৩৬' জুলাই

৩৬' জুলাই "আমার নিঃশ্বাস রুখে দাও, তবু আমার চিন্তা রুখতে পারবে না।"

শেয়ার করে ছড়িয়ে দিন
16/08/2025

শেয়ার করে ছড়িয়ে দিন

গাজীপুরে  এক নব বধূকে তুলে নিয়ে ধর্ষণ করা হলো।রেপিস্ট কিছুক্ষণের মধ্যে পুলিশের কাছে ধরাও পড়লো। কিন্তু আশ্চর্য কনফিডেন্স ...
15/08/2025

গাজীপুরে এক নব বধূকে তুলে নিয়ে ধর্ষণ করা হলো।

রেপিস্ট কিছুক্ষণের মধ্যে পুলিশের কাছে ধরাও পড়লো।

কিন্তু আশ্চর্য কনফিডেন্স নিয়ে সে পুলিশ অফিসারকে বললো, আমার বা* ছেড়ার ক্ষমতাও তোমার নাই।

কিছুক্ষণ পর শেখ মুজিব থানায় ফোন করে সেই ধর্ষককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

ধর্ষক হাসতে হাসতে জেল থেকে বের হয়ে আসেন।

কাহিনীটা ১৯৭৪ সালের।

হুমায়ূন আহমেদ এর দেয়াল বইতেও এর কাছাকাছি একটা কাহিনি পাবেন।

এটা শুধু একটা ঘটনা।

এমন হাজারটা ঘটনা দেখানো যাবে,যেখানে মুজিব নিজে সরাসরি গুম খুন আর ধর্ষকদের প্রোটেকশন দিয়েছেন।

সিরাজ সিকদারকে খুন করা হয়েছিল চট্টগ্রামে।

স্বাধীন বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যাকান্ড।

মুজিব সংসদে দাঁড়িয়ে সেই খুনকে সেলিব্রেট করে বললেন, কোথায় আজ সিরাজ শিকদার?

বাংলাদেশের ২০ লাখ লোক দুর্ভিক্ষে মারা গেল।

অস্ট্রেলিয়ার এক সাংবাদিক ক্যামেরার সামনে কাঁদতে লাগলেন।

মুজিব অত্যন্ত রেগে মেগে সেই সাংবাদিককে এটাক করে বললেন, ১৫-২০ হাজারের বেশি মানুষ মরেনি। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

মাত্র ৩ বছরে শুধুমাত্র জাসদের ৪০ হাজার নেতা কর্মীকে হত্যা করিয়েছেন শেখ মুজিব।

৪ টা পত্রিকা রেখে বাকি সব পত্রিকাকে নিষিদ্ধ করেছেন শেখ মুজিব।

হাসিনা যদি হয় ফেরাউন। মুজিব ছিলেন ডাবল ফেরাউন।

এই ফেরাউনকে যারা আজ বিনম্র শ্রদ্ধা জানালেন, আপনারাই আর ১০ বছর পর হাসিনাকেও বিনম্র শ্রদ্ধা জানাবেন।

মুজিবকে সম্মান করা মানে গাজীপুরে গ্যাং রেপ হওয়া সেই নব বধূটার রক্তকে সেলিব্রেট করা।

মুজিবকে শ্রদ্ধা জানানো মানে মুজিবের লুটপাটে, দুর্ভিক্ষে মারা যাওয়া বাংলাদেশের ২০ লাখ মানুষের রক্তকে সেলিব্রেট করা।

মুজিবকে শ্রদ্ধা জানানো মানে জাসদের ৪০ হাজার নেতা কর্মীকে হত্যা সেলিব্রেট করা।

মুজিবকে শ্রদ্ধা জানানো মানে ৪ টা পত্রিকা রেখে বাকি সব পত্রিকা নিষিদ্ধ করাকে সেলিব্রেট করা।

মুজিবকে সেলিব্রেট করতে যদি আপনি পেরে থাকেন, হাসিনাকেও আপনি সেলিব্রেট করতে পারবেন।

শেখ মুজিবের একমাত্র পরিচয়, তিনি খুনী। হাসিনা ১৭ বছর ধরে চেষ্টা করেও মুজিবের ৩ বছরের সমান খুন করতে পারে নাই।

সেই খুনীকে আজ জানানো হচ্ছে বিনম্র শ্রদ্ধা!!

আল্লাহর অশেষ রহমত ফেরাউন এই দেশে জন্মে নাই।

জন্মালে এই দেশের কিছু মানুষ সেই ফেরাউনকেও বিনম্র শ্রদ্ধা জানাতো।

২০ লাখ লোককে দুর্ভিক্ষে মেরে ফেলার পরেও, ৪০ হাজার নেতা কর্মীকে খুন করার পরেও, সকল পত্রিকা অফ করে দেওয়ার পরেও, ধর্ষকদের প্রোটেকশন দেওয়ার পরেও যে দেশে সম্মান পাওয়া যায়, সেই দেশে বারবার মুজিবের মত স্বৈরাচার ই তো জন্মাবে, নাকি?

লেখা : সংগ্রীহিত

12/08/2025

তারেক রহমান জানেন নাকি

পাথর খেকোদের নায়ক আপনি।

12/08/2025

মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়।

ক্ষমতায় গেলে এরা পুরো দেশটাকে গিলে খাবে। তখন কেউ প্রতিবাদও করতে পারবে না।
12/08/2025

ক্ষমতায় গেলে এরা পুরো দেশটাকে গিলে খাবে। তখন কেউ প্রতিবাদও করতে পারবে না।

09/08/2025

যারা শিবিরকে গুপ্ত বলতো এখন তারা গুপ্ত বলে সবার কাছে পরিচিতি পেয়েছে।
এজন্য বলা হয়, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজের পড়া লাগে।

❤️
07/08/2025

❤️

চাঁদা না দিলেও মরবেন,নির্যাতিত হবেন,চোখের সামনে স্ত্রী মা বোনকে ধর্ষিত হতে দেখবেন,চাঁদাবাজদের নিয়ে রিপোর্ট করলেও মরবেন।
07/08/2025

চাঁদা না দিলেও মরবেন,নির্যাতিত হবেন,চোখের সামনে স্ত্রী মা বোনকে ধর্ষিত হতে দেখবেন,
চাঁদাবাজদের নিয়ে রিপোর্ট করলেও মরবেন।

🖤
30/07/2025

🖤

30/07/2025

প্রয়োজনে একবেলা খাবো,

তবুও সামরিক সক্ষমতা বাড়াতে হবে: জুলাই যোদ্ধা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে মেরে নাক, মুখ ফাটায় দিয়েছে তাদ...
29/07/2025

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে মেরে নাক, মুখ ফাটায় দিয়েছে তাদের অন্য গ্রুপ।

অভ্যন্তরীণ ম্যাচ হলেও এসব কামড়াকামড়ি যথেষ্ট বিব্রতকর এবং তা যেন আ'লীগের কপি। বিছার লোকেরা বলবে, আমাদের নেতাদের আমরা পিটাইবো আপনাদের আলগা দরদ কেন? মারেন ভাই মারেন। 🙂

29/07/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৩৬' জুলাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category