Muhammad Rofik

Muhammad Rofik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muhammad Rofik, Fulbaria.

03/10/2025

কূটনীতির ময়দানে আরও একধাপ এগিয়ে গেল ইমা*র*তে ইস*লা*মিয়া।

ই*মার*তের পররাষ্ট্রমন্ত্রী আ*মি*র খান মুত্তা*কী হাফিজাহুল্লাহ কূটনীতিক সফরে রাশিয়া ও দি*ল্লী সফরে আসছেন ইনশাআল্লাহ।

আফসোস,মুসলিম দেশগুলো এখনও তাদের সাথে কূটনীতিক সম্পর্ক গড়ে তুলতে ভ*য় পাচ্ছে।
কিছুদিন আগে পাকিস্তান সফরের কথা ছিল কিন্তু পাকিস্তান তাদের আব্বুদের কথামতো সফরটি বাতিল করে দেয়।

দুনিয়ার সকল “গণ**তা*ন্ত্রিক শক্তি” একসময় ছাত্র ভাইদেরকে বয়কট করেছিল,
আজ তারাই ছাত্র ভাইদের সঙ্গে কূটনৈতিক টেবিলে বসতে বাধ্য হচ্ছে।

ছাত্র ভাইয়েরা বুঝিয়ে দিচ্ছে,
তারা শুধু যু**দ্ধের ময়দানে নয়,বুদ্ধির ময়দানেও বিজয়ী।
তাদের রাজনীতি গণ*ত*ন্ত্রের গোলকধাঁধায় নয়,
সুন্নাহর আলোকে,কৌশলের মাটিতে দাঁড়িয়ে।

এ সফর কেবল সফর নয়,
বরং ইতিহাসের মুখে এক চপেটাঘাত,
যারা বলেছিল,ছাত্র ভাইয়েরা একঘরে হয়ে যাবে
আজ তারাই দরজা খুলে সালাম ঠুকতে বাধ্য হচ্ছে।
Rofik Islam

আমি পাখি বিশেষজ্ঞ না তবে মনে হয় এখানে চারজন বেডি আর একজন বেডা! 🫠
30/09/2025

আমি পাখি বিশেষজ্ঞ না তবে মনে হয়
এখানে চারজন বেডি আর একজন বেডা! 🫠

তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি। সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কারণ তা...
25/09/2025

তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি। সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কারণ তারা মিথ্যা বলত।আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা যমীনে ফাসাদ করো না’, তারা বলে, ‘আমরা তো কেবল সংশোধনকারী’।জেনে রাখ, নিশ্চয় তারা ফাসাদকারী; কিন্তু তারা বুঝে না।

আল্লাহ আমাদের যে বিধান দিয়েছে তা থেকে সরে গিয়ে অন্য পথ দেখলে আমরা নির্যাতিত হব।এই কথা সত্যি আজ আমরা ২০০ মিলিয়ন মুসলিম সত্যি বলতে আমরা এত মুসলিম না।আল্লাহ তায়ালা বলেন আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি’, অথচ তারা মুমিন নয়।
Rofik Islam



23/09/2025

২৪ ক্যারেটের গোল্ড প্লেটেড স্টেকটা যদি আপনাকে খেতে দেয়া হয়, আপনি এটা কিভাবে খাবেন?

খাওয়ার রুচি হবে কিনা এটা পরে। কিন্তু যদি খেয়েই থাকেন, আপনার প্রিপারেশনটা কেমন হবে?

- খুব আগ্রহ নিয়ে খাবেন
- দামী কিছু একটা খাচ্ছেন
- একটুও ফেলবেন না
- চেটেপুটে খাবেন!

গোল্ড প্লেট বাদ দিলাম, দেশের নামীদামী স্টেক হাউজে গেলেও আমরা খুব যত্ন সহকারে ২৫০০/৩০০০ টাকার মিলটা খেয়ে নিবো একটুও অপচয় না করে।

কিন্তু ভাত খাওয়ার বেলায় আমরা কি করি খেয়াল করেছেন?

- ভাতের মাড় গালার সময় অনেক ভাত নষ্ট হয়
- ভাত বাড়ার সময় ছিটিয়ে ফেলি
- ভাত খাওয়ার সময় পড়ে গেলে তুলি না
- শেষের দিকে প্লেটে ভাত থাকলে সেটা সহ ধুয়ে ফেলি

-------

ভাতটা আমাদের কাছে সহজলভ্য। দামে কম। এজন্য আমরা স্টেক এর চেয়ে ভাতকে লেস প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু আপনি ঘাটাঘাটি করলে দেখবেন ২০১৯ সালের এক প্রতিবেদনে

"বিশ্বে প্রতি চার সেকেন্ডে ১ জন মানুষ মারা যায় অনাহারে! মানে বছরে ৩০ কোটি মানুষ না খেয়ে/অনাহারে/অপুষ্টিতে মারা গেছে বা খাদ্য ঝুঁকিতে আছে!"

