Shahidul Islam Sayed

Shahidul Islam Sayed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shahidul Islam Sayed, Digital creator, Mirpur, Dhaka.
(1)

২০২৫ সালের জন্য কি আপনি নিজে দক্ষ প্রমাণিত করতে পারবেন?
চাকরি পিছে না দৌড়ায়ে নিজে চাকরী দেবার কথা শুধু চিন্তা করুন বাকিটা অটোমেটিক হয়ে যাবে আর তারই গাইড লাইন দেবার জন্য আপনার সাথে আছে https://shahidulislam.com

সকালে উঠেই স্ট্রেসড আর টায়ার্ড লাগে? আপনার ব্রেইনকে সাফল্যের জন্য '100%' রেডি এবং অপ্টিমাইজড করুন এই সহজ Routine দিয়ে!Ca...
16/09/2025

সকালে উঠেই স্ট্রেসড আর টায়ার্ড লাগে? আপনার ব্রেইনকে সাফল্যের জন্য '100%' রেডি এবং অপ্টিমাইজড করুন এই সহজ Routine দিয়ে!
Cambridge Fellow এবং নিউরোলজিস্ট, Dr. Sweta Adatia এই বিষয়ে অনেকদিন ধরে কাজ করছেন। তিনি সম্প্রতি একটা পডাকাস্টে কথা বলেছেন একটা টেকনিক বা ফ্রেইমওয়ার্ক নিয়ে! আমি তার পডকাস্টের কথার সারসংক্ষেপ নিচে দিয়ে দিচ্ছিঃ

তার মতে কয়েকটি ছোট ছোট অভ্যাস বা Rituals আপনার ব্রেইনকে Reactive মোড থেকে বের করে Intentional এবং High-Performance মোডে নিয়ে যেতে পারে।

এই সহজ ফ্রেমওয়ার্কটার তিনি নাম দিয়েছেন MOVERS। ফ্রেইমওয়ার্কটার প্রতিটি কাজের জন্য মাত্র ৫ মিনিট সময় দিলেই চলবে!

M - Meditation (মেডিটেশন):
সকালে উঠেই ৫ মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে বসুন। কোনো কিছু নিয়ে বেশি ভাবার দরকার নেই, শুধু নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এটা আপনার ব্রেইনের আলফা এবং থিটা ওয়েভকে অ্যাক্টিভেট করে, যা আপনাকে শান্ত ও ফোকাসড হতে সাহায্য করে।

O - Oxygenation (অক্সিজেনেশন):
ঘুম থেকে উঠে সরাসরি বারান্দায় বা জানালার কাছে যান, যেখানে সূর্যের আলো আসে। ৫ মিনিট ধরে বুক ভরে শ্বাস নিন আর ছাড়ুন। সকালের আলো আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লক (Circadian Rhythm) ঠিক করে, যা আপনার মুড এবং হরমোনকে ব্যালেন্স করে।

V - Visualization (ভিজ্যুয়ালাইজেশন):
দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা মিটিংটি মনে মনে কল্পনা করুন। ভাবুন যে আপনি খুব সফলভাবে কাজটি শেষ করছেন। এই Mental Rehearsal আপনার ব্রেইনকে সেই কাজের জন্য আগে থেকেই প্রস্তুত করে এবং পারফরম্যান্স অ্যাংজাইটি কমায়।

E - Exercise (ব্যায়াম):
৫-১৫ মিনিটের হালকা ব্যায়াম করুন। এটা হতে পারে একটু স্ট্রেচিং, ব্যালেন্স ট্রেনিং বা ট্রেডমিলে হাঁটা। শারীরিক মুভমেন্ট সরাসরি আপনার ব্রেইনের ফাংশন এবং মেমোরিকে উন্নত করে।

R - Reading (পড়া):
সকালে আমাদের ব্রেইন নতুন কিছু গ্রহণ করার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। এই সময় পজিটিভ বা আপনার লক্ষ্য সম্পর্কিত কোনো বইয়ের এক পাতা পড়ুন। কোনো মোটিভেশনাল আর্টিকেল বা অ্যাফারমেশনও পড়তে পারেন।

