Shafiqul Islam Poddo

Shafiqul Islam Poddo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shafiqul Islam Poddo, Digital creator, Dhaka.

*অতঃপর তুমি দখলে নিলে দেউলিয়া নিঃস্ব হৃদয়ের রাজপ্রাসাদ।

*'আগুন পোড়ালে তবু কিছু রাখে
কিছু থাকে,
হোক না তা শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।

____ হেলাল হাফিজ "বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না।
যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।"

------ হুমায়ূন আহমেদ

Rainbow
06/07/2025

Rainbow

29/06/2025

#বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই।
কত অপূর্ব দৃশ্য চারিদিকে।
মন দিয়ে আমরা কখনো তা দেখি না।
যখন সময় শেষ হয়ে যায়,
তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।

------ হুমায়ূন আহমেদ

 #আমাকে চিরকাল, মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনোই হতে পারিনি,আমাকে ভুলে যাওয়া সহজ, কিন্তু মনে করা খুব কঠিন। আমি ...
22/06/2025

#আমাকে চিরকাল,
মনে রাখার মতো কোনো উপযুক্ত
কারণ আমি কখনোই হতে পারিনি,
আমাকে ভুলে যাওয়া সহজ,
কিন্তু মনে করা খুব কঠিন।
আমি কখনো কারো এমন মানুষ হতে পারিনি
যে আমাকে বিনা স্বার্থে মনে রাখে.
(সংগৃহীত)
স্থান - জৈন্তিয়া হিল রিসোর্ট, সিলেট
সাল - ২০১১

 #আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি।কখনো বন্ধু হিসেবে ঠিক মানুষকে চুজ করতে পারিনি।এখন পর্যন্ত আমা...
09/06/2025

#আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম,
আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি।
কখনো বন্ধু হিসেবে ঠিক মানুষকে চুজ করতে পারিনি।
এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের জন্য দিয়েছি
তারা সবাই আমাকে নিঁখুত ভাবে বুঝিয়ে দিয়েছে
আমি তাদের কেউই নই!

পুরো অর্ধেক জীবন কাটিয়ে দিলাম
আমি একটা সঠিক মানুষ চুজ করতে পারলাম না!🤣🤣🤣🖤

"বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই।কত অপূর্ব দৃশ্য চারিদিকে।মন দিয়ে আমরা কখনো তা দেখি না।যখন সময় শেষ হয়ে যায়,তখনি শুধু হ...
07/06/2025

"বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই।
কত অপূর্ব দৃশ্য চারিদিকে।
মন দিয়ে আমরা কখনো তা দেখি না।
যখন সময় শেষ হয়ে যায়,
তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।"

------ হুমায়ূন আহমেদ

MUBARAK

29/05/2025

ヽ `、ヽ、ヽ` ヽヽ、、ヽ、 ヽ `、ヽ` `、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ、 ヽ、、ヽ``、ヽ、、 ヽ、` `、ヽ、、ヽ、ヽ `、ヽ、 ヽ、 、` `、ヽ、、ヽ、ヽ、 、 ヽ` `、ヽ、、ヽ、ヽ `ヽ☁ヽ `、ヽ、ヽ` ☁ヽ 、、ヽ `ヽ`、 ``、ヽ `、、ヽヽヽ、☁ヽ `、ヽ、ヽ` ☁ヽ `、 ``、、ヽ``、、ヽ `ヽ、 、、ヽ `、ヽ、ヽ`ヽ、、` `、、ヽ ` `、 ヽ `、``、`ヽ `、ヽヽヽ、 ヽ`ヽ ``、ヽ`、ヽ ` `、ヽ `、☁ヽ `、ヽ、ヽ` ☁ তুমি বলো বৃষ্টি ☁ヽ `、ヽ、ヽ` ☁ヽ
☁ヽ `、ヽ、ヽ` ☁ヽ বৃষ্টি পড়ছে ` `、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ ` `、ヽ、``ヽヽ `` `、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ、 ヽ、তুমি হাসো তাইヽ` `、ヽ、、ヽ、``、 ヽヽ`ヽ、、ヽ、`` 、` `、ヽ、、ヽ、 ヽ ☁ヽদেখে কেন বুঝি না`、ヽ、ヽ` ☁ヽ `、ヽ` `、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ、 ヽ、、ヽআমি বলি আকাশ কাঁদছে
``、ヽ、、 ヽ、` `、☁ヽ `、ヽ、ヽ` ☁ヽ ヽ、、ヽ、ヽ `、ヽ、 ヽ、 、`আকাশেরও আছে দুঃখ কিছু না বলা কথা `、ヽ、、ヽ、ヽ、 、 ヽ` `、ヽ、、ヽヽヽ `` `、ヽ、বোঝাতে পারি না তোমায়ヽ、` ` `、ヽ、、ヽ、তাই স্বপ্ন আমার হয়না রঙিনヽ `、ヽ` `、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ、
থেকে যায় সাদা কালো

Happy Rainy Day
29/05/2025

Happy Rainy Day

মানুষ কয় অর্ধেক রুটি খরচ করলে কু কু র প্রেমে পইড়া যায়,অর্ধেক সিগারেট খরচ করলে শত্রুও বন্ধু হইয়্যা যায়, অথচ আমি আপনারে ভা...
27/05/2025

মানুষ কয়
অর্ধেক রুটি খরচ করলে
কু কু র প্রেমে পইড়া যায়,
অর্ধেক সিগারেট খরচ করলে শত্রুও বন্ধু হইয়্যা যায়,
অথচ
আমি আপনারে ভালোবাইসা
আপনার লাইগ্যা আমার আস্ত
একখান জীবন খরচ কইরা দিবার
পরও আপনি মানুষখান আমার হইলেন না।

দুনিয়ার কোন ভিক্ষুক অমন কইরা
কারোও দরজায় ভিক্ষা চায় নাই,
আমি যেমন কইরা আপনার দরজায়
একচিমটি ভালোবাসা ভিক্ষা চাইছি।
দুনিয়ার কোন মানুষ জীবন হারাইবার ভয়ে
অমন হাউমাউ কইরা কাইন্দা উঠে নাই,
আমি যেমন কইরা আপনারে হারানো ভয়ে কাইন্দা উঠছি।

দুনিয়ার কোন ক্ষুধার্ত মানুষ খাওনের লাইগ্যা অত নতজানু হয় নাই, আমি যতখানি আপনার পাওনের লাইগয়া নতজানু হইছি। কোন নিঃসন্তান মা'ও সন্তান পাওনের লাইগাও অমন কইরা মাজার মসজিদে কপাল ঠেকায় নাই, আমি যেমন কইরা আপনারে পাওনের লাইগ্যা কপাল ঠেকাইছি। কোনো বেকার ছাওয়াল অমন কইরা চাকরি খুঁজে নাই আমি যেমন কইরা আপনারে পাওয়ার তরিকা খুঁজছি।

দুনিয়ার বেবাক মানুষ বুঝল, আপনারে আমার লাগবোই লাগবো—শুধু আপনি মানুষখান বুঝলেন না।

— আরিফ হুসাইন

Address

Dhaka

Telephone

+8801916383158

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafiqul Islam Poddo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafiqul Islam Poddo:

Share