RUMAN's Tale

RUMAN's Tale RUMAN's Tale

এখানে গল্প, আড্ডা, গান
খেলাধুলা, আইডিয়া, ফান
সবই পাবেন একসাথে

Take Love ❤

আসুন আসুনঢাকা বিশ্ববিদ্যালয় নামক ভাতের হোটেলে আসুনএখানে খুব বেশি নয়জীবনের বিনিময়ে ভাত খাওয়া যায়!পৃথিবীতে আপনজন বলতে কেউই...
19/09/2024

আসুন আসুন
ঢাকা বিশ্ববিদ্যালয় নামক ভাতের হোটেলে আসুন
এখানে খুব বেশি নয়
জীবনের বিনিময়ে ভাত খাওয়া যায়!

পৃথিবীতে আপনজন বলতে কেউই ছিলোনা তার। মা-বাবা, ভাইকে হারিয়ে পাগল হয়ে যাওয়া ছেলেটা এক প্লেট ভাতের দাম নিজের জীবন দিয়ে শোধ করলো। কিভাবে এই লজ্জা শোধ করবে হে মেধাবী?
কোথায় তোমার রক্ত ঝরানো বুলি...?

তোফাজ্জল আমার ভাই
ভাই হ/ত্যা/র বিচার চাই

#আমিই_তোফাজ্জল
#তোফাজ্জল
#আমি_তোফাজ্জল
#বিচারচাই
#বাংলাদেশ

14/09/2024

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি!!

আমি বাসায় আসার পথে মাত্র ১০০০ টাকা কেজি দরে ছোট্ট দুইটা (দুইটার ওজন ৭৫০ গ্রাম) কিনে আনলাম। আসার সময় দেখি রাস্তার সব জনগন...
07/09/2024

আমি বাসায় আসার পথে মাত্র ১০০০ টাকা কেজি দরে ছোট্ট দুইটা (দুইটার ওজন ৭৫০ গ্রাম) কিনে আনলাম। আসার সময় দেখি রাস্তার সব জনগন আমার দিকে কেমন যেন তাচ্ছিল্যের ভঙ্গিতে তাকাচ্ছে। সবার তাকানো দেখে মনে হচ্ছিলো আমি মনে হয় ডাস্টবিনের কোনো ময়লা প্যাকেটে ভরে নিয়ে আসছি। বাসার কাছাকাছি আসতে আমার এক পরিচিতজন বললো কি ভাই সস্তায় মানুষ ইলিশ খাচ্ছেনা দেখে আপনি একেবারে ২টা কিনে আনলেন নাকি। এর চেয়ে তো এখন পাঙ্গাশের দাম বেশি। শুনেন যখন দাম বেশি হবে তখন কিনে সবাইকে দেখাতে দেখাতে আনবেন। এখন ইলিশ এতো সস্তা হইছে যে বিড়ালেও খেতে চাইছেনা।

#ইলিশ #ইলিশ_কথন #ইলিশমাছ

🚨🚨🚨 রেড এলার্ট 🚨🚨🚨ফেনীর বর্তমান অবস্থা খুবই শোচনীয়। 😢পুরো ফেনী জেলার ৪ ভাগের ৩ ভাগ পানির নিচে তলিয়ে গেছে। এক তলা বাড়ি পা...
22/08/2024

🚨🚨🚨 রেড এলার্ট 🚨🚨🚨

ফেনীর বর্তমান অবস্থা খুবই শোচনীয়। 😢

পুরো ফেনী জেলার ৪ ভাগের ৩ ভাগ পানির নিচে তলিয়ে গেছে। এক তলা বাড়ি পানিতে ডুবে গেছে। যারা ছাঁদের উপরে আশ্রয় নিয়েছে, ছাদেও পানি উঠে যাচ্ছে। ইলেক্ট্রিসিটি নাই , মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছেনা। আর কিছু সময় পর থেকে ফেনীর ভেতর থেকে হয়তো আর কোনো খবর মোটেও পাওয়া যাবেনা। কারোর সাথে কারোর যোগাযোগ নেই। ভলেন্টিয়ারিং কার্যক্রম অনেকাংশে ভেঙে পড়েছে, সবাই নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত। মূলত একটানা বৃষ্টিপাত আর উজানের পানির চাপ নিমিষেই সব শেষ করে দিচ্ছে। এই মুহুর্তে প্রশিক্ষিত বাহিনী এবং পর্যাপ্ত সেইফটি ব্যবস্থা ছাড়া কেউ ওখানে খুব বেশি কিছু করাটাও অনেক কষ্টসাধ্য। তবে এখনো যদি আমরা সকলে মিলে আমাদের সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে না পড়ি তাহলে অগণিত প্রাণহানি ঘটার সম্ভাবনা আছে।