S - Scribing (লেখা বা জার্নালিং):
একটা ডায়েরি বা নোটবুকে আপনার মনের মধ্যে জমে থাকা নেগেটিভ চিন্তা বা যে জিনিসগুলো আপনাকে ভোগাচ্ছে, সেগুলো লিখে ফেলুন। এই "Brain Dump" আপনার মনকে পরিষ্কার করে এবং আপনাকে ভারমুক্ত অনুভূতি দেয়।

আরও কিছু প্রো-টিপস দিয়েছেন তিনিঃ
১। সকালে উঠেই ফোন ধরবেন না: ফোনের নোটিফিকেশন আপনার ব্রেইনকে সরাসরি স্ট্রেসফুল বা Reactive মোডে নিয়ে যায়। দিনের শুরুটা করুন নিজের মতো করে, অন্যের এজেন্ডা দিয়ে নয়।

২। প্রথম এক ঘণ্টা কফি খাবেন না: সকালে আমাদের শরীর প্রাকৃতিকভাবেই কর্টিসল হরমোন রিলিজ করে আমাদের জাগিয়ে তোলে। এর সাথে সাথেই ক্যাফেইন নিলে অ্যাংজাইটি বা নার্ভাসনেস বেড়ে যেতে পারে।

৩। ছোট ছোট অভ্যাস তৈরি করুন: প্রতিদিন মাত্র ৫ মিনিট করে প্রতিটি কাজ করলেও এক মাস পর দেখবেন আপনার মানসিক অবস্থায় বিশাল পরিবর্তন এসেছে। ধারাবাহিকতাই আসল শক্তি।

এই MOVERS রুটিনটি আপনার দিনকে উদ্দেশ্যহীনভাবে শুরু করার বদলে একটি শক্তিশালী এবং পজিটিভ মনোভাব দিয়ে শুরু করতে সাহায্য করবে।

পোস্টটি সেভ + শেয়ার করে রাখুন 🙂

16/09/2025

হাইওয়েতে বাইক চালানোর সময় যে বিপদের মুখে পড়তে পারেন এবং যা করণীয় – দেখুন আজকের ভিডিওতে।

ভিডিও মেকিং: Bangladesh Honda Private Limited ধন্যবাদ আপনাদের।

✨ ১০টি স্মার্ট Gmail Hack, যা হয়তো আপনি জানেন না!👉 Gmail ব্যবহার করছেন প্রায় 1.8 বিলিয়ন মানুষ।কিন্তু এর মধ্যে মাত্র ২% ম...
13/09/2025

✨ ১০টি স্মার্ট Gmail Hack, যা হয়তো আপনি জানেন না!

👉 Gmail ব্যবহার করছেন প্রায় 1.8 বিলিয়ন মানুষ।
কিন্তু এর মধ্যে মাত্র ২% মানুষ এটাকে আসলেই smart way-তে ব্যবহার করতে পারে।
আপনিও চাইলে এই ১০টা হ্যাক ব্যবহার করে Gmail-এ হয়ে উঠতে পারেন আরও প্রোডাক্টিভ!

1️⃣ Undo Sent Email (ভুল করে পাঠানো মেইল ফিরিয়ে আনুন)

Settings icon > See All Settings > General

"Undo Send" অন করুন ও Timer দিন 30 seconds
✅ ভুল ইমেইল সহজেই ফিরিয়ে আনতে পারবেন।

2️⃣ Bulk Delete Promotional Emails

Gmail-এ সার্চ দিন "unsubscribe"

সব ইমেইল সিলেক্ট করে Delete করুন
✅ এক মিনিটেই ইনবক্স ঝকঝকে!

