Mehedi H. Saeid

Mehedi H. Saeid Content Creator at YouTube Subscribe my channel on YouTube, Visit: https://www.youtube.com/mehedihsaeid

11/06/2025

বন্ধুর সাথে ব্যবসা করলে, বন্ধু হারাবেন — টাকাও হারাবেন!

24/05/2025

শত্রু তৈরী করার জন্য, ঝগড়া করার প্রয়োজন নেই! আপনি জীবনে যাদের উপকার করবেন, তারাই একসময় আপনার শত্রু হবে!

Send a message to learn more

শরীরের সাথে কোনমতে রুহ টা আটকে আছে 😆
23/05/2025

শরীরের সাথে কোনমতে রুহ টা আটকে আছে 😆

এসি ছাড়াই যেসকল উপায়ে রুম ঠান্ডা রাখা যাবে।১ /পর্যাপ্ত... See more
11/05/2025

এসি ছাড়াই যেসকল উপায়ে রুম ঠান্ডা রাখা যাবে।
১ /পর্যাপ্ত... See more

How to protect ur PC, from your younger brother.Technologiaaa...
22/04/2025

How to protect ur PC, from your younger brother.
Technologiaaa...

ছবিগুলো শুধু ছবি বা পন্য নয়।প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে অনেক অনেক স্মৃতি । ২০০০ দশকের জেনারেশন বলতে পারবে এটার মাঝে আমাদ...
09/04/2025

ছবিগুলো শুধু ছবি বা পন্য নয়।
প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে অনেক অনেক স্মৃতি । ২০০০ দশকের জেনারেশন বলতে পারবে এটার মাঝে আমাদের কতো আবেগ কতো হারানো স্মৃতি লুকিয়ে আছে।
কতোই সুন্দর সময় কেটেছে। মোবাইল ডিজিটাল যুগেও এতো আবেগ ভালোবাসা কাজ করে না, অনেক মিস করি

জীবনে সব চেষ্টাই সফল হবে, এমন নিশ্চয়তা নেই। আপনি যতই চেষ্টা করুন, কখনো কখনো থামতে জানা জরুরি। দেখুন বিশ্বের সবচেয়ে মূল্য...
09/02/2025

জীবনে সব চেষ্টাই সফল হবে, এমন নিশ্চয়তা নেই। আপনি যতই চেষ্টা করুন, কখনো কখনো থামতে জানা জরুরি।

দেখুন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি, অ্যাপল, একটি স্মার্ট গাড়ির প্রজেক্টে কাজ শুরু করেছিল ২০১৪ সালে। প্রজেক্টটির পেছনে ২০০০ কর্মী ও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়। কিন্তু ১০ বছর পর, ২০২৪ সালে, এই প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নেয় অ্যাপল।

মজার ব্যাপার হলো, অ্যাপলের জন্য এই প্রজেক্ট চালিয়ে যাওয়া কোনো অর্থনৈতিক সমস্যা ছিল না। ২০২৩ সালে তাদের ফ্রি ক্যাশ ফ্লো ছিল ৭৩ বিলিয়ন ডলারেরও বেশি। তারা চাইলে আরও ৭০ বছর এই প্রজেক্ট চালাতে পারত। কিন্তু তারা বুঝতে পেরেছিল, প্রজেক্টটি সঠিক পথে নেই এবং এতে আরও অর্থ ও সময় ব্যয় করা শুধুই অহংকার এবং নির্বুদ্ধিতার পরিচায়ক হবে। তাই দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিটি সাহসের সঙ্গে ব্যর্থতা মেনে নিয়ে এই প্রজেক্ট বন্ধ করে দেয়।

এই ঘটনা আমাদের শেখায়, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—কোথায় থামতে হবে, সেটা জানা।

আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন, যারা এই শিক্ষা গ্রহণ করতে পারেন না। কেউ জমিজমা বিক্রি করে, কেউ গহনা বন্ধক রেখে, আবার কেউ বাচ্চাদের স্কুল ফি পর্যন্ত ব্যবসায় লগ্নি করেন। সাম্প্রতিক সময়ে একজন বয়স্ক ব্যক্তি সম্পর্কে শুনেছি। সারাজীবন সরকারি চাকরি করেছেন, অবসরকালীন সঞ্চয় দালান বানানোর ব্যবসায় বিনিয়োগ করেছেন। কিন্তু তার সঞ্চয় শেষ হয়ে গেছে এবং এখন তিনি বিভিন্নজনের কাছে টাকা চাইছেন।