সকলে বন্যা কবলিত সকলের জন্য দোয়া করেন। আল্লাহ এই ভয়ানক দুর্যোগ থেকে আমাদের দেশবাসীকে রক্ষা করুন। আমিন 🤲

22/08/2024

৮ জেলার বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে।

আল্লাহ সকলকে রক্ষা করুন।
আমিন🤲

22/08/2024

মাত্র কয়েকদিন আগেই নৌকার কোনো প্রয়োজন নেই বলে যারা ছুড়ে ফেলে দিয়েছিলো,
ভাগ্যের নির্মম পরিহাসে তাদের হাতেই আজ নৌকা তৈরী হচ্ছে!

22/08/2024

দয়া করে যে যেভাবে পারেন নৌকা ⛵ নিয়ে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসুন।

নৌকা ⛵ ছাড়া এই মুহূর্তে তাদের কাছে যাবার আর কোনো উপায় নাই।

22/08/2024

যে যেভাবে পারেন, যতোটুকু পারেন বন্যা দুর্গত দের সাহায্য করেন।

মানুষ বেঁচে থাকলে রাজনীতি অনেক করা যাবে।

21/08/2024

স্লোগানঃ হেড স্যারের দুই গালে, জুতা মারো তালে তালে!

😢 আহারে মেধাবী 😢

13/08/2024

মতের বিরুদ্ধে গেলেই পদত্যাগ বা পরিবর্তন!

তাহলে আপনি কিভাবে বৈষম্য দূর করবেন?

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য সকল উপদেষ্টামণ্ডলীকে অভিনন্দন! আশা করি অন্তর্বর্ত...
08/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য সকল উপদেষ্টামণ্ডলীকে অভিনন্দন!

আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুতো উন্নতি ঘটবে।

06/08/2024

একটা নতুন সকালের অপেক্ষায়!

বৈষম্যহীন, অসাম্প্রদায়িক এক বাংলাদেশের আশায় চাতকের মতো চেয়ে আছি।

05/08/2024

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন

05/08/2024

মহান জাতীয় সংসদটাও লুটপাটের হাত থেকে রক্ষা পেলোনা। 😢

03/08/2024

ওরা সঠিক ও ন্যায্য দাবি থেকে সরে যাচ্ছে।

এভাবে কনভার্ট হয়ে যাবার কারণে সব ধ্বংস হয়ে যাবে!

02/08/2024

জেগেছে জনতা
জেগেছে বীর বাঙালী
ঐ খুনি তুই কোথায় পালালি?

রক্তের বন্যায়
ভেসে যাবে সব অন্যায়
রক্ত দেওয়া জাতি মোরা
দাবিয়ে রাখবে সাধ্য কার
ভাই হত্যার বিচার ছাড়া
ঘরে নাহি ফিরবো আর।

বায়ান্ন থেকে ছেষট্টি,
উনসত্তর থেকে একাত্তর
রফিক-শফিকের দেখানো পথে
চব্বিশের এই গণ জোয়ার।

আমার ভাইয়ের রক্ত
বৃথা যেতে দেবোনা
রক্ত খেকো রাক্ষসেরা
পালাতে কোথাও পারবানা।

ভেবেছো কি তোমরা
চেতনার কথা বলে পেয়ে যাবা পার আবার
চেয়ে দেখো রাজপথে
মায়া কান্নায় আর ভোলাতে পারিবেনা ভাইকে আমার।

বিচার চাই
বিচার চাই
ভাই হত্যার বিচার চাই
বিচার চাই
বিচার চাই
খুনিদের বিচার চাই।
মুক্তি চাই
মুক্তি চাই
আমার ভাইদের মুক্তি চাই
মুক্তি চাই
মুক্তি চাই
পরাধীনতা থেকে মুক্তি চাই।

© মোঃ আবু রুমান Abu Ruman Trust

01/08/2024

দলের চেয়ে দেশ বড়ো

প্রতিটা ফোঁটা রক্তের বিচার চাই। শোকাবহ আগস্টে আর কোনো রক্তাক্ত দিন দেখতে চাইনা।

29/07/2024

আমি নির্বাক 😶
আমি বিধ্বস্ত 🤕
আমি স্বাধীন-সার্বভৌম দেশে পরাধীনতার শৃঙ্খলে বন্দী এক প্রাণ 🤐

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when RUMAN's Tale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RUMAN's Tale:

Share

Category