3️⃣ Send Confidential Emails (সিকিউর মেইল পাঠান)

নতুন ইমেইল লেখার সময় Padlock Icon চাপুন

মেইল কপি, প্রিন্ট বা ফরওয়ার্ড করা যাবে না
✅ আপনার ইমেইল থাকবে সম্পূর্ণ প্রাইভেট ও সিকিউর।

4️⃣ Check Gmail Offline (ইন্টারনেট ছাড়াই মেইল পড়ুন)

Gmail > Settings > Offline tab

Offline access Enable করুন
✅ নেট ছাড়াও মেইল পড়তে পারবেন।

5️⃣ Fixer AI – Gmail/Outlook এর জন্য AI Assistant

Email ও Meetings অটোমেট করুন

Smartভাবে ম্যানেজ করুন—priority set, auto draft
✅ দিনে প্রায় ৬০ মিনিট সময় বাঁচান!

6️⃣ Schedule Email (যেকোনো সময়ের জন্য শিডিউল করুন)

Compose > Send এর পাশে Arrow > Schedule Send
✅ নির্দিষ্ট দিন/সময় অনুযায়ী ইমেইল পাঠান।

7️⃣ Snooze Emails (পরে পড়ার জন্য সেভ করুন)

Email-এর পাশে Clock Icon চাপুন

সময় সেট করুন, মেইল আবার ইনবক্সে ফিরে আসবে
✅ Inbox সবসময় Organized থাকবে।

8️⃣ Organize with Labels

Work, Personal, Travel ইত্যাদি Label তৈরি করুন

Toolbar থেকে Labels চাপুন ও Tag দিন
✅ এক নজরে ইনবক্স সাজানো থাকবে।

9️⃣ Create Custom Templates

Compose > 3-dot menu > Templates

“Save draft as template” > “Save as new”
✅ একই লেখা বারবার টাইপ করার ঝামেলা নেই।

🔟 Use Keyboard Shortcuts

Settings > General > Keyboard Shortcuts On

সব শর্টকাট দেখতে চাপুন Shift + ?
✅ সময় বাঁচান, দ্রুত কাজ শেষ করুন।

📌 Final Note:
এই ১০টা Gmail Hack শিখে নিলে আপনি শুধু ইনবক্স ম্যানেজ করবেন না, বরং সময়ও বাঁচাবেন এবং কাজের গতি বাড়বে কয়েকগুণ 🚀

ইউটিউব একটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম। যেখানে সব ধরনের তথ্য ও বিনোদন পাওয়া যায়। আবার অনেকে শখের বশেই হোক বা অনলাইনে আয়ের ...
12/09/2025

ইউটিউব একটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম। যেখানে সব ধরনের তথ্য ও বিনোদন পাওয়া যায়। আবার অনেকে শখের বশেই হোক বা অনলাইনে আয়ের জন্যেই হোক, এতে নিজের চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করছেন।

তবে বিভিন্ন দেশের ভাষায় ভিন্নতা থাকায় অনেক কষ্ট করে ভিডিও বানালেও তা অনেকের কাছে সহজবোধ্য হচ্ছে না। তা অন্যের কাছে জনপ্রিয়ওে হচ্ছে না। তাই এমন সমস্যার সমাধান বের করেছে ইউটিউব। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) মাল্টিল্যাঙ্গুয়েজ ডাবিং সুবিধা চালু করেছে ইউটিউব। সুবিধাটি চালুর ফলে নিজেদের তৈরি যেকোনো ভিডিওর বার্তা একাধিক ভাষায় স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করা যাবে। ফলে ভিন্ন ভাষীরাও সহজে ভিডিওর বিষয়বস্তু জানতে পারবেন। সুবিধাটি পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইউটিউব।

ইউটিউবের তথ্যমতে, গুগলের এআই মডেল জেমিনি কাজে লাগিয়ে নতুন এ সুবিধা চালু করা হয়েছে। ফলে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করার পাশাপাশি কণ্ঠের আবেগ ও ভঙ্গিও ধরে রাখতে পারে সুবিধাটি। দর্শক ধরে রাখার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখছে। অডিওর পাশাপাশি মাল্টিল্যাঙ্গুয়েজ থাম্বনেলও পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এর মাধ্যমে ভিন্ন ভাষীদের জন্য আলাদা থাম্বনেল প্রদর্শন করা যাবে। ফলে ভিডিও আরও প্রাসঙ্গিক ও আকর্ষণীয় হবে। এমনকি আলাদা ভাষাভিত্তিক চ্যানেল খোলার প্রয়োজন হবে না।

