30/08/2025
সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবি, হামলা, লুটপাট, হত্যার হুমকি ও বসতবাড়ি ভাংচুরের ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সাংবাদ সম্মেলন।
বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবি, বসতবাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুরের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন, ভুক্তভোগী আনোয়ারা বেগম ও তার পরিবার।
শুক্রবার বেলা ১২ টায় উপজেলার সোনাইমুড়ী বাজারের রাজমহল রেস্তোরার দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন টি অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২৯ আগস্ট’২০২৫ বেলা ১২.৩০ ঘটিকায় সোনাইমুড়ীতে ভুক্তভোগি পরিবারের পক্ষে আনোয়ারা বেগম, মিনু আক্তার ও ওমর ফারুক সাংবাদিক সম্মেলনে তাদের লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ২০০৬ ইং সালে ৩৪২৫ নং দলিলে আমরা নাওতলা মৌজায় কতেক জমি খরিদ করে মাটি ভরাট সহ বসাবসের উপযোগি টিনশেড সেমি পাকা যৌথ গৃহ নির্মান করে উভয় পরিবার বিগত ১৭/১৮ বছর স্থায়ী ভাবে বসবাস করে আসছি। বর্তমানে আমাদের চলাচলের পথের জন্য জেলা বোর্ড হইতে নথি নং-১৮১/১৮ মূলে আমাদের বশত ঘরের দক্ষিনে সোনাইমুড়ী ছাতারপাইয়া রোডের জোড়পোলের পশ্চিমে রাস্তার উত্তর পাশে ৪০০ বর্গফুট (৪০দ্ধ১০) ভূমি ইজারা গ্রহন করিয়া চলাচলের পথ তৈরী করে ব্যবহার করছি। হঠাৎ করে গত কয়েক দিন আগে জলবদ্ধ নিরসনে স্থানীয় প্রশাসন আমাদের চলাচলের পথ কেটে পানি অপসারন করায় আমরা চলাচলের জন্য উক্ত পথে লোহার ঝুলন্ত ব্রীজ তৈরী করি। ব্রীজের সামনের অংশ সরকারি রাস্তা ও খালি আছে। আমাদের পরিবারে উপযুক্ত কোন পুরুষ লোক না থাকার সুযোগে স্থানীয় বাট্রা মিদ্দা বাড়ির চিহিৃত সন্ত্রাসী শহিদ ও তার লোকজন বিভিন্ন কৌশলে আমাদের নির্মিত ঝুলন্ত ব্রীজের জায়গায় তার দোকান ছিল এই মর্মে বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাদের কাছে ৫ লাখ টাকা দাবী করে। আমরা তাতে রাজী না হওয়ায় সন্ত্রাসী শহিদ লোকজন নিয়া গত ২৭ আগষ্ট’ ২৫ রাত অনুমান ৯.৩০ ঘটিকার সময় আমাদের বশত ঘরে হামলা করে ভাঙচুর,স্বর্ণ অলংকার,৩ টি এ্যন্ড্রয়েড ফোন ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। সন্ত্রাসী শহিদ ও তার লোকজনের হামলায় স্কুল শিক্ষার্থী ওমর ফারুক (১৬), আনোয়ারা বেগম (৪০) গুরুতর আহত হয়। এই সময় সন্ত্রাসী শহিদ আনোয়ারা বেগমের কাপড়-চোপড় টানা-হেচড়া করে শ্লীলতাহানী করে। এই সময়ে সংবাদ পেয়ে স্থানীয় সোনাইমুড়ী সেনা ক্যাম্পে দায়িত্বরত সেনা বাহিনী ঘটনার স্থলে পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং ভুক্তভোগী পরিবার প্রাণে রক্ষা পায়। এঘটনায় আনোয়ারা বেগম সোনাইমুড়ী থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। ভুক্তিভোগী পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনায় জড়িত সন্ত্রাসী, চাঁদাবাজ শহিদ ও তার লোকজনকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার প্রতি জোর দাবি জানায়।