RBH Ayeub

RBH Ayeub সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ১০০%গেরান্টি
(27)

ধন্যবাদ পাশে থাকার জন্য
20/02/2025

ধন্যবাদ পাশে থাকার জন্য

এর সাথে RBH Ayeub – আমি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছি! আমি 7 মাস ধরে সেরা ফ্যানের তালিকায় রয়েছি।🎉

পাগলাটে ডাক্তার ও তার রোগীশহরের এক বিখ্যাত ডাক্তার, ডা. কামরান, তার অদ্ভুত ব্যবহারের জন্য বেশ পরিচিত ছিলেন। রোগীরা তার চ...
19/02/2025

পাগলাটে ডাক্তার ও তার রোগী

শহরের এক বিখ্যাত ডাক্তার, ডা. কামরান, তার অদ্ভুত ব্যবহারের জন্য বেশ পরিচিত ছিলেন। রোগীরা তার চেম্বারে গেলে কখন কী বলে বসবেন, কেউ জানত না!

একদিন এক রোগী এলেন, চোখে গম্ভীর ভাব।

রোগী: ডাক্তার সাহেব, মনে হয় আমি খুব অসুস্থ।

ডাক্তার: ওহ! কী সমস্যা?

রোগী: সারাদিন শরীর দুর্বল লাগে, মনে হয় সবকিছু ভেঙে পড়ছে।

ডাক্তার গম্ভীর হয়ে বললেন,

— আপনি কি প্রতিদিন ঘুমান?

রোগী: হুম, ঠিকঠাক ঘুমাই তো!

— খাওয়া-দাওয়া ঠিকমতো করেন?

রোগী: জ্বি, নিয়মিত খাই।

ডাক্তার চশমা খুলে রেখে বললেন,

— বাহ! তাহলে তো আপনি বেশি সুস্থ! এটাই আপনার আসল সমস্যা!

রোগী: (হতভম্ব) মানে?

— আরে ভাই, চারপাশে এত টেনশন, এত সমস্যা! সবাই অসুস্থ, আর আপনি এত সুস্থ? এটা কি ভালো ব্যাপার হলো? একটু টেনশন করুন, অসুস্থতা এমনিতেই চলে আসবে!

রোগী চেয়ার থেকে উঠে পড়ল,

— থাক ডাক্তার সাহেব, আপনি সুস্থ থাকুন! আমি আরেকজন ডাক্তার দেখাই!

ডা. কামরান হাসতে হাসতে বললেন,

— আরে ভাই, টেনশন না নিলে কেমন করে রোগ হবে?

রোগী তখনই দৌড় দিল, আর হাসপাতালের সবাই হো হো করে হেসে উঠল!

লেখা RBH Ayeub

19/02/2025

কৃপণ ধনী ও বুদ্ধিমান ভিখারি

রহিম মিয়া ছিলেন এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু তার কৃপণতার জন্য সবাই তাকে এড়িয়ে চলত। তিনি কারও উপকার করা তো দূরের কথা, নিজের কাজের লোকদেরও ঠিকমতো খেতে দিতেন না। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু তিনি তাতে কখনো কান দিতেন না।

একদিন, এক বৃদ্ধ ভিখারি তার বাড়ির সামনে এসে কাতর স্বরে বলল,

— বাবা, তিন দিন ধরে কিছু খাইনি। একটু খাবার দিলে খুব উপকার হতো।

রহিম মিয়া ভ্রু কুঁচকে বললেন,

— খাবার তো দিতেই পারি, কিন্তু তার আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি ঠিক বলতে পারো, তবে খাবার পাবে।

ভিখারি মৃদু হাসল,

— ঠিক আছে বাবা, বলুন প্রশ্ন!

রহিম মিয়া গম্ভীর হয়ে বললেন,

— বলো তো, দুনিয়ায় সবচেয়ে সুখী মানুষ কে?

ভিখারি একটু ভেবে নিয়ে জবাব দিল,

— সবচেয়ে সুখী সেই ব্যক্তি, যে খাওয়ার সময় খাবারের চিন্তা করে না, আর ঘুমানোর সময় টাকার চিন্তা করে না!

শুনে রহিম মিয়া হতভম্ব হয়ে গেলেন। কারণ তিনি যখন খেতে বসেন, তখন ভাবেন কত খরচ হলো, আর রাতে শোয়ার সময় চিন্তা করেন তার টাকার হিসাব নিয়ে! তাহলে কি তিনি দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষ?

কিছুক্ষণ চুপ থেকে রহিম মিয়া বললেন,

— তুমি তো বুদ্ধিমান দেখছি! ঠিক আছে, যা খুশি খেয়ে যাও!