ইতোমধ্যে যেসব ভিডিও নির্মাতা বহু ভাষার এই অডিও সুবিধা ব্যবহার শুরু করেছেন, তাদের ভিডিওর দর্শকসংখ্যা প্রায় এক–চতুর্থাংশ বেশি হচ্ছে। মার্ক রোবারের মতো নির্মাতা প্রতিটি ভিডিওতে প্রায় ৩০টি ভাষায় অডিও যুক্ত করছেন। ফলে দক্ষিণ কোরিয়ার সিউল থেকে শুরু করে ব্রাজিলের সাও পাওলো পর্যন্ত বিশ্বের নানা প্রান্তের দর্শক তার ভিডিও দেখতে পারছেন।

এআইনির্ভর এই সুবিধা ইউটিউবের লোকালাইজেশন প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্মাতারা এখন ভাষার বাধা ছাড়াই বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছাতে পারছেন। অন্যদিকে দর্শকেরাও নিজেদের মাতৃভাষায় কনটেন্ট উপভোগের সুযোগ পাচ্ছেন।

🌟 বড় কিছু করতে হলে ঝুঁকি নিতেই হবে! 🌟জীবনে দুটি পথ—🔹 ঝুঁকির পথ → হয় পুরস্কার পাবেন, নয়তো শিক্ষা পাবেন। যেটাই হোক, আপনি ...
10/09/2025

🌟 বড় কিছু করতে হলে ঝুঁকি নিতেই হবে! 🌟

জীবনে দুটি পথ—
🔹 ঝুঁকির পথ → হয় পুরস্কার পাবেন, নয়তো শিক্ষা পাবেন। যেটাই হোক, আপনি এগিয়ে যাবেন।
🔹 নিরাপদের পথ → সাময়িক স্বস্তি হয়তো পাবেন, কিন্তু শেষে থেকে যাবে একটাই জিনিস—অনুশোচনা।

👉 প্রতিটি বড় অর্জনের পেছনেই আছে ঝুঁকি।
প্রশ্ন হলো—আপনি কি সেই ঝুঁকি নিতে প্রস্তুত?

ঋণমুক্তির বিশেষ দোয়াএকদিন হজরত আলী (রা.)-এর নিকট এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম, আপনি আমাকে সাহ...
07/09/2025

ঋণমুক্তির বিশেষ দোয়া

একদিন হজরত আলী (রা.)-এর নিকট এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম, আপনি আমাকে সাহায্য করুন। হজরত আলী (রা.) বললেন, আমি কী তোমাকে এমন কিছু (দোয়া) বাক্য শিখিয়ে দেব- যেগুলো নবী করিম (সা.) আমাকে শিখিয়েছিলেন? (এগুলো পাঠ করলে) তোমার ওপর যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহতায়ালা তা আদায়ের ব্যবস্থা করে দিবেন।

এরপর তিনি এই দোয়াটি বলেন-
اللَّهُمَّ اكْفِني بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ ، وَأغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِواكَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইকফিনী বি-হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াকা।

অর্থ: হে আল্লাহ! আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিক দান কর যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও।

🚨 বিদায় নিতে চলেছে Windows 10 😅💔🪦 আরেকটি কিংবদন্তি অপারেটিং সিস্টেম চলে যাচ্ছে ইতিহাসের পাতায়…চলুন দেখে নিই 👉 কোন কোন Wi...
06/09/2025

🚨 বিদায় নিতে চলেছে Windows 10 😅💔
🪦 আরেকটি কিংবদন্তি অপারেটিং সিস্টেম চলে যাচ্ছে ইতিহাসের পাতায়…

চলুন দেখে নিই 👉 কোন কোন Windows আমাদের সাথে ছিল আর কবে বিদায় নিয়েছে:

✨ Windows XP
📅 রিলিজ: ২৫ অক্টোবর, ২০০১
⏳ সমাপ্তি: ৮ এপ্রিল, ২০১৪

✨ Windows 7
📅 রিলিজ: ২২ অক্টোবর, ২০০৯
⏳ সমাপ্তি: ১৪ জানুয়ারি, ২০২০

✨ Windows 8
📅 রিলিজ: ২৬ অক্টোবর, ২০১২
⏳ সমাপ্তি: ১০ জানুয়ারি, ২০২৩

✨ Windows 10
📅 রিলিজ: ২৯ জুলাই, ২০১৫
⏳ সমাপ্তি: ১৪ অক্টোবর, ২০২৫

💡 প্রতিটি Windows শুধু সফটওয়্যার নয়—প্রতিটি একেকটা প্রজন্মের স্মৃতি, অভিজ্ঞতা আর গল্প।

👉 এখন প্রশ্ন হলো, আপনার সবচেয়ে প্রিয় Windows কোনটা ছিল? কোন Windows এর সাথে আপনার সবচেয়ে বেশি স্মৃতি জড়িয়ে আছে? 🧐

আমি একমত ব্যাটারি চালিত রিক্সার জন্য অনেক মানুষ দুর্ঘটনায় ঘটে যায়। প্রতিদিন চোখে পড়ে এমন এমন সব এক্সিডেন্ট। কারণ রাস্ত...
05/09/2025

আমি একমত ব্যাটারি চালিত রিক্সার জন্য অনেক মানুষ দুর্ঘটনায় ঘটে যায়। প্রতিদিন চোখে পড়ে এমন এমন সব এক্সিডেন্ট। কারণ রাস্তায় যত গাড়ি চলে সব গাড়ি নিয়ন্ত্রণ করা যায় কিন্তু অটোরিকশা নিয়ন্ত্রণ করা যায় না করতে পারেও না। তারা তাদের ইচ্ছা মতন রাস্তা দিয়ে চলাফেরা করে। এইটা বন্ধ করা উচিত।

ব্যাটারি রিক্সা যদি রোডে চলে, তাহলে গাড়ির আয়কর নেয়া বন্ধ করুন। কারন, কেউ ট্যাক্স দেবে আর কেউ দেবে না, এটা হতে পারে না।
- সংগৃহীত

✨ NANO BANANA – নতুন চমক নাকি হুমকি? 🤔🍌Google আবারও বিশ্বকে নাড়িয়ে দিলো তাদের নতুন AI প্রযুক্তি দিয়ে।নাম দিয়েছে Nano Ban...
04/09/2025

✨ NANO BANANA – নতুন চমক নাকি হুমকি? 🤔🍌
Google আবারও বিশ্বকে নাড়িয়ে দিলো তাদের নতুন AI প্রযুক্তি দিয়ে।
নাম দিয়েছে Nano Banana—এখন Gemini App-এ পাওয়া যাচ্ছে Gemini 2.5 Flash Image নামে।

