মানুষকে বাদ রেখেছে—**মারওয়ান বারঘুতি**।

১৯৫৯ সালে রামাল্লার কোবারা গ্রামে জন্ম নেওয়া বারঘুতি ফাতাহ দলের শীর্ষ নেতা এবং দ্বিতীয় ইন্তিফাদার সময় ফিলিস্তিনি প্রতিরোধের প্রধান কণ্ঠস্বর ছিলেন। ২০০২ সালে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং পরের বছর যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

👉 আজও কারাগারে থেকেও তিনি ফিলিস্তিনি জনগণের কাছে এক **প্রেরণার প্রতীক**। জরিপে দেখা গেছে—যদি বারঘুতিকে মুক্তি দেওয়া হয়, তবে তিনি ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় ব্যক্তি।

কাতার ও মিসরসহ একাধিক দেশ তার মুক্তির চেষ্টা চালিয়েছে, কিন্তু ইসরায়েল জানিয়েছে—বারঘুতিকে মুক্তি দেওয়া “সম্ভব নয়”, কারণ তিনি কেবল একজন বন্দি নন, **তিনি প্রতিরোধ ও স্বাধীনতার প্রতীক**।

📢 অনেক ফিলিস্তিনি মনে করেন—বারঘুতিকে বাদ দিয়ে কোনো বন্দি বিনিময়ই সম্পূর্ণ নয়। কারণ এই মানুষটি একাই বহন করেন **আত্মত্যাগ, প্রতিরোধ ও স্বাধীনতার ইতিহাস**।

উম্মার এক রত্ন, আল্লাহ উনার দ্বীনি খেদমত কবুল করে নিক। দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুক  Dr Zakir Naik
12/10/2025

উম্মার এক রত্ন,
আল্লাহ উনার দ্বীনি খেদমত কবুল করে নিক।
দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুক Dr Zakir Naik

11/10/2025

জুলাই সনদ স্বাক্ষর ১৫ তারিখের পরিবর্তে ১৭ তারিখ সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

চরম বাস্তবত কথা👌👌
09/10/2025

চরম বাস্তবত কথা👌👌

05/10/2025

পবিত্র কুরআনের ৪টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী।ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক ।

"লা-তাহজান"
অতীত নিয়ে কখনো হতাশ হবেন না ।

"লা-তাখাফ"
ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না ।
তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে ।

"লা-তাগদাব"
জীবন চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে । রাগ করবেন না ।

"লা-তাসখাত"
আল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না ।

অনেক কিছুই শিখার আছে আল্লাহ্ আমাদের সবাইকে অতীত থেকে শিক্ষা নিয়ে সুন্দর জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমিন।
30/09/2025

অনেক কিছুই শিখার আছে আল্লাহ্ আমাদের সবাইকে অতীত থেকে শিক্ষা নিয়ে সুন্দর জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমিন।

অথচ আমাদের কত অহংকার😭😭
28/09/2025

অথচ আমাদের কত অহংকার😭😭

দারুন বলেছেন।এজন্যই জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে।এভাবেই চালিয়ে যান।জনগণও সময়মতো খেলা খেলে দিবে।
22/09/2025

দারুন বলেছেন।এজন্যই জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে।এভাবেই চালিয়ে যান।জনগণও সময়মতো খেলা খেলে দিবে।

চোখের শান্তি 🥀
20/09/2025

চোখের শান্তি 🥀

18/09/2025

মানুষের পারিবারিক অশান্তিটা একটা লুকিয়ে থাকা অশান্তি, যেটা চাইলেও কাউকে শেয়ার করা যায় না।

Address

Dhaka

Telephone

+8801811112132

Website

Alerts

Be the first to know and let us send you an email when The 𝕮all of islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The 𝕮all of islam:

Share

Online shopping corner

Order your everyday shopping items online