ভিখারি আবার মুচকি হাসল,

— খাবার চাই না বাবা, আমি শুধু চাই, আপনি এটা মনে রাখুন— টাকা দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু প্রকৃত সম্মান আর সুখ কিনতে গেলে উদার হতে হয়।

রহিম মিয়া গভীর চিন্তায় পড়ে গেলেন। সে দিন প্রথমবারের মতো তিনি বুঝলেন, সম্পদ মানুষকে ধনী করে, কিন্তু উদারতাই তাকে মহান করে তোলে।

লেখা RBH Ayeub

19/02/2025

"কিপটে শ্বশুর ও চালাক জামাই"

রফিক সাহেব গ্রামের নামকরা কিপটে মানুষ। এক টাকার জায়গায় আধা টাকা খরচ করতেই তার জান বেরিয়ে যায়। মেয়ে রুনার বিয়ে দিয়েছে শহরের এক অফিস কর্মী মুকুলের সঙ্গে। জামাই প্রথমবার শ্বশুরবাড়ি এলো।

বউ-শ্বশুর সবাই মিলে খুব খাতির করল, কিন্তু রফিক সাহেব মনে মনে হিসাব কষছেন— জামাইকে খাওয়াতে গিয়ে যেন বেশি খরচ না হয়ে যায়!

রাতে খাবার টেবিলে বসতেই রফিক সাহেব কাশতে কাশতে বললেন,

— জামাই, আমাদের গ্রামে একটা নিয়ম আছে। কেউ বেশি খেলে লজ্জার ব্যাপার। সবাই কম খায়, বুঝলে?

মুকুল মুচকি হেসে বলল,

— জ্বি আব্বা, খুব ভালো নিয়ম!

খাবার দেওয়া হলো। পাতে দুই টুকরো মাংস, অল্প একটু ভাত। মুকুল কিছু না বলে হাসিমুখে খাওয়া শুরু করল।

খাওয়া শেষে রফিক সাহেব খুশি হয়ে বললেন,

— বাহ! তুমি তো খুব ভালো জামাই, কম খেয়ে গ্রামকে সম্মান জানালে!

মুকুল মাথা নাড়ল,

— হ্যাঁ আব্বা, আমি তো শ্বশুরবাড়ির নিয়ম মেনে চলি!

পরদিন সকালে নাশতার সময় দেখা গেল, মুকুল এক কাপ চা আর শুকনো রুটি নিয়ে সন্তুষ্ট।

রফিক সাহেব আনন্দে আত্মহারা! এমন জামাই পেয়ে তো তিনি ধন্য!

কিন্তু ঝামেলা বাধল দুপুরে।

মুকুল খাওয়া শেষে বলল,

— আব্বা, আমি এবার শহরে ফিরে যাব।

— আরে! এত তাড়াতাড়ি কেন?

— আসলে আব্বা, আমি তো নিয়ম মেনে চলতে চাই। আমাদের শহরেও একটা নিয়ম আছে।

— কী নিয়ম?

— আমাদের নিয়ম হলো, যেখান থেকে যেমন খাবার পাওয়া যায়, সেখানে বেশি দিন থাকা যায় না!

শুনেই রফিক সাহেব হাঁ! এ তো নিজের ফাঁদে নিজেই পড়লেন! জামাই যদি এখন চলে যায়, তাহলে তো গ্রামের লোকজন বলবে, "কিপটে রফিক সাহেব ভালো খেতে দেয়নি, তাই জামাই পালিয়ে গেছে!"

তিনি তাড়াতাড়ি বললেন,

— আরে না না! তুমি থাকো, আজ রাতে খাসির মাংস রান্না করব!

মুকুল কৌশলে হেসে বলল,

— আব্বা, তাহলে তো নিয়ম ভাঙা হবে!

— থাক সে নিয়ম, তুমি থাকো!

সেদিন রাতে বাড়িভর্তি খাবার, খাসির মাংস, পোলাও, দই, মিষ্টি— সবই হাজির! মুকুল আয়েশ করে খেলো, আর মনে মনে বলল, "যতই কিপটে হোক, চালাক জামাইয়ের কাছে হার মানতেই হলো!

লেখা RBH Ayeub

19/02/2025

❝།།😊🥀সবার দূর্বলতা ভিন্ন, যেমন আমি অল্পতেই কাছের মানুষের থেকে দুঃখ পাই বেশি।❝།།😊🥀

❝།།😊🥀সবার দূর্বলতা ভিন্ন, যেমন আমি অল্পতেই কাছের মানুষের থেকে দুঃখ পাই বেশি।❝།།😊🥀
19/02/2025

❝།།😊🥀সবার দূর্বলতা ভিন্ন, যেমন আমি অল্পতেই কাছের মানুষের থেকে দুঃখ পাই বেশি।❝།།😊🥀

20/10/2024

আসসালামু আলাইকুম

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
18/10/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

18/10/2024

আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন?

17/10/2024

এক সাগর রক্ত পেরিয়ে তোকে বিচারের মুখোমুখি করবোই ইনশাআল্লাহ।✊

24/08/2024

আল্লাহ আমাদের বন্যা থেকে দ্রুত হেফাজত করো আমিন🤲

24/08/2024

আমি মরে গেলে কাদি ও না ধরে নিউ তুমি মুক্ত

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when RBH Ayeub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RBH Ayeub:

Share