এটা শুধু আরেকটা টুল নয়, বরং ছবি সম্পাদনা ও জেনারেশনের ভবিষ্যৎ।

🔍 Nano Banana আসলে কী?
Nano Banana হলো Google DeepMind-এর তৈরি এক নতুন প্রজন্মের AI ইমেজ এডিটিং মডেল। সহজভাবে বললে, এই প্রযুক্তি দিয়ে আপনি যে কোনো ছবি সম্পাদনা করতে পারবেন—তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, ছবি যতবারই পরিবর্তন করুন না কেন, ছবিতে থাকা ব্যক্তির আসল পরিচিতি বা বৈশিষ্ট্য অটুট থাকবে।
⚡ Nano Banana কীভাবে কাজ করে?
▪ চেহারা একই রেখে পরিবর্তন: ছবিতে যেই মানুষ বা পোষা প্রাণী আছে, তাদের মুখ বা বৈশিষ্ট্য একেবারেই বদলাবে না। আপনি চাইলে পোশাক, স্টাইল, এমনকি পেশাদার ব্যাকগ্রাউন্ডও বদলে ফেলতে পারবেন, কিন্তু মানুষটা আগের মতোই থাকবে।
▪ স্টাইল ও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন: চাইলে কাউকে প্রাচীন যুগের পোশাকে সাজানো যাবে, বা ভবিষ্যতের কোনো দৃশ্যে দাঁড় করানো যাবে। ছবির ব্যাকগ্রাউন্ড অফিস, সমুদ্র সৈকত বা অন্য কোনো কল্পনার জগতে পরিবর্তন করা সম্ভব।
▪ ছবি ব্লেন্ডিং: একাধিক ছবিকে মিশিয়ে নতুন একটি দৃশ্য তৈরি করা যায়। যেমন, আপনার ছবিকে এবং আপনার পোষা কুকুরকে একই দৃশ্যে একত্র করা।
▪ ধাপে ধাপে এডিটিং (Multi-Turn Editing): একবার ছবি সম্পাদনা করে থেমে থাকতে হবে না। প্রথমে রঙ পরিবর্তন, তারপর ব্যাকগ্রাউন্ড বদল, পরে আসবাবপত্র যোগ—সব একসাথে ধারাবাহিকভাবে করা যায়।
▪ স্টাইল ট্রান্সফার: একটি ছবির নকশা, টেক্সচার বা ডিজাইন অন্য ছবিতে প্রয়োগ করা যায়। যেমন, কোনো ফ্লাওয়ার প্যাটার্ন অন্য ছবির জ্যাকেটে যুক্ত করা।
▪ Google-এর জ্ঞান ব্যবহার: সাধারণ ছবির বাইরেও এটি প্রাসঙ্গিক তথ্য যোগ করতে পারে। যেমন, একটি টেক্সট প্রম্পট দিলেই সৃজনশীলভাবে সেই অনুযায়ী নতুন ছবি তৈরি করবে।
🌟 Nano Banana-এর সুবিধা কারা উপভোগ করবে ??
▪ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য স্বর্গ: ছবি দিয়ে সৃজনশীল কনটেন্ট বানানো অনেক সহজ হয়ে যাবে।
▪ E-commerce ব্যবসায়ীদের জন্য শক্তিশালী টুল: প্রোডাক্টের বিভিন্ন ভ্যারিয়েশন যেমন রঙ, ব্যাকগ্রাউন্ড বা ব্যবহার দেখানো সহজ হবে।
▪ মার্কেটিং ও বিজ্ঞাপনের জন্য বিপ্লব: প্রোমোশনাল ছবি আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যাবে।
▪ ডিজাইনার ও ইন্টেরিয়র আর্কিটেক্টদের জন্য সহায়ক: কেবল একটি প্রম্পট দিয়ে রুম বা পণ্যের ভিজ্যুয়াল পরিবর্তন সম্ভব।
▪ সময় ও খরচ সাশ্রয়: ফটোশপ বা জটিল সফটওয়্যার ছাড়াই মিনিটে ছবি তৈরি করা যাবে।

⚠️ কিন্তু বিপদও বিশাল!💀💀
🔺 Nano Banana যতটা শক্তিশালী, ততটাই ভয়ঙ্কর হতে পারে💀
🔺 Deepfake এখন আরও সহজ—কাউকে যে কোনো দৃশ্যে বসানো সম্ভব 💀
🔺 ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়াতে ব্যবহার হতে পারে💀
🔺 ব্যক্তিগত গোপনীয়তা ধ্বংসের মুখে পড়তে পারে💀
🔺 Google watermark দিলেও সেটি মুছে ফেলা সম্ভব💀

এ কারণে অনেক বিশেষজ্ঞ এখনই সতর্কবার্তা দিচ্ছেন—
👉 এই প্রযুক্তি যেমন চমক, তেমনি হতে পারে বড় সামাজিক হুমকি!
তাহলে প্রশ্ন রয়ে যায়!!
Nano Banana—একদিকে ভবিষ্যতের সৃজনশীলতার দরজা খুলে দিয়েছে, অন্যদিকে Deepfake দিয়ে সমাজকে বিপদে ফেলার সম্ভাবনা তৈরি করেছে।
👉 এটি কি মানবজাতির জন্য অভূতপূর্ব অগ্রগতি,
নাকি এক নতুন ডিজিটাল দুঃস্বপ্নের শুরু❓