একমুঠ খাবারের জন্য বাচ্চাদেরকে পাখির মত গুলি করে মেরে ফেলার খবর, ত্রাণের কন্টেইনার এর নিচে চাপা পড়ে মরে যাওয়ার খবর - এগুলো সবাই কমবেশি জানেন। ওরা ১টা ভাতও কি নষ্ট করবে খাবার পেলে? করবেনা। কারণ ওদের কাছে স্বর্ণের চেয়েও দামী এই খাবার জিনিস।

ফিলিস্তিনের জন্য কেঁদে ওঠা আমাদের হৃদয় যদি আসলেই সমঝদার হতো, তাহলে আমরা কখনো একটা ভাত/চাল/রুটি/মাছের টুকরা/গোস্তের কোনো অংশ অথবা যেকোনো খাবার অপচয়ের আগে হাজারবার চিন্তা করতাম।

-----

সেদিন আমি দেখলাম কাওরান বাজার মেট্রোর নিচে ২জন টোকাই/ছিন্নমূল মানুষ যা ই বলেন - এরা ২টা ময়লা পলিথিনের উপর ১ পোটলা ভাত আর কিসের যেন তরকারি মেখে খেয়ে নিলো ৫মিনিটের মধ্যে।

ছবি তুললো একজন। আমি তুলতে গিয়েও তুললাম না।

মনে হলো, এমন দূরাবস্থায় আল্লাহ আমাকেও রাখতে পারতেন, কিন্তু সে দয়া-মায়া করে টেবিলে খাওয়ায়। অথচ আমি করি তরকারি নিয়ে অভিযোগ, গরম ভাত ছাড়া খেতে পারি না, একটু পুরাতন হয়ে গেলে ফেলে দিই বেসিনে!

স্রষ্টার এক অকৃতজ্ঞ বান্দা হিসেবে নিজেকে বারবার আবিস্কার করতে ভালো লাগেনা আর!
Rofik Islam

18/09/2025

আমার বাবা আমেরিকান সেনাবাহিনীর বড় কর্মকর্তা ছিলেন। ইউএস এম্বাসিতে আমার জব হওয়ার কথা ছিলো। ইসলাম গ্রহনের পর ইউনিভার্সিটি থেকে আমাকে বের করে দেয়া হয়।

ইসলাম গ্রহনের প্রথম দিন থেকেই আমি হিজাব পড়ি। আমার বাবা বলেছিলেন, যদি আমি হিজাব খুলে ফেলি তিনি আমাকে ফেরারি সুপার কার কিনে দিবেন।

কিন্তু আমি আখিরাতকেই বেছে নেই!!

- সাক্ষাৎকার: Shariffa Carlo Al Andaus ~Muhammad Rofik

17/09/2025

‘ভুলে যাওয়া’ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন, বেঁচে থাকাটা যে কী ভীষণ দুঃসহ হয়ে উঠত তা আমরা কল্পনাও করতে পারি না।

প্রিয় কোন মানুষ যখন মারা যায়, প্রথম কিছুদিন আমাদের অসম্ভব খারাপ লাগে। সারাটা দুনিয়াটাকেই কেমন রঙহীন, বিস্বাদ আর বিরক্ত লাগে কিছুদিন।

কিন্তু, সময় যত গড়ায়, আমরা আস্তে আস্তে সেই শোক আর ক্ষতটা সেরে উঠি। সময়ের সাথে সাথে প্রিয় মানুষের স্মৃতিগুলোও ধূসর হতে থাকে আমাদের মানসপটে।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই ‘ভুলে যাওয়ার’ ক্ষমতাটুকুনা দিতেন, ভাবুন তো কেমন হতো আমাদের জীবনটা? একবার শুধু চিন্তা করুন, আপনার মা মারা যাওয়ার দিন যে কষ্ট আপনার অনুভূত হবে, পাঁচবছর অতিক্রান্ত হওয়ার পরও যদি আপনার ঠিক একইরকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারবেন?

আবার, ভবিষ্যত না জানাও একরকম নিয়ামত।

ধরুন, আজ রাতে যদি কোনোভাবে আপনি জেনে যান যে, আপনার ফুটফুটে সন্তানটা আগামি বছরের ঠিক আজকের দিনটায় মারা যাবে, আপনার দ্বারা কি সম্ভব হবে আজ থেকে স্বাভাবিক জীবনযাপন করে যাওয়া? আপনি কি খেতে পারবেন ঠিক মতো? ঘুমোতে পারবেন এই ভবিষ্যত জেনে নিয়ে?

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত প্রত্যেকটা বিষয় এমনই হিকমাহপূর্ণ। তিনি যখন বান্দাকে কোনোকিছু দেন না বা জানান না, সেটা বান্দার কল্যাণের জন্যেই৷ আবার, তিনি যখন বান্দাকে কোনোকিছু ভুলিয়ে দেন, সেটাও বান্দার কল্যাণের জন্যেই…√

‌‌~ আরিফ আজাদ

14/09/2025
13/09/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর ফল প্রকাশ:

১/ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)
২/জিএস- মো: মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)
৩/এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল)
৪/এজিএস (নারী)- আয়েশা সিদ্দীকা মেঘলা (শিবির প্যানেল)

৫/শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল)
৬/পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)
৭/সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)
৮/সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র) / আলী জাকি শাহরিয়ার (শিবির প্যানেল)
৯/সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল)
১০/নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (শিবির প্যানেল)
১১/ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)
১২/সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)
১৩/সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)
১৪/তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)
১৫/সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস)
১৬/সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল)
১৭/সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল)
১৮/স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল)
১৯/ পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল)

২০/কার্যকরী সদস্য---
পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল)
পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)
পুরুষ-৩: মো. মহসিন (শিবির প্যানেল)

নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল)
নারী-২: ফাবলিহা জাহান (শিবির প্যানেল)
নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)


#সংগৃহীত______________

Address

Fulbaria

Telephone

+8801997118466

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Rofik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Rofik:

Share