বিষয়টি খুবই করুণ। একদিকে তার বয়স, অন্যদিকে শারীরিক সামর্থ্য—দালান বানানোর মতো কঠিন কাজের জন্য এটি কোনোভাবেই যথার্থ নয়। তদুপরি, হয়তো তিনি সঠিক পরিকল্পনা ছাড়াই অর্থ বিনিয়োগ করেছেন।

জীবনের যে কোনো কাজে এগিয়ে যাওয়ার মতোই থেমে যাওয়াটাও একটি শিল্প। এবং এই শিল্প আয়ত্ত করা সাফল্যের চাবিকাঠি।

পোষ্টটি শেয়ার করে সবার সাথে ছড়িয়ে দিতে ভুলবেন না।

#সফলতা
Collected post

Meanwhile at Brac Bank*Photo collected
27/08/2024

Meanwhile at Brac Bank
*Photo collected

22/08/2024

বন্যা কবলিত মানুষের পাশে দাড়াতে
আস সুন্নাহ ফাউন্ডেশনের ফান্ডে
সর্বনিম্ন ১০ টাকা থেকে যত বেশি দান করতে পারেন!
লিংক কমেন্টে।

04/07/2024


Dotcor দের Hadnwttring এত খারাপ হওয়া সত্ত্বেও Hopstial বা দোকানের Phamraicst রা prsepctriion এত সহজে কিভাবে বুঝে যায় ভেবে দেখেছেন কখনো??
উত্তরটা কিন্তু এই Qeusiton এর মধ্যেই দিয়ে রেখেছি। এতক্ষণে হয়তো খেয়াল করেননি যে এই post এর সবগুলো Egnislh বানানই ভুল, তবুও আপনার পড়তে খুব বেশি বেগ পেতে হচ্ছেনা। কারণটা হলো আপনার konwdlege এবং Hmuan Bairn এর কেরামতি। আপনার চেনা-জানা শব্দগুলির শুধু শুরু ও শেষের Lteter এবং tatol Lteter সংখ্যা ঠিক থাকলেই, মাঝে উল্টা পাল্টা করে যাই থাকুক না কেন আপনার আমার Biran সেটাকে roecginze করে ফেলে। 🥴

কপি

১৯৬৯ সালে নাবিস্কো বিস্কুট কোঃ এর একটি অভিনব বিজ্ঞাপন ..
23/06/2024

১৯৬৯ সালে নাবিস্কো বিস্কুট কোঃ এর একটি অভিনব বিজ্ঞাপন ..

আমার বেতনে পোষায় নাই বলে ম্যাজিস্ট্রেসি (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) ছেড়ে সাংবাদিকতায় এসেছি। আপনার বেতনে না...
22/06/2024

আমার বেতনে পোষায় নাই বলে ম্যাজিস্ট্রেসি (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) ছেড়ে সাংবাদিকতায় এসেছি। আপনার বেতনে না পোষালো আপনি সে চাকরি করবেন কেনো? আমি কোনোদিন আমার যোগ্যতার কম বেতনে চাকরি করিনি। আমার যোগ্যতা অনুযায়ী শুরু থেকে বেতন পেয়ে এসেছি, এখনো পাই। বেতন সৃষ্টি করে বাজার। নিজেকে অপরিহার্য করে গড়ে তোলেন। বেতন এমনিতেই বেড়ে যাবে। টাকা পয়সা,খ্যাতি এমনিতেই হইব একদিন।
কে বলেছে সাংবাদিকতা মহান পেশা? পৃথিবীতে মহান পেশা বলে কোনো পেশা নেই। পেশা কখনো মহান হতে পারে না। মহান হয় ব্যক্তি।
- খালেদ মুহিউদ্দিন

লেখা: সংগ্রহীত
ছবি: উইকিপিডিয়া

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi H. Saeid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi H. Saeid:

Share

Category