1. ChatGPT.com – যে কোনো সমস্যার সমাধান করে।2. Syllaby.io – ভিডিও বানাও আর সঙ্গে সঙ্গে প্রকাশ করো।3. MidJourney.com – সে...
31/08/2025

1. ChatGPT.com – যে কোনো সমস্যার সমাধান করে।
2. Syllaby.io – ভিডিও বানাও আর সঙ্গে সঙ্গে প্রকাশ করো।
3. MidJourney.com – সেকেন্ডে আর্ট বা ছবি তৈরি করে।
4. Hellowarrant.com – মার্কেটিং কমপ্লায়েন্সের জন্য এআই সহায়তা।
5. Heygen.com – এআই অবতার তৈরি করে।
6. Soundraw.io – কয়েক সেকেন্ডে গান বানায়।
7. Ranked.ai – গুগলে র‌্যাঙ্ক বাড়াতে সাহায্য করে।
8. Submagic.co – লম্বা ভিডিওকে ছোট ক্লিপে পরিণত করে।
9. SlidesAI.io – স্বয়ংক্রিয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করে।10. PicWish.com – দ্রুত ছবি এডিট করে।
11. Fastread.io – ইবুক তৈরি করো সহজেই।
12. Bibley.io – বাইবেল স্টাডির জন্য এআই টুল।
13. Manus.im – যেকোনো অ্যাপ কোড করে দেয়।
14. Capsho.com – পডকাস্টকে কনটেন্টে রূপান্তর করে।
15. Webinarkit.com – ওয়েবিনারের জন্য এআই টুল।
16. Creatorunlock.com – ইউটিউব ক্রিয়েটরদের সহায়তা করে।
17. Grok.com – সব সমাধান দেয়, তবে একটু রসিক ভঙ্গিতে।
18. Adcreative.ai – বিজ্ঞাপনের জন্য দুর্দান্ত এআই টুল।
19. Canva.com – ডিজাইন করো যেকোনো কিছু।
20. Fastphoto.io – এআই হেডশট ছবি তৈরি করে।
21. askcoachken.com – এআই সম্পর্ক বিষয়ক কোচ।
22. threadmaster.ai – ভাইরাল ফেসবুক থ্রেড তৈরি করে।
23. V0.dev – ফ্রন্টএন্ড মকআপ তৈরি করো সহজে।
24. suno.com – এআই দিয়ে গান তৈরি করো।
25. keywordsearch.com – বিজ্ঞাপনের কনভার্সন বাড়ায়।
26. labs.google – গুগলের এআই ভিডিও মেকার।
27. Beautiful.ai – ঝকঝকে এআই প্রেজেন্টেশন বানায়।
28. Remove.bg – সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দেয়।
29. Uizard.io – স্কেচকে UI মকআপে রূপান্তর করে।
30. Aiva.ai – এআই দিয়ে সুর তৈরি করে।
31. AnimaApp.com – ডিজাইনকে কোডে রূপান্তর করে।
32. Replika.ai – এআই সম্পর্ক সঙ্গী।
33. notebooklm.google.com – যেকোনো লেখা থেকে পডকাস্ট বানায়।
34. Photes.io – ছবিকে টেক্সট নোটে পরিণত করে।
35. Magai.ai – সব এআই মডেল এক জায়গায়।
36. Abdulla Al Mamun - ক্যারিয়ার নিয়ে গাইড করে
37. fastpedia.io – এআই টুলের ডিরেক্টরি।
38. kuse.ai – ChatGPT কে হোয়াইটবোর্ডে নিয়ে আসে।
39. createanything.com – অ্যাপ আর ওয়েবসাইট তৈরি করো।
40. snowglobe.so – ইউজার টেস্টিং সিমুলেট করে।
41. sintra.ai – এআই এজেন্টদের টিম তৈরি করে।
42. livex.ai – কাস্টমার ধরে রাখতে এআই এজেন্ট।
43. Revatto.com – গ্রাহক হারানো কমাতে সাহায্য করে।
44. clueso.io – মিনিটে প্রোডাক্ট ভিডিও বানায়।
45. skala.io – স্টার্টআপের জন্য লিগ্যাল প্ল্যাটফর্ম।
46. n8n.io – অটোমেশন করো যেকোনো কাজ।
47. beehiiv.com – ক্রিয়েটরদের জন্য সেরা নিউজলেটার টুল।
48. blur-it.app – সংবেদনশীল তথ্য ব্লার করে।
49. perplexity.ai – সেরা এআই সার্চ ইঞ্জিন।
50. CopyOwl.ai – আর্টিকেল নিয়ে গভীর গবেষণা করে।

