আকাশের ওপারে আকাশ

আকাশের ওপারে আকাশ Dust we will be!

21/08/2025

আমাদের সময়ের লেখা পড়া আর নাই, হারিকেন জ্বালাইয়া পড়তাম, আর কারেন্ট থাকলে ৬০ ওয়াটের ফিলিপ্স এর বাত্তি লাগাইয়া বিশাল বড় রুমে কোন রকম আলোতে পড়তাম, এখন সবই আছে কিন্তু পড়ার পরিবেশ ক্রিয়েট করাটা এখন বিশাল চ্যালেঞ্জ 🤲

এটা অণ্ডকোষের একটা সিস্ট। বায়োপসি করার জন্য ইউরোলজী সার্জারীর ডাক্তার আমার কাছে পাঠিয়েছে। রিপোর্ট কমেন্ট বক্সে 🥰
21/08/2025

এটা অণ্ডকোষের একটা সিস্ট। বায়োপসি করার জন্য ইউরোলজী সার্জারীর ডাক্তার আমার কাছে পাঠিয়েছে।
রিপোর্ট কমেন্ট বক্সে 🥰

27/06/2025

মাগরিবের নামাজ চলাকালীন সামনের কারো ফোনে "হিন্দি/তেলেগু"টাইপের কোনো গান বেজে উঠলো।খুবই ডিস্টার্বিং এবং ইমাম সাহেবের তিলাওয়াতে সমস্যা হচ্ছিলো কিন্তু উনার রিং টোন বন্ধ করতেছেন না।কিছুক্ষন যাওয়ার পর হুট করে ফোন বন্ধ হওয়ার শব্দ শুনলাম।

নামাজ শেষে যা এক্সপেক্ট করতেছিলাম তাই...পুরো বৃদ্ধ আঙ্কেল সমাজ একযোগে ঝাপিয়ে পড়লো।উকি মেরে দেখলাম ১৮-২০ বছর বয়সী এক ছেলে।গায়ে গেঞ্জি,প্যান্ট খাচানো,হাতে ব্যাজ টাইপ কিছু একটা।একেবারে কাচুমাচু হয়ে আছে,দুয়া করার ভানে কিছুই শুনতেছে না মনে হচ্ছে।চেহারা দেখে অবশ্য বোঝা যাচ্ছে বেচারা বড্ড লজ্জা পাইছে,উপরের দিকে তাকাইতেও পারতেছে না।

ইমাম সাহেব দোয়া শেষ করলেন,মাইকটা নিলেন

"যদিও আমি নামাজের পর কিছু বলি না তবে এখন কিছু বলা জরুরী মনে করছি।কেউ যদি অনিচ্ছা ও অসতর্ক হয়ে কোনো ভুল করে ফেলে এবং এর দরুন লজ্জিত হয় তাকে কোনোভাবেই ভৎসর্না করা উচিত না।কারন সে লজ্জিত হয়েছে মানে সে ভুল সংশোধনের মেন্টালিটি রাখে।

কিন্তু এরপরও যদি কেউ মেজাজ দেখাতে গিয়ে পাব্লিক শেমিং করে,অপমান করে সমূহ সম্ভাবনা আছে এ ছেলেটা কামব্যাক করার শেষ আগ্রহটুকুও হারিয়ে ফেলবে।এই বয়সী একটা ছেলের লজ্জাবোধ আছে মানে তার শ্রেষ্ঠ সম্ভাবনাটাই জীবিত আছে।আমরা গলা টিপে তাকে হত্যা না করি।

যখন তার বয়সী আর দশটা ছেলেরা নামাজের সময়ে বাইরে ঘুরতেছে সে যে এই বৃদ্ধদের কাতারে নামাজের জন্য এসে দাড়িয়েছে এটা কি প্রমান করে না সে আল্লাহর কাছে অনেক প্রিয়!!!!!! "

ইমাম সাহেব ছেলেটাকে ঈশারায় ডাকলেন।দুইজনের মধ্যে কি জানি কথা হলো।দূর থেকে দেখলাম ছেলেটা ফিক করে হেসে দিয়েছে।

After ages I see a great Imam who remind me the prophetic time.How he had given tarbiyah his sahaba!

©

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ ...
26/06/2025

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়।
দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।
কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।
ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।
নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়,
17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।
60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।
90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।
এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।
অতএব আমার ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?
সবকিছুই মাটিতে মিশে যায়।
মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।
অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।
প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন (আমিন)😔


24/06/2025

অভিশপ্ত ভূতের নগরী......নয় কি?

23/06/2025

দোহা কাতার!

23/06/2025

কাতারের আকাশ 🔥

23/06/2025

বাহরাইনে সাইরেন বাজছে! মিসা*ইল আসতে পারে যেকোনো সময়!

বিশ্ব দেখলো ইরানের এক নতুন মি*সাইল 🔥
18/06/2025

বিশ্ব দেখলো ইরানের এক নতুন মি*সাইল 🔥

ইন্ট্রেস্টিং!ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ১৯৪৮ সাল থেকে আজ পর্যন্ত কখনোই ইসরায়েলের বনে-ব্রাক শহরে কোনো আঘাত আসেনি। তবে...
18/06/2025

ইন্ট্রেস্টিং!

ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ১৯৪৮ সাল থেকে আজ পর্যন্ত কখনোই ইসরায়েলের বনে-ব্রাক শহরে কোনো আঘাত আসেনি।
তবে এবার সেই ইতিহাস বদলে গেছে — ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি এই শহরে আঘাত করেছে।

বনে-ব্রাক শহরটি ধর্মপ্রাণ ইহুদি সম্প্রদায়ের জন্য পরিচিত। সেখানে বহু র‍্যাবাই বা ইহুদি ধর্মীয় নেতা বসবাস করেন এবং তারা দীর্ঘদিন ধরে এই বিশ্বাস প্রচার করে আসছেন যে, শহরের ধর্মীয় পরিবেশ এবং মানুষের তোরাহ (ইহুদি ধর্মগ্রন্থ) অধ্যয়ন শহরটিকে সুরক্ষা দেয়।

অনেকের মতে, এই ধর্মীয় পুণ্যই শহরটিকে বাইরের হুমকি থেকে রক্ষা করে এসেছে।

কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রের এই সরাসরি আঘাত সেই দীর্ঘদিনের বিশ্বাস ও দাবি গুলোকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে!

এবার তাহলে তারা কী ভাববে?🤗
[©️]

“যু*দ্ধের জবাব যু*দ্ধ, বো*মার জবাব বো*মা”—খামেনির হুঁশিয়ারি
18/06/2025

“যু*দ্ধের জবাব যু*দ্ধ, বো*মার জবাব বো*মা”—খামেনির হুঁশিয়ারি

ছবি কথা বলে 😢
17/06/2025

ছবি কথা বলে 😢

Address

12B, Uttara Lane
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when আকাশের ওপারে আকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আকাশের ওপারে আকাশ:

Share

Category