Shahidul Islam Sayed

Shahidul Islam Sayed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shahidul Islam Sayed, Digital creator, Dhaka.
(1)

২০২৫ সালের জন্য কি আপনি নিজে দক্ষ প্রমাণিত করতে পারবেন?
চাকরি পিছে না দৌড়ায়ে নিজে চাকরী দেবার কথা শুধু চিন্তা করুন বাকিটা অটোমেটিক হয়ে যাবে আর তারই গাইড লাইন দেবার জন্য আপনার সাথে আছে https://shahidulislam.com

যাদের ব্লাড দরকার নিচের লিংকে গিয়ে সার্চ বক্স এ আপনার কাংক্ষিত রক্তের গ্রুপ লিখে সার্চ করুন আপনার কাছাকাছি যাদের ঠিকানা ...
24/07/2025

যাদের ব্লাড দরকার নিচের লিংকে গিয়ে সার্চ বক্স এ আপনার কাংক্ষিত রক্তের গ্রুপ লিখে সার্চ করুন আপনার কাছাকাছি যাদের ঠিকানা দেখতে পারবেন তাদেরকে ফোন করুন । আপনি কথা বলে ফাইনাল করে নিবেন কখন কোথায় রক্ত দিতে হবে বা সে পারবে কিনা।

বি.দ্র: আপনার সময়ে সাথে ডোনারের দেয়া সময় এডডাষ্ট না করলে দয়া করে গালাগালি করবেন না । অলরেডি এমন হয়েছে বিধায় উল্লেখ করলাম।

নোট: কোন প্রকার টাকা পয়সা লেনদেন করা থেকে বিরত থাকুন । আর কেউ করলেও আমি দায়ী থাকবে না ।

https://shahidulislam.com/blood-donor-list/

যদি আপনার হাতে মাত্র ১০ সেকেন্ড সময় থাকে তাহলে পোষ্ট টি শেয়ার করে আপনার ফেসবুক ওয়ালে রেখে দিন ।

24/07/2025

এখানে কিছুক্ষণ বসে থাকলে হয়তো জীবনের অনেক দুখই ভুলে থাকা যেতো।

🥲কান্না আটকাতে পারিনা। 🥲যতোবার খবর দেখি ততবারই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। 🌸আহ! একগুচ্ছ ফুল।🌸 হে কাবার মালিক অসুস্থদের দ্রু...
24/07/2025

🥲কান্না আটকাতে পারিনা। 🥲
যতোবার খবর দেখি ততবারই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।
🌸আহ! একগুচ্ছ ফুল।🌸 হে কাবার মালিক অসুস্থদের দ্রুত সুস্থ করুন এবং শহীদদের জান্নাত ও তার পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন 🤲🤲

23/07/2025

একেই বলে সাংবাদিকতা, We Respect Journalist 📢🎥

এই ভিডিওটা শেয়ার করে দিন সবার সাথে। আমরা চাই পুলিশ সংশোধন হোক মানুষের সেবায় নিয়োজিত হোক এইভাবে অন্যায়ের প্রতিবাদ করা উচিত সবাই মিলে।

23/07/2025

ইন্নালিল্লাহ, এইমাত্র মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে আ*গু*ন লাগছে, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি৷ কি শুরু হলো দেশে :

সংগ্রহীত......................

22/07/2025

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় একটি আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেল শামীম সরণিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে রওনা হয়েছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!
মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল। ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

❝আমি জানতাম তুমি আসবে❞

বন্ধুত্ব তো এমনই হওয়া উচিত,বন্ধু তোর কাছে কিছু চাই না। শেষ সময় পর্যন্ত শুধু পাসে থাকিস।

শূন্য মানে শূন্যতা নয়—বরং সীমাহীন সম্ভাবনার শুরু।যখন সবাই শুধু সফলতার শিখরে উঠার কথা বলে, আমি তখন শুরু করছি শুন্য নিয়ে...
22/07/2025

শূন্য মানে শূন্যতা নয়—বরং সীমাহীন সম্ভাবনার শুরু।

যখন সবাই শুধু সফলতার শিখরে উঠার কথা বলে, আমি তখন শুরু করছি শুন্য নিয়ে "শুরুটা আসলে শূন্য থেকে হয়"।

শূন্য মানে শূন্যতা নয়—বরং সীমাহীন সম্ভাবনার শুরু।

জিরো ফিলোসফি আর ফোর ডাইমেনশনাল থিঙ্কিং-এর মাধ্যমে আমরা পাল্টে দিতে পারি পুরো পৃথিবীর দৃষ্টিভঙ্গি।

