27/06/2025
মাগরিবের নামাজ চলাকালীন সামনের কারো ফোনে "হিন্দি/তেলেগু"টাইপের কোনো গান বেজে উঠলো।খুবই ডিস্টার্বিং এবং ইমাম সাহেবের তিলাওয়াতে সমস্যা হচ্ছিলো কিন্তু উনার রিং টোন বন্ধ করতেছেন না।কিছুক্ষন যাওয়ার পর হুট করে ফোন বন্ধ হওয়ার শব্দ শুনলাম।
নামাজ শেষে যা এক্সপেক্ট করতেছিলাম তাই...পুরো বৃদ্ধ আঙ্কেল সমাজ একযোগে ঝাপিয়ে পড়লো।উকি মেরে দেখলাম ১৮-২০ বছর বয়সী এক ছেলে।গায়ে গেঞ্জি,প্যান্ট খাচানো,হাতে ব্যাজ টাইপ কিছু একটা।একেবারে কাচুমাচু হয়ে আছে,দুয়া করার ভানে কিছুই শুনতেছে না মনে হচ্ছে।চেহারা দেখে অবশ্য বোঝা যাচ্ছে বেচারা বড্ড লজ্জা পাইছে,উপরের দিকে তাকাইতেও পারতেছে না।
ইমাম সাহেব দোয়া শেষ করলেন,মাইকটা নিলেন
"যদিও আমি নামাজের পর কিছু বলি না তবে এখন কিছু বলা জরুরী মনে করছি।কেউ যদি অনিচ্ছা ও অসতর্ক হয়ে কোনো ভুল করে ফেলে এবং এর দরুন লজ্জিত হয় তাকে কোনোভাবেই ভৎসর্না করা উচিত না।কারন সে লজ্জিত হয়েছে মানে সে ভুল সংশোধনের মেন্টালিটি রাখে।
কিন্তু এরপরও যদি কেউ মেজাজ দেখাতে গিয়ে পাব্লিক শেমিং করে,অপমান করে সমূহ সম্ভাবনা আছে এ ছেলেটা কামব্যাক করার শেষ আগ্রহটুকুও হারিয়ে ফেলবে।এই বয়সী একটা ছেলের লজ্জাবোধ আছে মানে তার শ্রেষ্ঠ সম্ভাবনাটাই জীবিত আছে।আমরা গলা টিপে তাকে হত্যা না করি।
যখন তার বয়সী আর দশটা ছেলেরা নামাজের সময়ে বাইরে ঘুরতেছে সে যে এই বৃদ্ধদের কাতারে নামাজের জন্য এসে দাড়িয়েছে এটা কি প্রমান করে না সে আল্লাহর কাছে অনেক প্রিয়!!!!!! "
ইমাম সাহেব ছেলেটাকে ঈশারায় ডাকলেন।দুইজনের মধ্যে কি জানি কথা হলো।দূর থেকে দেখলাম ছেলেটা ফিক করে হেসে দিয়েছে।
After ages I see a great Imam who remind me the prophetic time.How he had given tarbiyah his sahaba!
©