#ভাইরাল

ব্যবসা করতে গিয়ে যা শিখেছিঃ--------*----------**----------১। সিস্টেমকে বিশ্বাস করুন, মানুষকে নয়, সে যেই হোক।২। অযোগ্য মা...
28/08/2025

ব্যবসা করতে গিয়ে যা শিখেছিঃ

--------*----------**----------
১। সিস্টেমকে বিশ্বাস করুন, মানুষকে নয়, সে যেই হোক।
২। অযোগ্য মানুষকে হেল্প করার নিয়তে ব্যবসার দায়িত্ব দেবেন না।
বাঁশ খাবেন ঝাড় সহ।
৩। নেগেটিভ মানুষদের (যারা ভাইরাস ছড়ায়) কোনো চিন্তা না করেই ফায়ার করুন। এরা বিষাক্ত ও ছোঁয়াচে।
৪। আপনার স্বপ্নকে যে কর্মী বিশ্বাস করেনা, লালন করেনা , ফায়ার করুন।
৫। যে এমপ্লয়ী নিজেকে আপডেইট করেনা, NOKIA হয়ে আছে বছরের পর বছর, ফায়ার করুন।
৬। একজন এমপ্লয়ীকে যত বেতন দিচ্ছেন তার কমপক্ষে ১২ গুণ মুনাফা তার কাছ থেকে না পেলে ঐ কর্মী প্রতিষ্ঠানের বোঝা।
৭। নতুন এমপ্লয়ী নিয়োগ দিলে যদি পুরাতন কেউ আপনার ও প্রতিষ্ঠানের সমালোচনা করে, তাকে সাথে সাথে ফায়ার করুন।
৮। প্রতিষ্ঠানের একটি সংস্কৃতি গড়ে তুলুন। মানতে বাধ্য করুন।
৯। একবার কেউ চুরি করলে মাফ করবেন না। সুযোগ পেলে আবারো করবে। নিশ্চিত থাকুন।
১০। যতটা সম্ভব ক্যাশ লেনদেন থেকে বের হয়ে আসুন। কাউকে বিশ্বাস করবেন না। মরা মানুষও নাকি টাকা দেখলে হা করে।
১১। শর্টটার্মের জন্য এমপ্লয়ী নেবেন না।
১২। যে এমপ্লয়ী চাকরি করার মনোভাব রাখে, প্রতিষ্ঠানকে নিজের মনে করে না তাকে দিয়ে প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন সম্ভব নয়।
১৩। যে এমপ্লয়ী প্রতিষ্ঠানের অপচয় রোধে সচেতন নয় (বিদ্যুত/গ্যাস/পানি/খাবার/গ্যাস/স্পেইস/কাগজ/কলম ইত্যাদি) তাকে কিক আউট করুন।
১৪। যে এমপ্লয়ীরা গীবত করে তাদের কিক আউট করুন।
১৫। যে এমপ্লয়ীরা ভুল করার পর অযুহাত দাড় করায় বা অন্যের উপর দোষ চাপায়, কিক আউট করুন।
১৬। আত্মীয় হলেই বিশ্বাস করে টাকাপয়সা হ্যান্ডল করতে দেবেন না। তদারকির মধ্যে রাখবেন।
১৭। যাদের যে কোনো ধরনের নেশা আছে, তাদেরকে প্রতিষ্ঠানে যুক্ত না রাখাই ভালো। বেশ ভালো।

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801400486272

Website

https://shahidulislam.com/, https://bio.link/itshahidulbd

Alerts

Be the first to know and let us send you an email when Shahidul Islam Sayed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahidul Islam Sayed:

Share