আমি শিখেছি—কীভাবে শূন্য থেকে পূর্ণতায় পৌঁছাতে হয়। কীভাবে ওয়ান ডাইমেনশনাল লাইফ থেকে বেরিয়ে ফোর ডাইমেনশনাল লাইফ লীড করতে হয়।

নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, নিরাপদ পরিবার তৈরি করুন।

22/07/2025

পুরনো বিমানের চেয়ে বহু গুণে পুরনো গাড়ি বিভিন্ন রাস্তায় নিয়মিত চলছে।
দুর্ঘটনা ঘটার পরে নয়, আগেই ঐ পুরনো গাড়িগুলো বাদ দেন প্লিজ।

এক মাইলস্টোন শিক্ষার্থীর বাঁ'চার আকুতি -ক্লাস চলমান ; ছুটি হইতে আর ১০ মিনিট বাকি। স্টুডেন্টদের মনে  ছুটির আনন্দ। ক্যান ই...
21/07/2025

এক মাইলস্টোন শিক্ষার্থীর বাঁ'চার আকুতি -

ক্লাস চলমান ; ছুটি হইতে আর ১০ মিনিট বাকি। স্টুডেন্টদের মনে ছুটির আনন্দ। ক্যান ইউ ফিল দ্যাট হাউ মাচ দেই ওয়ার হ্যাপি জাস্ট বিফর টেন মিনিটস অব লিভিং? ছুটির পূর্বমুহুর্তের আনন্দ পৃথিবীর সকল আনন্দের চেয়ে হাজার গুণ বেশি।

হঠাৎ বিমান ক্ল্যাশ- চারিদিকে আ'গুন। আমি ছুটাছুটি করতেছি বাঁচার জন্যে। একটু ফাঁক খুঁজতেছি লাফ দিয়ে আ'গুনের পিন্ডি থেকে বের হওয়ার জন্যে।
যেদিকে তাকাচ্ছি সেদিকেই বিভীষিকাময় আ'গুন। দাউ দাউ করে জ্ব'লছে, আমার দিকে ছুটে আসতেছে। আমার চোখের সামনে প্রিয় বন্ধু ঝলসে যাচ্ছে আর আমি নিরুপায়।

তখনি অনুভব করতেছি আমার পিঠে আ'গুন।জামা পো'ড়ে চামড়া গলে যাচ্ছে।চুল পো'ড়ার গন্ধ পাচ্ছি । কই যাবো? দরজার দিকে তাকালাম অ'গ্নির বিভীষিকা ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না।

ক্লাসের কোণে গিয়ে গাত্রের আ'গুন নিভানোর চেষ্টা করতেছি। আ'গুন নিভতেছে না বরং আ'গুন সেখানেও উপস্থিত। এইতো জানলাটা দেখা যাচ্ছে - জানালা দিয়ে লাফ দেই। পরে বাঁচি ম'রি তবুও অ'গ্নী থেকে রক্ষা চাই। আমি ছোট বেলা থেকেই এটাকে ভয় করি । কিন্তু সেখানে ছিল স্টিলের বেড়া।

অ'গ্নিদগ্ধ শরীর নিয়ে স্টিল বাঁকানের চেষ্টা করলাম, শিকলগুলো ছেঁড়ার চেষ্টা করলাম। চেষ্টা চলমান - কিন্তু রাক্ষুসে অ'গ্নি এসে আমাকে শেষ করে দিল। তখনো একটা হাত আমার জানালার স্টিলে ধরা। বাঁচার বড় সাধ ছিল আমার!

মৃ'ত্যুর পূর্বপর্যন্ত আমার বাঁচার চেষ্টা । কিন্তু আমি বাঁচতে পারিনি।

Blood Donner List Update:: এখানে ৩১৫০+ ডোনার লিষ্ট ফোন নম্বর সহ দেয়া আছে। দয়া করে সবাই এই পোস্টটা একটু শেয়ার করে দেন ...
21/07/2025

Blood Donner List Update::

এখানে ৩১৫০+ ডোনার লিষ্ট ফোন নম্বর সহ দেয়া আছে। দয়া করে সবাই এই পোস্টটা একটু শেয়ার করে দেন আপনার নিজের ওয়ালে। তাহলে অন্ততপক্ষে যাদের রক্ত দরকার তারাই লিস্ট থেকে ডোনারদের ফোন নাম্বার নিয়ে কথা বলতে পারবে।

https://docs.google.com/spreadsheets/d/1jeIkweIqiJtER32eIToZnuXtfcjPOkAqLT15tp_CQOI/edit?usp=drivesdk

Address

Dhaka

Telephone

+8801400486272

Website

https://shahidulislam.com/, https://bio.link/itshahidulbd

Alerts

Be the first to know and let us send you an email when Shahidul Islam Sayed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahidul Islam Sayed:

Share