16/04/2024
শিশির দার কার্টুনে আমি।
শিশির দার সঙ্গে এই আমার প্রথম দেখা। তবে তাঁর কার্টুনে মুগ্ধ আমি সেই কৈশোর থেকে। তাই ‘বাংলার ব্যঙ্গচিত্র : সেকাল একাল’ বইটি তাঁকে উৎসর্গ করেছি। তিনি জানতেও চাইলেন কেন তাঁকে বইটি উৎসর্গ করেছি। বইটা দেয়ার পর উল্টে পাল্টে দেখে বিস্মিত হলেন। তারপর বললেন, আমি ভেবেছিলাম ছোট একটি বই। কিন্তু এযে দেখছি পিএইচডি থেকেও বড় কাজ করেছেন আপনি!
আমার ব্যাকগ্রাউন্ড জানতে চাইলেন। জানালাম, আমার পড়াশোনার সঙ্গে এটি যায় না দাদা, তবে একেবারেই শখ থেকে কাজটি করা। জানালেন, চারুকলার ছাত্রদের বইটা পড়তে দেবেন। তারপর অনেক কথা। একেবারে প্রাণখোলা মানুষ শিশিরদা। আমার কাছে জানতে চাইলেন আমি কোনো কাগজ বা খাতা এনেছি কিনা। মাথা নেড়ে না বলতেই নিজে অন্য একটি টেবিল থেকে কার্টিজ পেপার নিয়ে এলেন। দেখতে দেখতেই পেপারে আমাকে কার্টুন বানিয়ে ফেললেন। এরপর এই কার্টুন হয়ে গেলাম আমি।
বাংলার ব্যঙ্গচিত্র : সেকাল একাল
প্রকাশকাল ২০২৪ একুশে বইমেলা।
পৃষ্ঠা ৬৭২।
মূল্য ১২৬০।
প্রাপ্তিযোগ : রকমারি, পাঠক সমাবেশ...