
21/06/2025
💻 কোডিং প্রথমে কঠিন মনে হতেই পারে
কিন্তু ধীরে ধীরে সব সহজ হয়ে যায়।
প্রথম দিন কিছুই বুঝতে না পারা — এটা খুবই স্বাভাবিক।
কিন্তু চেষ্টা বন্ধ না করলে একদিন তুমিই বানাবে অ্যাপ, ওয়েবসাইট কিংবা গেম! 🎯
🛠️ কঠিন জিনিস শিখলেই নতুন কিছু তৈরি করা যায়।
তাই ভয় না পেয়ে শুরু করো।
একটু একটু করে, আমরাও পারবো ইনশাআল্লাহ।
#শেখা_কখনো_থামে_না #নতুনদেরজন্য